(প্রথম ধাপ) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

(প্রথম ধাপ) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩ | primary question 2023 pdf download



(প্রথম ধাপ) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩






১। A drowning man catches ___ a straw.

ক. for খ. on গ. at ঘ. to 

উত্তরঃ গ. at 

২। ১ কে দুই ভাগে ভাগ করলে কত হয়?

ক. ০.৫০ খ. ০.৫০০ গ. সবগুলোই ঘ. ১/২

উত্তরঃ ক. ০.৫০

৩। কত মিলিয়ন ১০ কোটি?

ক. ১০ খ. ১০০ গ. ১০০০ ঘ. ৫০

উত্তরঃ খ. ১০০

৪। চর্যাপদ কোন ছন্দে লেখা?

ক. স্বরবৃত্ত খ. নিম্নবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. মাত্রাবৃত্ত

উত্তরঃ ঘ. মাত্রাবৃত্ত


৫। Identify the correct spelling. 

ক. Perlament খ. Parlament গ. Perliament ঘ. Parliament

উত্তরঃ ঘ. Parliament

৬। BROCHURE means-

ক. Pamphlet খ. Bureau গ. Censor ঘ. Opening

উত্তরঃ ক. Pamphlet

৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব কার?

ক. বাংলাদেশ আওয়ামী লীগ খ. বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা

গ. সি আর আই ঘ. বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট

উত্তরঃ ঘ. বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট

৮। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

ক. কারক খ. সন্ধি গ. প্রকৃতি ঘ. সমাস

উত্তরঃ ক. কারক

৯। ০.৪ × ০.০২ × ০.০৮ = কত?

ক. ০.০০০০৬ খ. ০.০০৬৪ গ. ০.০০০৬৪ ঘ. ০.০০৬৪০৪

উত্তরঃ গ. ০.০০০৬৪ 

১০। He ___ here since Christmas. 

ক.  Has not been খ. Has not গ. Has ঘ. had

উত্তরঃ ক.  Has not been

১১। একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ মি.। জলাধারটির আয়তন কত ঘনমিটার? 

ক. ৫০ খ. ২৫ গ. ১৫ ঘ. ৫ 

উত্তরঃ প্রশ্ন অনুসারে উত্তর ৫০০ 

১২। বাগযন্ত্রে অংশ কোনটি? 

ক. দাঁত খ. সবকটি গ. স্বরযন্ত্র ঘ. ফুসফুস

উত্তরঃ খ. সবকটি

১৩। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ৫ 

উত্তরঃ গ. ২০

১৪। চাঁদ মুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি? 

ক. চাঁদের মত দেখতে মুখ খ. চাঁদ রূপ মুখ গ. চাঁদ মুখের ন্যায় ঘ. চাঁদ মুখ যার

উত্তরঃ ক. চাঁদের মত দেখতে মুখ

১৫। ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত? 

ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭ 

উত্তরঃ গ. ৬

১৬। ১০% হার মুনাফায় ২০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি?  

ক. ২৪২০ টাকা খ. ২৪০০ টাকা গ. ২২০০ টাকা ঘ. ২৪৪০ টাকা 

উত্তরঃ ক. ২৪২০ [প্রশ্নে ২০০ এর স্থলে ২০০০ হবে] 

১৭। ‘কাক নিন্দ্রা’ শব্দটি অর্থ – 

ক. অনিষ্ট চিন্তা খ. কপট নিদ্রা গ. অগভীর সতর্ক নিদ্রা ঘ. কাকের নিদ্রার ন্যায়

উত্তরঃ গ. অগভীর সতর্ক নিদ্রা

১৮। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে – 

ক. সরল কোণ খ. সম্পূরক কোণ গ. সূক্ষ্ম কোণ ঘ. সন্নিহিত কোণ 

উত্তরঃ গ. সূক্ষ্ম কোণ

১৯। ২৮৯  এর বর্গমূল হল-  

ক. স্বাভাবিক খ. পূর্ণসংখ্যা গ. মূলদ ঘ. অমূলদ 

উত্তরঃ গ. মূলদ

২০।  ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? 

ক. আশ্রয় খ. নির্লজ্জতা গ. কেনাবেচা ঘ. বস্ত্র

উত্তরঃ গ. কেনাবেচা

২১। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ – 

ক. বাক্‌ + আড়ম্বর খ. বাগ + অম্বর গ. বাক + অম্বর ঘ. বাগ্‌ + আড়ম্বর

উত্তরঃ ক. বাক্‌ + আড়ম্বর

২২।  The word ‘respond’ is 

ক. A noun  খ. An adverb  গ. An adjective  ঘ. A verb

উত্তরঃ ঘ. A verb

২৩। ‘নন্দিনী ’ এর নিচের প্রতিশব্দ কোনটি? 

ক. সুন্দরী খ. ননদিনী গ. তনয়া ঘ. মিনাক্ষী

উত্তরঃ গ. তনয়া

২৪। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা- 

ক. তাসের দেশ খ. বসন্ত গ. কালের যাত্রা ঘ. ক্ষণিকা


উত্তরঃ খ. বসন্ত

২৫। ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলিকে একটি দৈবচরন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-

ক. ১/৬৪ খ. ১/৬০ গ. ১/৬৫ ঘ. ১/২২ 

উত্তরঃ ঘ. ১/২২ 

২৬। ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by-

ক. John Keats খ. Planto গ. W. B. Yeats ঘ. Robert Frost

উত্তরঃ গ. W. B. Yeats

২৭। ‘দিনের আলো ও সন্ধ্যার মিলন’ এক কথায় বলে-

ক. সন্ধ্যাকাল খ. আলোছায়া গ. সায়াহ্ন ঘ. গোধূলী

উত্তরঃ ঘ. গোধূলী

২৮। ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দটি-

ক. বোকা খ. প্রাচীন গ. নবীন ঘ. অনির্বাচিত

উত্তরঃ খ. প্রাচীন

২৯। ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

ক. ৪৯৯৯ খ. ৫০০১ গ. ৫০৫০ ঘ. ৫৫০১

উত্তরঃ গ. ৫০৫০

৩০। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?

ক. ওসমান গনী খ. শেখ আজিজুর রহমান গ. শওকত আলী ঘ. আহমেদ আজিজ

উত্তরঃ খ. শেখ আজিজুর রহমান

৩১। নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. নিশীথিনী খ. নিশিথীনী গ. নিশীথিনি ঘ. নিশীথীনিি

উত্তরঃ ক. নিশীথিনী

৩২। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?

ক. কুষ্টিয়া খ. টাঙ্গাইল গ. পাবনা ঘ. ফেনী

উত্তরঃ ক. কুষ্টিয়া

৩৩। অজানা সংখ্যাটি কত? ৪, ৬, ৯, ৬, ১৪, ৬, ……….?

ক. ১৯ খ. ২০ গ. ১৭ ঘ. ১৮

উত্তরঃ ক 

৩৪। NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক. National Cricketers Training Board. খ. National Curriculum and Text Book Board.

গ. National Curriculum and Traning Board. ঘ. National Communication and Training Board. 

উত্তরঃ খ. National Curriculum and Text Book Board.

৩৫। The French refers to-

ক. The French Language খ. The French Manners গ. The French Society ঘ. The French People 

উত্তরঃ ঘ. The French People 

৩৬। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?

ক. নেদারল্যান্ড খ. ফিনল্যান্ড গ. ইংল্যান্ড ঘ. পোল্যান্ড

উত্তরঃ খ. ফিনল্যান্ড

৩৭। He had a ____ headache.

ক. bad খ. strong গ. acute ঘ. serious 

উত্তরঃ ক. bad

৩৮। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?

ক. আলজেরিয়া খ. ইরান গ. সৌদি আরব ঘ. ইরাক

উত্তরঃ ক. আলজেরিয়া

৩৯। সবকটা জানালা খুলে দাও না- গানটির গীতিকার কে?

ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল খ. আপেল মাহমুদ

গ. গাজী মাজহারুল আনোয়ার ঘ. নজরুল ইসলাম বাবু

উত্তরঃ ঘ. নজরুল ইসলাম বাবু

৪০। নেকড়ে অরণ্য উপন্যাসের রচিয়তা – 

ক. আনোয়ার পাশা খ. শওকত ওসমান গ. রশীদ হায়দার ঘ. আবু জাফর শামসুদ্দিন

উত্তরঃ খ. শওকত ওসমান

৪১। The correct spelling is 

ক. Perceive খ. Percive  গ. Percieve  ঘ. Perceve

উত্তরঃ ক. Perceive

৪২। Which one is singular ? 

ক. Agenda  খ. Hypothesis  গ. Data  ঘ. Media

উত্তরঃ খ. Hypothesis

৪৩। Salt of life stands for – 

ক. Valuable things খ. Sorrows of life গ.saline water ঘ. Sodium chloride

উত্তরঃ ক. Valuable things

৪৪। ৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার ৭ ১/২ বছর পর আসল টাকার ১ ১/৪ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? 

ক. ৮ ২/৩% খ. ১১ ১/৯% গ. ১২ ১/২% ঘ. ১৬ ২/৩%     

উত্তরঃ   

৪৫। কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?  

ক. ২৫৪ খ. ২৭২ গ. ২৪৯ ঘ. ২২৪ 

উত্তরঃ ঘ. ২২৪ 

৪৬। Who is the author of ‘A farewell to Arms’?

ক. Ernest Hemingway খ. T. S. Eliot  গ. John Milton ঘ. Plato

উত্তরঃ ক. Ernest Hemingway

৪৭। কোনটি মৌলিক শব্দ 

ক. একাঙ্ক খ. গোলাপ গ. মানব ঘ. ধাতব

উত্তরঃ খ. গোলাপ

৪৮। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদ ২০২৩ এ ভূষিত – 

ক. নুরজাহান বেগম খ. ড. মোহাম্মাদ জাফর ইকবাল গ. মাকসুদুল আলম ঘ. সেজুতি সাহা 

উত্তরঃ ঘ. সেজুতি সাহা    

৪৯। একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি- 


ক. ৭৮৬ খ. ৭৯০ গ. ৭৮৯ ঘ. ৭৯০ 

উত্তরঃ ক. ৭৮৬

৫০। (2 + x) + 3 = 3 (x + 2) হলে x  এর মান কত? 

ক. ১৩ খ. -১/৩ গ. ১/২ ঘ. -১/২ 

উত্তরঃ ঘ. -১/২ 

৫১। He died ___ the injury. 

ক. By খ. from গ. for ঘ. over

উত্তরঃ খ. from

৫২। ০.০০০১ এর বর্গমূল কত? 

ক. ০.০০১ খ. ১ গ. ০.১‘ ঘ. ০.০১

উত্তরঃ ঘ. ০.০১   

৫৩। ‘Duck’ is the feminine gender of – 

ক. Duck খ. Drone  গ. Drear ঘ. Drake

উত্তরঃ ঘ. Drake

৫৪। What type of noun is kindness? 

ক. Material  খ. Proper  গ. Common ঘ. Abstract

উত্তরঃ ঘ. Abstract

৫৫। ০.১ এর বর্গমূল কত?

ক. ০.২৫ খ. ০.৩১ গ. ০.১ ঘ. ০.০১ 

উত্তরঃ খ. ০.৩১

৫৬। If you read you will learn. The sentence is a 

ক. negative খ. Simple  গ. Complex  ঘ.compound

উত্তরঃ গ. Complex

৫৭। An ordinance is – 

ক. A law খ.a newspaper গ.a manuscript  ঘ.a book

উত্তরঃ ক. A law

৫৮। বাংলাদেশের সংবিধান কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীন বিষয়ে উল্লেখ করা হয়েছে? 

ক. ৪২ খ. ৩৮ গ. ৪০ ঘ. ৪১

উত্তরঃ গ. ৪০

৫৯। A synonym for ‘synergy’ is –

ক. antagonism  খ. alliance গ. conflict  ঘ. autonomy

উত্তরঃ খ. alliance

৬০। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. নেকড়ে অরণ্য খ. বন্দী শিবির থেকে গ. নিষিদ্ধ লোবান ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তম

উত্তরঃ খ. বন্দী শিবির থেকে    

৬১। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?

ক. নাগাল্যান্ড খ. ত্রিপুরা

গ. মিজোরাম ঘ. আসাম

উত্তরঃ   

৬২। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-

ক. বর্ণ খ. ধ্বনি

গ. ভাব ঘ. শব্দ

উত্তরঃ   

৬৩। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক. শামসুর রাহমান খ. আব্দুল মান্নান সৈয়দ

গ. অমীয় চক্রবর্তী ঘ. আল মাহমুদ

উত্তরঃ  ক

৬৪। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি?

ক. যোগ্যতাভিত্তিক খ. দক্ষতাভিত্তিক

গ. উদ্দেশ্যভিত্তিক ঘ. বয়স কাঠামো ভিত্তিক

উত্তরঃ   

৬৫। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে সপ্তমী খ. কর্তৃকারকে প্রথমা

গ. কর্মকারকে প্রথমা ঘ. কর্মকারকে সপ্তমী

উত্তরঃ   

৬৬। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?

ক. ৩০০ ডিগ্রী খ. ২৭০ ডিগ্রী

গ. ১৮০ ডিগ্রী ঘ. ৩৬০ ডিগ্রী

উত্তরঃ   

৬৭। I will write down the phone number ____ I forget.

ক. unless খ. ever though


গ. in case ঘ.if

উত্তরঃ    গ

৬৮। ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

ক. র খ. কেজিবি গ. আইএসআই ঘ. মোসাদ

উত্তরঃ   ঘ

৬৯। ২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?

ক. ১৬,৯৬,২৮,৯২১ খ. ১৬,৯৮,২৭,৯২১

গ. ১৬,৯৮,২৫,৯২১ ঘ. ১৬,৯৮,২৮,৯২১

উত্তরঃ   

৭০। নিচের কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে? 

ক. টাচ স্ফীন খ. প্রিন্টার গ. মাউস ঘ. মাইক্রোফোন

উত্তরঃ    ক

৭১। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? 

ক. তারেক মাসুদ খ. মোস্তফা সরয়ার ফারুকী গ. মৃনাল সেন ঘ. হুমায়ুন 

উত্তরঃ    ক 

৭২। What is the bengali meaning of ‘time is up’

ক. সময়সীমা খ. মূল্যহীন  গ. সময় আছে ঘ. সময় শেষ

উত্তরঃ   ঘ

৭৩। হাইপোআইসেমিয়া কিসের অভাবে হয়? 

ক. রক্তের গ্লুকোজ খ. ভিটামিন ই গ. ইনসুলিন ঘ. ক্যালসিয়াম 

উত্তরঃ   ক 

৭৪। cat’s sleep means 

ক. Sleep frequently খ. Be dismissed গ.pretension of sleep ঘ. Sleep at night 

উত্তরঃ   

৭৫। লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭ ….. . . . .. ৩, ১ 

ক. ৬ খ. ৯ গ. ১২ ঘ. ১৫

উত্তরঃ   খ 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form