বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Bangladesh Bank Assistant Director Exam Question Solution 2023
বাংলা অংশের সমাধানঃ
সমাধান সেটঃ Set-B
১. ‘আমাকে কী মাল্য দেবে দাও’ কবিতার রচয়িতা কে?
ক. নির্মলেন্দু গুণ খ. মোঃ মনিরুজ্জামান গ. সেলিনা হোসেন ঘ. ফজল এ খোদা
উত্তরঃ ক. নির্মলেন্দু গুণ
২. ‘পাক’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. √প + আঁকখ. পাক + √অ গ. √পচ্ + ঘঞ্ ঘ. পাক্ + অ
উত্তরঃ গ. √পচ্ + ঘঞ্
৩. কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে?
ক. কালী ও কলম খ. মোসলেম ভারত গ. সমকাল ঘ. সওগাত
উত্তরঃ খ. মোসলেম ভারত
৪. ‘শকল’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিচিত্র খ. একবর্ণা গ. সওয়াল ঘ. শুচি
উত্তরঃ খ. একবর্ণা
৫. ‘সুরবালা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র?
ক. ভিখারিণী খ. ল্যাবরেটরী গ. একরাত্রি ঘ. সাধনা
উত্তরঃ গ. একরাত্রি
৬. নিচের কোনটি অনুবর্ণের অন্তর্ভূক্ত?
ক. রেফ খ. ফলা গ. বর্ণসংক্ষেপ ঘ. সবকয়টি
উত্তরঃ ঘ. সবকয়টি
৭. উচ্চারণস্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ?
ক. ঋ খ. ঈ গ. উ ঘ. কোনটি নয়
উত্তরঃ ক. ঋ [ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট, ঠ, ড্, ঢ় আর ড়, ঢ় মূর্ধন্য বর্ণের উদাহরণ আর স্বরবর্ণে একমাত্র ঋ মূর্ধন্য বর্ণের উদাহরণ]
৮. ‘কোন বাতে খাতা নাহি পায়’ বাকাটিতে খাতা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দোষ খ. দল গ. হিসাবের বই ঘ. শুভ
উত্তরঃ ক. দোষ [খাতা] (বিশেষ্য) দোষ; ত্রুটি; অপরাধ; ভুল (গুনা খাতা; কোন বাতে খাতা নাহি পায়-সৈয়দ হামজা)]
৯. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ কোনটি?
ক. কলস/কলশ খ. দিঘি/দীঘি গ. সূচি/সূচী ঘ. সবকটি
উত্তরঃ ঘ. সবকটি [বাংলা একাডেমির বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ; এমন কিছু শব্দ: অন্তঃস্থ/অন্তস্থ; পাখি/পাখী; বাড়ি/বাড়ী; বাঁশি/বাঁশী; রজনি/রজনী; শ্রেণি/শ্রেণী; সূচী/সূচি; হাতি/হাতী; স্বামি/স্বামী; কলস/কলশ; কুটির/কুটীর; কুমির/কুমীর; গাড়ি/গাড়ী; তরণি/তরণী; দীঘি/দিঘী; দাদি/দাদী।]
১০. সে ঘুমাচ্ছে বাক্যে ‘ঘুমা’ কোন ধাতু?
ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু গ. যৌগিক ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
উত্তরঃ খ. সাধিত ধাতু
১১. ‘বিপরীতার্থ’ ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
উত্তরঃ ঘ. অর্থতত্ত্ব
১২. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
ক. কল্পতরু খ. একটি কালো মেয়ের কাহিনী গ. দৃষ্টি প্রদীপ ঘ. বৈতালিক
উত্তরঃ ক. কল্পতরু
১৩. নিচের কোনটি অপ্রধান সমাস?
ক. প্রাদি সমাস খ. নিত্যসমাস গ. অলুক সমাস ঘ. সবকটি
উত্তরঃ ঘ. সবকটি
১৪. ‘আয়নায় মুখ দেখ না’ এখানে ‘মুখ’ কি অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে?
ক. বদন খ. মর্যাদা গ. প্রতিবিম্ব ঘ. বদন-গহবর
উত্তরঃ গ. প্রতিবিম্ব
১৫. নিচের কোনটি ব্যতিক্রম?
ক. মেঘের পরে মেঘ খ. যাত্রা গ. যুদ্ধ ঘ. হিজল কাঠের নৌকা
উত্তরঃ ঘ. হিজল কাঠের নৌকা [মেঘের পরে মেঘ, যুদ্ধ, যাত্রা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আর ঘ. হিজল কাঠের নৌকা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক]
১৬. ‘ছাতা দিয়ে মাথা রক্ষা’ বাগধারাটির অর্থ কি?
ক. সম্মান রক্ষা করা খ. সামান্য উপকার গ. স্বার্থপর হওয়া ঘ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা
উত্তরঃ ক. সম্মান রক্ষা করা
১৭. ‘নিরপেক্ষ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নিঃ + অপেক্ষ খ. নির + পেক্ষ গ. নিঃ + পেক্ষ ঘ. নীর + পেক্ষ
উত্তরঃ ক. নিঃ + অপেক্ষ
১৮. “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – এ বাক্যটিতে ‘স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ষষ্ঠী খ. করণে ষষ্ঠী গ. নিমিত্তার্থে ষষ্ঠী ঘ. সম্প্রদানে ষষ্ঠী
উত্তরঃ গ. নিমিত্তার্থে ষষ্ঠী
১৯. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. বুদ্ধদেব বসু গ. প্রমথ চৌধুরী ঘ. জসীমউদ্দিন
উত্তরঃ গ. প্রমথ চৌধুরী
২০. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?
ক. ১৭৪৩ খ. ১৮৩৪ গ. ১৭৩৪ ঘ. ১৮৪৩
উত্তরঃ ক. ১৭৪৩
২১. তাত শব্দের অর্থ কি?
ক. পিতা খ. যন্ত্রবিশেষ গ. তন্তু ঘ. গাছবিশেষ
উত্তরঃ ক. পিতা [তাত শব্দের অর্থ পিতা আর তাঁত শব্দের অর্থ কাপড় বোনার যন্ত্রবিশেষ বা তন্তু]
২২. কাঁধ থেকে কটি পর্যন্ত এক কথায় প্রকাশ?
ক. পাঁচধর খ. আগধর গ. ধটিক ঘ. ঘট
উত্তরঃ আগধর
২৩. নিচের কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ এর উদাহরণ?
ক. শুক্রবার → শুক্কুরবার খ. আহ্লাদ → আল্হাদ গ. স্পর্ধা → আস্পর্ধা ঘ. মোকদ্দমা → মোকর্দমা
উত্তরঃ ক. শুক্রবার → শুক্কুরবার
২৪. নিচের কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ কথাটির উল্লেখ আছে?
ক. ঋকবেদ খ. চর্যাপদ গ. মহাভারত ঘ. (a) ও (b)
উত্তরঃ ক. ঋকবেদ
২৫. একুশে ফেব্রুয়ারী নিয়ে প্রথম গান কোনটি?
ক. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী খ. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
গ. ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারী ঘ. কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
উত্তরঃ গ. ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারী
ইংরেজি অংশের সমাধানঃ
২৬. Choose the sentence that has an adjective.
ক. He is doing well খ. He is well গ. That is a well ঘ. Well, I am not looking for him
উত্তরঃ খ. He is well
২৭. Which of the following is the analogy of COWARD : CRAVEN?
ক. Liar : Facetious খ. Commentator: Caustic গ. Judge : Impartial ঘ. Dupe : Gullible
উত্তরঃ ঘ. Dupe : Gullible
২৮. Which of the following resembles PRUNE : HEDGE?
ক. Shuck : Corn খ. Cut : Bouquet গ. Trim : Hair ঘ. Reap : Crop
উত্তরঃ গ. Trim : Hair
২৯. Which of the following is the antonym of the word SAGACIOUS?
ক. Affectionate খ. Incisive গ. Fatuous ঘ. Sedentary
উত্তরঃ গ. Fatuous
৩০. Which of the following word is equivalent to MELEE?
ক. Kindness খ. Brawl গ. Simple Song ঘ. Primitive Dance
উত্তরঃ খ. Brawl
৩১. The term ‘Prima facie’ means –
ক. Primal face খ. Primitive man গ. Main facilities ঘ. At first sight
উত্তরঃ ঘ. At first sight
৩২. Which one is singular?
ক. Agenda খ. Hypothesis গ. Media ঘ. Syllabi
উত্তরঃ খ. Hypothesis
৩৩. Identify the substitute word for the sentence “One who is not easily pleased by anything”.
ক. Maiden খ. Mediaeval গ. Precarious ঘ. Fastidious
উত্তরঃ ঘ. Fastidious
৩৪. Which underlined part of the following sentence has an error?
Each furniture (a) on display in the central mall is (b) on sale for thirty percent (c) off the regular price (d).
ক. a খ. b গ. c ঘ. d
উত্তরঃ ক. a
৩৫. Identify the error from the following underlined parts of the sentence.
As road traffic (a) increases, elevated highways (b) are built to help solve (c) the problem of traffic jam (d).
ক. a খ. b গ. c ঘ. d
উত্তরঃ ক. a
৩৬. Which of the following sentence is correct?
ক. The mobile set is almost same like mine খ. The mobile set is almost same like me
গ. The mobile set is almost the same as mine ঘ. The mobile set is almost same like myself
উত্তরঃ গ. The mobile set is almost the same as mine
৩৭. Which of the following sentence construction is incorrect?
ক. Nobody called, did they? খ. Open the door, would you?
গ. He is your brother, isn’t he? ঘ. The meeting is at 10, isn’t it?
উত্তরঃ খ. Open the door, would you?
৩৮. Fill the gap in the sentence ‘Recent linguistic research has shed light on the role played by ___ regardless of their gender”.
ক. the way people speak খ. how people were spoken গ. how do people speak ঘ. people are speaking
উত্তরঃ ক. the way people speak
৩৯. Complete the sentence. “Soils are the result of ___ interacting processes ___ bring different materials together”.
ক. such, as খ. some, that গ. most of, which ঘ. a few, by which
উত্তরঃ খ. some, that
৪০. Choose the appropriate preposition to complete the sentence ‘The baby clings ___ his mother’s cloak’.
ক. to খ. with গ. at ঘ. from
উত্তরঃ ক. to
৪১. Which of the following spelling is correct?
ক. Precedence খ. Presedence গ. Precedance ঘ. Prescedence
উত্তরঃ ক. Precedence
৪২. Identify the correct spelling.
ক. Sizophrenic খ. Schizophranic গ. Scizphrenic ঘ. Schizophrenic
উত্তরঃ ঘ. Schizophrenic
৪৩. The passive form of the sentence ‘I had already shown her photo to the policeman’ should be –
ক. The policeman was already shown her photo খ. The policeman had already been shown her photo
গ. Her photo was already been shown to policeman ঘ. The policeman have already been shown her photo
উত্তরঃ গ. Her photo was already been shown to policeman
৪৪. Identify the missing word in the sentence “Which method of organizing content points you did feel more comfortable?”
ক. among খ. with গ. have ঘ. between
উত্তরঃ খ. with
৪৫. Identify the missing word in the sentence “Tomal behaves strangely at times and, therefore, nobody gets with him.”
ক. about খ. through গ. along ঘ. up
উত্তরঃ গ. along
৪৬. Choose the word that forms antonym of original with the prefix ‘Ir’
ক. rational খ. resolute গ. responsible ঘ. All of the these
উত্তরঃ ঘ. All of the these
৪৭. Select the word that cannot be replaced for the word underlined in the sentence “The speaker’s address about a career is a little nebulous at this point”.
ক. sententious খ. jumbled গ. vague ঘ. tenuous
উত্তরঃ ক. sententious
৪৮. Find the synonym of the underlined word in the sentence ‘I relinquished my place in line to back and talk with my friend”.
ক. defended খ. delayed গ. yielded ঘ. remanded
উত্তরঃ গ. yielded
৪৯. Three of the following words are related in some way. Which is not related to others?
ক. Drip খ. Intrusion গ. Percolation ঘ. Effluence
উত্তরঃ খ. Intrusion
৫০. Find the odd word from the following options.
ক. Plaudit খ. Approbation গ. Acclaim ঘ. Revere
উত্তরঃ ঘ. Revere
গণিত অংশের সমাধানঃ
৫১. The profit earned by selling an article for Tk 900 is double the loss incurred when the same article is sold for Tk 450. At what price should the article be sold to make 25% profit?
ক. Tk.750 খ. Tk.800 গ. Tk:600 ঘ. Data Inadequate
উত্তরঃ ক. Tk.750
৫২. A man purchases two clocks A and B at a total cost of Tk 650. He sells A with a 20% profit and B at a loss of 25% and gets the same selling price for both clocks. What are the purchasing prices of A and B respectively?
ক. 225, 425 খ. 275, 375 গ. 300, 350 ঘ. 250, 400
উত্তরঃ ঘ. 250, 400
৫৩. Fresh grapes contain 80 percent water while dry grapes contain 10 percent water. If the weight of the dry grapes is 250 kg what is total weight when it was fresh?
ক. 1000 kg খ. 1100 kg গ. 1125 kg ঘ. 1225 kg
উত্তরঃ গ. 1125 kg
৫৪. When 30% of one number is subtracted from another number, the second number reduces to its four-fifths. What is the ratio of the first to the second number?
ক. 3 : 2 খ. 2 : 3 গ. 2 : 5 ঘ. 4 : 7
উত্তরঃ খ. 2 : 3
৫৫. Tk.6000 becomes Tk.7200 in 4 years at a certain rate of simple interest. If the rate becomes 1.5 times of itself, the amount of same principal in 5 years will be-
ক. Tk. 8000 খ. Tk. 8250 গ. Tk. 9000 ঘ. Tk. 9250
উত্তরঃ খ. Tk. 8250
৫৬. P and Q are two positive integers such that PQ = 64 Which of the following cannot be the value of P +Q?
ক. 16 খ. 20 গ. 35 ঘ. 65
উত্তরঃ গ. 35
৫৭. Find the largest number of 5-digits which, when divided by 16, 24, 30 or 36, leaves the same remainder 10 each case.
ক. 99370 খ. 99360 গ. 99350 ঘ. 99340
উত্তরঃ ক. 99370
৫৮. One third of Aman’s marks in Mathematics exceeds a half of his marks in English by 30. If he got 240 marks in the two subjects together, how many marks did he get in English?
ক. 180 খ. 120 গ. 90 ঘ. 60
উত্তরঃ ঘ. 60
৫৯. If x/(2x+y+z) =y/(x+2y+z)= z/(x+y+2z)=a then find the value of ‘a’ if (x+y+z)≠0
ক. 1/2 খ. 1/3 গ. 1/4 ঘ. 1/8
উত্তরঃ গ. 1/4
৬০. If the average of ‘m’ numbers is n2 and that of ‘n’ numbers is m2, then the average of (m + n) numbers is –
ক. m+n খ. m-n গ. m/n ঘ. mn
উত্তরঃ ঘ. mn
৬১. P and Q started a business in the ratio of 2: 3. After 2 years P left the business but Q continued. After 3 years he had a profit of Tk.26000. What was the profit of P?
ক. Tk.8000 খ. Tk. 15600 গ. Tk.18000 ঘ. No Profit
উত্তরঃ ক. Tk. 8000
৬২. A square park is surrounded by a path of uniform width 2 meters all around it. The area of the path is 288 sq. meters. Find the perimeter of the park.
ক. 34 m খ. 1156 m গ. 136 m ঘ. Cannot be determined
উত্তরঃ গ. 136 m
৬৩. The area of a rectangular field is 52000 sq. meters. This rectangular area has been drawn on a map to the scale 1 cm to 100 m. The length is shown as 3.25 cm on the map. The breadth of the rectangular field in the map is –
ক. 1.6 m খ. 160 m গ. 160 cm ঘ. 1.6 cm
উত্তরঃ গ. 160 cm
৬৪. A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 18 cm and 26 cm. What is the area of the circle?
ক. 1250 sq. cm খ. 616 sq. cm গ. 154 sq. cm ঘ. 88 sq. cm
উত্তরঃ খ. 616 sq. cm
৬৫. If 3 sides of a triangle are 6 cm, 8 cm, and 10 cm, then the altitude of the triangle, using the largest side as its base, will be-
ক. 4.8 cm খ. 4.4 cm গ. 6 cm ঘ. 8 cm
উত্তরঃ ক. 4.8 cm
৬৬. To fill a tank, 25 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two-fifth of its present capacity?
ক. 62.5 খ. 35 গ. 10 ঘ. Cannot be determined
উত্তরঃ ক. 62.5
৬৭. Three boys agree to divide a bag of marbles in the following manner. The first boy takes one more than half the marbles. The second takes a third of the number remaining. The third boy finds that he is left with twice as many marbles as the second boy. The original number of marbles is-
ক. 38 খ. 36 গ. 32 ঘ. Cannot be determined
উত্তরঃ ঘ. Cannot be determined
৬৮. A cricketer whose bowling average is 12.4 runs per wicket takes 5 wickets for 26 runs and thereby decreases his average by 0.4. The number of wickets taken by him till the last match was-
ক. 64 খ. 72 গ. 80 ঘ. 85
উত্তরঃ ঘ. 85
৬৯. The present age of three persons are in the proportion of 4:7:9. Eight years ago, the sum of their ages was 56 years. The present age of the eldest person is –
ক. 28 খ. 36 গ. 45 ঘ. None of these
উত্তরঃ খ. 36
৭০. In a class of 65 students and 4 teachers, each student got sweets that are 20% of the total number of students and each teacher got sweets that are 40% of the total number of students. How many sweets are there?
ক. 104 খ. 845 গ. 949 ঘ. 897
উত্তরঃ গ. 949
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৭১. Tartar tribe lives in –
ক. Russia খ. Belgium গ. China ঘ. Greece
উত্তরঃ ক. Russia
৭২. Which country is known as the “Land of Cakes”?
ক. Belgium খ. France গ. Scotland ঘ. Italy
উত্তরঃ গ. Scotland
৭৩. What is the term for the area where the river meets the ocean?
ক. Delta খ. Estuary গ. Inlet ঘ. Fjord
উত্তরঃ খ. Estuary
৭৪. What are the two most abundant elements in the Universe?
ক. Carbon and Oxygen খ. Nitrogen and Oxygen গ. Helium and Lithium ঘ. Hydrogen and Helium
উত্তরঃ ঘ. Hydrogen and Helium
৭৫. Who was the British Prime Minister during the Partition of India?
ক. Benjamin Disraeli খ. Winston Churchill গ. Clement Attlee ঘ. William E. Gladstone
উত্তরঃ গ. Clement Attlee
৭৬. World’s first budget was presented in-
ক. UK খ. Finland গ. USA ঘ. Germany
উত্তরঃ ক. UK
৭৭. What is the name of the Inventors of Virus?
ক. Dmitri Ivanovsky খ. Robert Mentel গ. Louis Pateur ঘ. Antoni
উত্তরঃ ক. Dmitri Ivanovsky
৭৮. Which strait separates Australia and Tasmania?
ক. Bab-el-Mandeb খ. Bass গ. Berring ঘ. Palk
উত্তরঃ খ. Bass
৭৯. Which of the following vitamins helps in blood clotting?
ক. Vitamin A খ. Vitamin C গ. Vitamin D ঘ. Vitamin K
উত্তরঃ ঘ. Vitamin K
৮০. The largest part of the human brain is –
ক. Cerebrum খ. Medulla oblongata গ. Cere bellum ঘ. None of these
উত্তরঃ ক. Cerebrum
৮১. Who is the writer of the book titled ‘The Cruel Birth of Bangladesh’?
ক. Richard Nixon খ. Archer Kent Blood গ. Simon Deming ঘ. Mark Tally
উত্তরঃ খ. Archer Kent Blood
৮২. What is the signature rate of Bangladesh as per Population and Housing Cencus-2022?
ক. 74.66% খ. 76.74% গ. 68.76% ঘ. 75.79%
উত্তরঃ ক. 74.66%
৮৩. “White Color Job” means –
ক. a job without any work খ. a thankless job গ. a job with much hardship ঘ. a job without manual labour
উত্তরঃ ঘ. a job without manual labour
৮৪. Which of the following is used in pencil?
ক. Silicon খ. Graphite গ. Charcoal ঘ. Phosphorous
উত্তরঃ খ. Graphite
৮৫. The first tribal cultural academy of Bangladesh is located in –
ক. Rangamati খ. Chattogram গ. Rangpur ঘ. Netrokona
উত্তরঃ ঘ. Netrokona
৮৬. The national symbol of Bangladesh was approved by the Cabinet on –
ক. 25 February, 1972 খ. 18 January, 1972 গ. 28 February, 1972 ঘ. 21 January, 1972
উত্তরঃ গ. 28 February, 1972
৮৭. The Great Wall of Gorgon is located in –
ক. Iran খ. Scotland গ. China ঘ. Britain
উত্তরঃ ক. Iran
৮৮. On peacekeeping mission, Bangladesh Police first went to –
ক. Ethiopia খ. Namibia গ. Congo ঘ. Kenya
উত্তরঃ খ. Namibia
৮৯. Who is called the father of Modern education?
ক. Horace Mann খ. John Amos Comenius গ. Henry Fisched ঘ. Greg Barclay
উত্তরঃ খ. John Amos Comenius
৯০. Which of the following revolutions is related to Egg production?
ক. Round Revolution খ. Yellow Revolution গ. Red Revolution ঘ. Silver Revolution
উত্তরঃ ঘ. Silver Revolution
বেসিক কম্পিউটার জ্ঞান অংশের সমাধানঃ
৯১. What kind of storage device can be affected by fragmentation?
ক. Optical খ. Laser গ. Solid-state ঘ. Magnetic
উত্তরঃ ক. Optical
৯২. Which of the following is considered to measure the printing quality?
ক. ppm খ. dpi গ. cpi ঘ. cps
উত্তরঃ খ. dpi
৯৩. Which of the following commands is given to invoke ‘Task Manager’?
ক. Ctrl+Alt+Del খ. Ctrl+Alt+F4 গ. Ctrl+Del+F12 ঘ. Alt+Del+F4
উত্তরঃ ক. Ctrl+Alt+Del
৯৪. Webcam is a type of ___ device in a computer system.
ক. System খ. Analogue গ. Input ঘ. Output
উত্তরঃ গ. Input
৯৫. Which of the following tools is used in business intelligence?
ক. OLAP খ. Data Mining গ. Web Mining ঘ. All of these
উত্তরঃ ঘ. All of these
৯৬. What is the name given to the sequence of steps which a computer follows?
ক. Instructions খ. Algorithm গ. Flowcharts ঘ. Software
উত্তরঃ খ. Algorithm
৯৭. What is the meaning of ‘BCC’ in an email?
ক. Blind Carbon Copy খ. Blind Close Copy গ. Bearer Carbon Copy ঘ. Blind Close Contact
উত্তরঃ ক. Blind Carbon Copy
৯৮. In MS-Word, which of the following shortcut keys are used for aligning text to center?
ক. Ctrl+M খ. Ctrl+C গ. Ctrl+E ঘ. None of the above
উত্তরঃ গ. Ctrl+E
৯৯. What will be the result of the formula =Min (Average (B1, B2), Product (B3:B4)) where value of B1=20, B2=24, B3=15, B4=20?
ক. 20 খ. 22 গ. 300 ঘ. None of the above
উত্তরঃ খ. 22
১০০. In MS-Excel, ‘#Name?’ error occurs when –
ক. Function name is wrong খ. Argument is wrong গ. Cell reference is invalid ঘ. All of the above
উত্তরঃ গ. Cell reference is invalid
Tags
Bank