বাংলাদেশের খেলাধুলা সাধারণ জ্ঞান (২০২৪)
#ক্রীড়াঙ্গন
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
১. বিশ্বকাপ ক্রিকেটে ২০২৩ আয়োজক দেশ? উত্তর: ভারত (অংশগ্রহণকারী দেশের সংখ্যা-১০)।
২. বিশ্বকাপ ক্রিকেট- ২০২৩ এর লোগোর নাম কী? উত্তর: নভরাসা।
৩. বিশ্বকাপ ক্রিকেট- ২০২৩ এর মাসকট এর নাম? উত্তর: ছেলে মাসকট 'টঙ্ক' মেয়ে মাসকট 'ব্রেজ'
৪. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর অফিসিয়াল থিমসং কী? উত্তর: দিল জশন বোলে।
৫. বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক কে? উত্তর: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।
৬. বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতা দলের নাম কী? উত্তর: পাকিস্থান ৩৪৪ রান (বিপক্ষ শ্রীলংকা)
৭. প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশের কোন অ্যাম্পায়ার?
উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৮. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
৯. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হবে? উত্তর: ১৯ নভেম্বর ২০২৩।
#খেলাধুলা
১. বাংলাদেশকে বিশ্বকাপ ক্রিকেটে নেতৃত্বদানকারী অধিনায়কের নাম কী? উত্তর: সাকিব আল হাসান।
২. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস কোন দলের?
উত্তর: নেপাল ৩২৪ রান (মঙ্গোলিয়ার বিপক্ষে)।
৩. আর্ন্তজাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে? উত্তর: দীপেন্দ্র সিং (৯ বলে)।
৪. আর্ন্তজাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে? উত্তর: কুশাল মাল্লা (৩৪ বলে)।
৫. ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়? উত্তর: সুনীল নারাইন।
৬. ইউএস ওপেন ২০২৩-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: নোভাক জোকোভিচ।
৭. ইউএস ওপেন ২০২৩-এ নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: কোকো গফ
৮. ১৯তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর: চীনে।
#নারী বিশ্বকাপ ফুটবল-২০২৩
১. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।
২. ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: স্পেন (ইংল্যান্ডকে হারিয়ে)।
৩. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ এ গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়? উত্তর: আইতানা বোনমাতি (স্পেন)।
#এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩
১. এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কী?
উত্তর: পাকিস্থান এবং শ্রীলংকা।
২. এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম কী? উত্তর: নেপাল।
৩. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: ভারত (শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে)।
৪. এশিয়া কাপের ১৬তম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
উত্তর: কুলদীপ যাদব (ভারত)।
নোবেলনামা ২০২৩
১. ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: ক্লভিয়া গোল্ডেন (ইউএসএ)।
২. অর্থনীতিতে ক্লভিয়া গোল্ডেন নোবেল পুরস্কার পান কোন বিষয়য়ে ভূমিকা পালনের জন্য?
উত্তর: শ্রমবাজারে নারীর ভূমিকা।
৩. ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: ক্যাটালিন কারিকো (হাঙ্গেরি) এবং ড্র উইসম্যান (ইউএসএ)।
৪. চিকিৎসাশাস্ত্রে কোন বিষয়ের সাথে অবদানের জন্য তারা নোবেল পুরস্কার পান?
উত্তর: কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন বিকাশের জন্য ।
৫. ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ (তিনজনই ইউএসএর নাগরিক)।
৬. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী? উত্তর: জন ওলাভ ফসে/ জন ফসে (নরওয়ে)।
৭. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী এবং তিনি কোন দেশের নাগরিক?
উত্তর: নার্গিস মোহাম্মদী এবং তিনি ইরানের নাগরিক।
৮. নার্গিস মোহাম্মদীকে কোন বিষয়ে অবদানের জন্য ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়?
উত্তর: ইরানের নারীদের এবং মানবাধিকার পক্ষে সোচ্চার থাকার জন্য। ৯. ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: পিয়েরে অ্যাগোস্টিনি (মার্কিন যুক্তরাষ্ট্র), ফেরেস্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান
ল'হুইলিয়ার (সুইডেন)।
খেলাধুলা সম্পর্কিত
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ–২০২২ সালের সবচেয়ে দামি দল কোনটি?
উত্তর: ইংল্যান্ড (বাজারমূল্য ১২৬ কোটি ইউরো)।
প্রশ্ন: ফুটবল ইতিহাসে ‘দ্য ফেনোমেনন’ বলা হয় কাকে?
উত্তর: রোনালদো (ব্রাজিল)।
প্রশ্ন: টেস্ট ক্রিকেটে সর্বাধিক (৮০০টি) উইকেটশিকারি বোলার কে?
উত্তর: মুত্তিয়া মুরালিধরন।
প্রশ্ন: ২০২৪ সালে পরবর্তী ৩৩তম অলিম্পিক কোথায় হবে?
উত্তর: প্যারিস।
প্রশ্ন: ফিফার সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ২১১টি।
প্রশ্ন: কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে কতটি দেশ লড়েছিল?
উত্তর: ৮০টি দেশ
প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলের প্রথম গোল কার?
উত্তর: ফ্রান্সের লুসিয়েন লরেন্ত (১৩ জুলাই ১৯৩০)।
প্রশ্ন: অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে ২০২২ সালের চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: ভারত।
প্রশ্ন: ফিফার বর্তমান সভাপতি কে?
উত্তর: জিয়ান্নি ইনফান্তিনো।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ–২০২২–এ কয়টি দল খেলেছে?
উত্তর: ৩২টি দল।
প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সালে চ্যাম্পিয়ন কে?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?
উত্তর: কাবাডি।
০১. বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ম্যাচে প্রথম জয় পায় কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি, ২০০৫.
## ম্যাচঃ ৩৫তম টেস্ট।
## প্রতিপক্ষঃ জিম্বাবুয়ে।
## ভেন্যুঃ চট্টগ্রাম।
০২. ছয়টি দেশ নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ কবে শুরু হবে?
উত্তরঃ ১৫ জানুয়ারি, ২০২০.
০৩. ‘কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম’ কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দা, সৌদি আরব।
## এই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপ -২০২০ অনুষ্ঠিত হয়।
০৪. কোন ক্রিকেটারকে ‘সুইংয়ের সুলতান’ বলা হয়?
উত্তরঃ ওয়াসিম আকরাম, পাকিস্তান।
০৫. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কতটি ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে?
উত্তরঃ ৯৭টি (জাতীয় ইভেন্ট – ৫৪টি এবং আন্তর্জাতিক ইভেন্ট – ৪৩টি)।
✬প্রশ্ন: বাংলাদেশ সরকারের ব্যাংকার কে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
✬প্রশ্ন: “বেইল আউট” শব্দটি কিসের সাথে জড়িত?
উত্তর: অর্থনীতি।
✬প্রশ্ন: Blue chip শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তর: শেয়ার বাজারে।
✬প্রশ্ন: কে ট্রেজারী বিল ক্রয় করতে পারেন?
উত্তর: বানিজ্যিক ব্যাংক।
✬প্রশ্ন: কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
উত্তর: ইসলামী ব্যাংক।
✬প্রশ্ন: ট্যাক্স হলিডে কি?
উত্তর: সাময়িক ভাবে ট্যাক্স মওকুফ করা।
✬প্রশ্ন: ডি ম্যাট কি?
উত্তর: শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।
✬প্রশ্ন: প্রত্যক্ষ কর কোনটি?
উত্তর: আয়কর।
✬প্রশ্ন: বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
উত্তর: সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।
✬প্রশ্ন: বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডনে স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
উত্তর: বেক্সিমকো ফার্মা ।
✬প্রশ্ন: বাংলাদেশে কয়টি পুঁজিবাজার আছে?
উত্তর: ২টি।
✬প্রশ্ন: শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভূক্ত?
উত্তর: অর্থ বাজার ।
✬প্রশ্ন: বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তর: ১৯৯১ সালে ।
✬প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উত্তর: তৈরি পোষাক ।
✬প্রশ্ন: বাংলাদশে প্রথম রেডিক্যাশ চালু করে?
উত্তর: জনতা ব্যাংক ।
✬প্রশ্ন: ব্যাংক অর্থের প্রধান উৎস কি?
উত্তর: আমানত।
✬প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
উত্তর: ৬টি।
✬প্রশ্ন: সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর: ৬০ ভাগ।
✬প্রশ্ন: ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: সাতক্ষীরা।
✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় ?
উত্তর: ১৮৪০ সালে।
Tags
General Knowledge