জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Janata Bank Officer (RC) MCQ Exam Question Solution 2023

জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ | Janata Bank Officer (RC) MCQ Exam Question Solution 2023



বাংলা অংশের সমাধানঃ 

সমাধান সেটঃ Set-A 

 

১. বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?

ক. রামরাম বসু খ. রামনারায়ন তর্করত্ন গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. রাজা রামমোহন রায়

উত্তরঃ ঘ. রাজা রামমোহন রায়


২. ‘আচার’ ও ‘বোতাম’ শব্দ দুটি কোন ভাষা হতে বাংলায় গৃহীত হয়েছে?

ক. ফরাসী ভাষা খ. পর্তুগিজ ভাষা গ. ওলন্দাজ ঘ. ফার্সি ভাষা

উত্তরঃ খ. পর্তুগিজ ভাষা

৩. দুটি থাকাকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি?

ক. ড্যাশ খ. কমা গ. দাঁড়ি ঘ. কোলন

উত্তরঃ ক. ড্যাশ

৪. ‘মনীষা’ এর সন্ধি বিচ্ছেদ –

ক. মন + ইষা খ. মন + ঈষা গ. মনস + ইষা ঘ. মনস্ + ঈষা

উত্তরঃ ঘ. মনস্ + ঈষা

৫. “তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?

ক. পূরবী খ. আকাশ প্রদীপ গ. সেঁজুতি ঘ. শেষলেখা

উত্তরঃ ঘ. শেষলেখা

৬. চণ্ডীদাস বলেন, ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ এটি কোন কালের বাক্য?

ক. সাধারণ অতীত খ. সাধারণ বর্তমান গ. পুরাঘটিত বর্তমান ঘ. পুরাঘটিত অতীত

উত্তরঃ খ. সাধারণ বর্তমান

৭. ‘অংশু’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক. ঝটিকা খ. শিখা গ. কর ঘ. প্রভা

উত্তরঃ ক. ঝটিকা

৮. গোড়া’ ও ‘গোঁড়া’ শব্দের অর্থ যথাক্রমে-

ক. আদি ও অন্ত খ. মূল অংশ এবং রক্ষণশীল গ. রক্ষণশীল ও মূল অংশ ঘ. কোনোটিই নয়

উত্তরঃ খ. মূল অংশ এবং রক্ষণশীল 

৯. নিচের কোন বাগধারাটির সঙ্গে ‘বালির বাঁধ’ বাগধারাটির মিল রয়েছে?

ক. হাঁড়ি ঠেলা খ. সাপে-নেউলে গ. তাসের ঘর ঘ. অমাবস্যার চাঁদ

উত্তরঃ গ. তাসের ঘর 

১০. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক. বাক্য সংকোচনের জন্য খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

গ. বাক্যের সৌন্দর্যের জন্য ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য

উত্তরঃ খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

১১. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প নয়?

ক. একরাত্রি খ. নষ্টনীড় গ. সমাপ্তি ঘ. অনির্বাণ

উত্তরঃ ঘ. অনির্বাণ

১২. কোন বাক্যে ‘কথা’ শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত?

ক. সেঁজুতির সাথে আমার কথা নাই। খ. লোকটির যেই কথা সেই কাজ।

গ. আমাদের পাড়ায় একটি স্কুল খোলার কথা চলছে। ঘ. তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা।

উত্তরঃ খ. লোকটির যেই কথা সেই কাজ।

১৩. মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়?

ক. শ্বাস ত্যাগ খ. শ্বাস গ্রহণ গ. চিৎকার করা ঘ. গান গাওয়া

উত্তরঃ ক. শ্বাস ত্যাগ

১৪. কোনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?


ক. আট কপালে খ. উড়নচণ্ডী গ. ছা-পোষা ঘ. গোঁফ খেজুরে

উত্তরঃ ক. আট কপালে

১৫. তিতাস একটি নদীর নাম’ এখানে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য ?

ক. জাতিবাচক খ. নামবাচক গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচক

উত্তরঃ ক. জাতিবাচক

১৬. ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. সং + সার খ. সাং + সার গ. সম্ + সার ঘ. সম + সার

উত্তরঃ গ. সম্ + সার

১৭. যা বাক্য ও মনের অগোচরে তাকে কি বলে ?

ক. অনাস্বাদিতপূর্ব খ. বিবমিষা গ. মনসিজ ঘ. অবাঙমানসগোচর

উত্তরঃ ঘ. অবাঙমানসগোচর

১৮. যা পূর্বে দেখা যায় নি- এক কথায় কী হবে?

ক. অদৃষ্ট খ. অদৃষ্টপূর্ব গ. অপূর্ব ঘ. দৃষ্টপূর্ব

উত্তরঃ খ. অদৃষ্টপূর্ব

১৯. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে?

ক. সমাস খ. বিভক্তি গ. কারক ঘ. সম্বন্ধ পদ

উত্তরঃ খ. বিভক্তি

২০. সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি?

ক. তৎসম শব্দ খ. দেশী শব্দ গ. বিদেশী শব্দ ঘ. অর্ধতৎসম শব্দ

উত্তরঃ ক. তৎসম শব্দ 

২১. বাংলা সাহিত্যে আবু সায়ীদ আয়ুবের অবদানের প্রধান ক্ষেত্র কোনটি?

ক. কথা সাহিত্য খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রবন্ধ

উত্তরঃ ঘ. প্রবন্ধ

২২. ‘ন্যাকামিটা এখন রাখ’ বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ পেয়েছে?

ক. সার্থকতা খ. নিরর্থকতা গ. ব্যর্থতা ঘ. ভিন্নার্থকতা

উত্তরঃ খ. নিরর্থকতা 

২৩. ‘কোথায় থাকা হয়?’ এটি কোন বাচ্য?

ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য গ. কর্তৃবাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

উত্তরঃ খ. ভাববাচ্য

২৪. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

ক. প্রাচীন যুগের খ. মধ্য যুগের গ. আদি যুগের ঘ. আধুনিক যুগের

উত্তরঃ ঘ. আধুনিক যুগের

২৫. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি?

ক. বিশেষ্য ও সর্বনাম পদে খ. ক্রিয়া ও সর্বনাম পদে গ. বিশেষ্য ও ক্রিয়া পদে ঘ. বিশেষ্য ও বিশেষণ পদে

উত্তরঃ খ. ক্রিয়া ও সর্বনাম পদে

 

ইংরেজি অংশের সমাধানঃ 

 

Each sentence has four underlined parts having words or phrases marked a, b, c, d, identify one of the underlined parts that must be changed to make the sentence correct

২৬. She must retyping (a)the report before (b)she hands it in(c ) to the (d) director of financing.

ক. a খ. b গ. c ঘ. d

উত্তরঃ ক. a

২৭. Several people have (a) apparent(b) tried to change the man’s mind(c), but he refuses to listen(d).

ক. a খ. b গ. c ঘ. d

উত্তরঃ খ. b

২৮. Rasel designed a form of communication enabling (a) people to convey(b)  and preserve their thoughts to incorporate(c ) a series of dots which were read(d) by the finger tips.

ক. a খ. b গ. c ঘ. d

উত্তরঃ গ. c

২৯. I certainly (a) appreciate him (b) telling(c)  us about the delay in delivering(d ) the materials because we had planned to begin work tomorrow.

ক. a খ. b গ. c ঘ. d

উত্তরঃ খ. b 

৩০. Contrary(a)  to what had previously been reported, the conditions governing(b)  the truce between many countries arranged by(c ) the United Nations has (d)not yet been revealed.

ক. a খ. b গ. c ঘ. d

উত্তরঃ ঘ. d

 

Each of the following consists of a related pair of words. Select the pair that best expresses the relationship similar to that expressed in the pair in bold letters.

৩১. INDICTED: SENTENCED

ক. Impeached: Removed খ. Arraigned: Tried গ. Elected: Served ঘ. Guilty : Punished

উত্তরঃ ঘ. Guilty: Punished

৩২. URGE: INSIST

ক. Pursue Houn খ. Refuse: Deny গ. Expunge: Purge ঘ. Request : Demand

উত্তরঃ ঘ. Request: Demand

৩৩. CARTOON: DRAWING

ক. Comic: Painting খ. Laughter: Tears গ. Crayon: Brush ঘ. Caricature : Portrait

উত্তরঃ ঘ. Caricature : Portrait

৩৪. NOSE: FACE

ক. Ring: Finger খ. Stem: Root গ. Knob: Door ঘ. Show: Foot

উত্তরঃ গ. Knob: Door 

In each of the following questions, choose from the options the best substitute.

৩৫. Having no beginning or end to its existence.

ক. Eternal খ. Obscure গ. Universal ঘ. Immeasurable

উত্তরঃ ক. Eternal

৩৬. Life history of a person written by another.

ক. Autobiography খ. Biography গ. Bibliography ঘ. Memoir

উত্তরঃ খ. Biography

৩৭. Language difficult to understand because of bad form.

ক. Rhetoric খ. Jargon গ. Pedantic ঘ. Verbatim


উত্তরঃ খ. Jargon

৩৮. A person with a beautiful and elegant handwriting.

ক. Calligrapher খ. Collier গ. Choreographer ঘ. Cartographer

উত্তরঃ ক. Calligrapher

Choose the word which is opposite in meaning to the given word.

৩৯. Forbid

ক. Provoke খ. Appreciate গ. Celebrate ঘ. Permit

উত্তরঃ ঘ. Permit

৪০. Ostentatious

ক. Awkward খ. Bankrupt গ. Ignorant ঘ. Unpretentious

উত্তরঃ ক. Awkward

৪১. Defiance

ক. Dismay খ. Suspicion গ. Obedience ঘ. Anxiety

উত্তরঃ গ. Obedience 

৪২. Intricate

ক. Foolish খ. Simple গ. Straight forward ঘ. Easy

উত্তরঃ খ. Simple

Choose the word which is nearest in meaning to the given word.

৪৩. Indolence

ক. Leniency খ. Relaxation গ. Laziness ঘ. Stagnation

উত্তরঃ গ. Laziness

৪৪. Jeopardy

ক. Magic খ. Adventure গ. Enmity ঘ. Danger

উত্তরঃ ঘ. Danger

৪৫. Paramount

ক. Prestigious খ. Supreme গ. Valuable ঘ. Urgent

উত্তরঃ খ. Supreme

৪৬. Panoramic

ক. Limited খ. Bird’s Eye গ. Narrow ঘ. Restricted

উত্তরঃ খ. Bird’s Eye

Select the most effective prepositions from the given words to fill in the blank to make the sentence meaningfully, complete the questions.

৪৭. We pondered deeply ___ the best course of action to be taken.

ক. About খ. Over গ. Upon ঘ. As to

উত্তরঃ খ. Over 

৪৮. The man who connives ___ the faults of his children is their worst enemy.

ক. With খ. At গ. Or ঘ. On

উত্তরঃ খ. At 

৪৯. A great writer adopts a style appropriate ___ his subject.

ক. To খ. By গ. With ঘ. Over

উত্তরঃ ক. To

৫০. The passengers were very happy ___ the friendly and warm treatment given to them.

ক. By খ. About গ. From ঘ. To

উত্তরঃ খ. About

 

গণিত অংশের সমাধানঃ  

৫১. If 4^x+ y = 1 and 4^x- y = 4 then the values of x and y respectively are-

ক. −1/2 and 1/2 খ. −1/2 and−1/2 গ. 1/2 and−1/2 ঘ. 1/2 and 1/2

উত্তরঃ গ. 1/2 and−1/2

৫২. √4/3 − √3/4=?

ক. 4√3/6 খ. 1/2√3 গ. 1 ঘ. 1/−2√3

উত্তরঃ খ. 1/2√3

৫৩. The ages of Sabiha and Suriya are in the ratio of 7: 3 respectively. After 6 years, the ratio of their ages will be 5:3. What is the difference in their ages?

ক. 6 years খ. 8 years গ. 10 years ঘ. 12 years

উত্তরঃ খ. 8 years 

৫৪. A scored 30% marks and failed by 15 marks. B scored 40% marks and obtained 35 marks more than those required to pass. The pass percentage is-

ক. 33% খ. 38% গ. 43% ঘ. 46%

উত্তরঃ ক. 33% 

৫৫. A. B and C are partners in a business. Their shares are in the proposition of 1/3:1/4: 1/5. A withdraws half of his capital after 15 months and after another 15 months, a profit of Tk. 4340 is divided. The share of C is-

ক. Tk. 1240 খ. Tk. 1250 গ. Tk. 1300 ঘ. Tk. 1400

উত্তরঃ ক. Tk. 1240 

৫৬. Two coins are tossed. What is the probability of getting at most one head?

ক. 1/2 খ. 1/4 গ. 3/4 ঘ. 1/6

উত্তরঃ গ. 3/4 

৫৭. A train with a length of 150m long, takes 30 seconds to cross a 500m long bridge. How much time will the take to cross a 370m long platform?

ক. 18 sec খ. 24 sec গ. 30 sec ঘ. 36 sec

উত্তরঃ খ. 24 sec 

৫৮. A boat covers 143 km upstream in 13 hours and the same distance downstream in 11 hours. What is the speed (in km/hr) of the boat in still (without stream) water?

ক. 10 km/hr খ. 12 km/hr গ. 14 km/hr ঘ. 8 km/hr

উত্তরঃ খ. 12 km/hr

৫৯. A student walks from his house at a speed of 2 1/2 KM per hour and reaches his school 6 minutes late. The next day he increases his speed by 1 km per hour and reaches 6 minutes before school time. How far is the school from his house?

ক. 1 1/4km খ.  1 3/4km গ. 2 1/4km ঘ. 2 3/4km

উত্তরঃ খ.  1 3/4km

৬০. A man buys an article for 10% less than its value and sells it for 10% more than its value. His gain or loss percentage is-

ক. No profit, no loss খ. 20% profit গ. Less than 20% profit ঘ. More than 20% profit

উত্তরঃ ঘ. More than 20% profit

৬১. A reservoir has two pipes, A and B. A can fill the reservoir 5 hours faster than B. If both together fill the reservoir in 6 hours, the reservoir will be filled by A alone in-

ক. 8 hours খ. 10 hours গ. 11 hours ঘ. 12 hours

উত্তরঃ খ. 10 hours

৬২. What is the average of odd numbers from 1 to 40?

ক. 20 খ. 21 গ. 31 ঘ. 41

উত্তরঃ ক. 20 

৬৩. How many different numbers of two digits can be formed with the digits 1, 2, 3, 4, 5, 6; no digit being repeated?

ক. 40 খ. 30 গ. 35 ঘ. 45

উত্তরঃ খ. 30

৬৪. If the area of a triangle with base x is equal to the area of a square with side x, then the altitude of the triangle is-

ক. π2 খ. x গ. 2x ঘ. 3x

উত্তরঃ গ. 2x

৬৫. If the radius of a circle is reduced by 40%, its circumference is reduced by-

ক. 60% খ. 40% গ. 35% ঘ. 30%

উত্তরঃ খ. 40%

৬৬. The complement of an angle exceeds the angle by 60°. Then the angle is equal to –

ক. 15° খ. 25° গ. 30° ঘ. 35°

উত্তরঃ ক. 15°

৬৭. If in ΔABC, AB = 6cm, BC = 12cm and CA =6√3cm, then the measure of

ক. 30° খ. 45° গ. 60° ঘ. 90°

উত্তরঃ ঘ. 90°

৬৮. If x+1/x =2, then x3+1/x3 equal to−


ক. 64 খ. 14 গ. 8 ঘ. 2

উত্তরঃ ঘ. 2

৬৯. An investor earns 3% return on 1/4th of his capital, 5% on 2/3rd and 11% on the reminder. What is the average rate of return he earns on his total capital?

ক. 5% খ. 5.5% গ. 10% ঘ. 10.5%

উত্তরঃ ক. 5%

৭০. If x is an integer, then which of the following statements about x2-x-1 is true?

ক. It is always odd. খ. It is always even.

গ. It is always positive. ঘ. It is even when x is even and odd when x is odd.

উত্তরঃ ক. It is always odd.

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

৭১. The Final of FIFA World Cup 2022 was played at __ Stadium.

ক. Lusail খ. Ahmad bin Ali গ. Al Bayt ঘ. None of these

উত্তরঃ ক. Lusail 

৭২. Who formulates ‘Monetary Policy’ in Bangladesh and how many times in a year?

ক. Bangladesh Bank, once a year খ. Ministry of Finance, once a year

গ. Bangladesh Bank, twice a year ঘ. Ministry of Finance, twice a year

উত্তরঃ গ. Bangladesh Bank, twice a year

৭৩. “Capitalism” refers to-

ক. The use of market খ. Government ownership of capital goods

গ. Private ownership of capital goods ঘ. Private ownership of homes and cars

উত্তরঃ গ. Private ownership of capital goods 

৭৪. RTGS stands for –

ক. Real Time Goods Settlement খ. Real Time Gross Standardize

গ. Real Time Gross Settlement ঘ. Real Time Goods Standardize

উত্তরঃ গ. Real Time Gross Settlement 

৭৫. MICR refers to –

ক. Magnetic Information Character Recognition খ. Magnetic Ink Character Recognition

গ. Magnetic Icon Character Recognition ঘ. Magnetic Ink Code Recognition

উত্তরঃ খ. Magnetic Ink Character Recognition

৭৬. “Capital punishment” means-

ক. Death penalty খ. Misery গ. Financial penalty ঘ. imprisonment

উত্তরঃ ক. Death penalty

৭৭. Recently Bangladesh Bank has increased its policy rate by..

ক. 50 Basis points খ. 75 basis points গ. 100 basis points ঘ. None of these

উত্তরঃ খ. 75 basis points

৭৮. Moungi Bawendi, Louis Brus, and Alexei Ekimov won the Nobel in Chemistry in 2023 in the area of –

ক. Development of click chemistry and bioorthogonal chemistry

খ. The discovery and synthesis of quantum dots গ. Development bioorthogonal chemistry ঘ. None of these

উত্তরঃ খ. The discovery and synthesis of quantum dots

৭৯. The name of the designer of the three-story Third Terminal of Hazrat Shahjalal International Airport is–

ক. Zaha Hadid খ. Frank Lloyd Wright গ. Rohani Baharin ঘ. None of them

উত্তরঃ গ. Rohani Baharin

৮০. The name of the current Chief of Army Staff of Bangladesh is-

ক. SM Shafiuddin Ahmed খ. Aziz Ahmed গ. SM Saifuddin Ahmed ঘ. Kazi Habibul Awal

উত্তরঃ ক. SM Shafiuddin Ahmed

৮১. The names of trio who won Nobel prize in physics for creating altra-short pulse of light are –

ক. Alain Aspect, John F. Clauser and Anton Zeilinger খ. Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier গ. Pierre Agostini, Ferenc Krausz and Anton Zeilinger ঘ. None of them

উত্তরঃ খ. Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier

৮২. In Asian Games 2023, Bangladesh did win how many medals?

ক. One Silver and One Bronze খ. Two Bronzes গ. Two Silvers ঘ. One Gold and One silver

উত্তরঃ খ. Two Bronzes

৮৩. Which one of the following books is written by Syed Mujtaba Ali?

ক. Chacha Kahini খ. Badhon Hara গ. Deshe Bideshe ঘ. a & c

উত্তরঃ ঘ. a & c

৮৪. Amar Sonar Bangla “My Golden Bengal” is the national anthem of Bangladesh, written by Nobel Laureate Rabindranath Tagore in which year?

ক. 1913 খ. 1911 গ. 1905 ঘ. None of these

উত্তরঃ গ. 1905

৮৫. How many woman freedom fighters received the “Bir Protik award for their contribution to the liberation war of Bangladesh?

ক. 5 খ. 3 গ. 2 ঘ. 6

উত্তরঃ গ. 2 

৮৬. Poet and politician Pablo Neruda was born in which country?

ক. Argentina খ. Chile গ. Mexico ঘ. None of these

উত্তরঃ খ. Chile 

৮৭. In which year, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman received the Julio-Curie award?

ক. 1972 খ. 1973 গ. 1974 ঘ. None of these

উত্তরঃ খ. 1973 

৮৮. The National Seed Board has recently approved two new rice varieties developed by the Bangladesh Rice Research Institute. These are-

ক. Brri 103 and 104 খ. Brri-104 & Brri 105 গ. Brri-105 & Brri 106 ঘ. None of these

উত্তরঃ গ. Brri-105 & Brri 106

৮৯. The name of Bangladeshi who got the Ramon Magsaysay Award 2023 is–

ক. Korvi Rakshand খ. Syeda Rizwana Hasan গ. Firdausi Qadri ঘ. Noman Khan

উত্তরঃ ক. Korvi Rakshand 

৯০. The name of the first Bangladeshi Vice president of the Asian Development Bank is-

ক. Fatima Yasmin খ. Dr. Fahmida Khatun গ. Dr. Fahmida Nabi ঘ. None of them

উত্তরঃ ক. Fatima Yasmin


 

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সমাধানঃ    

৯১. A computer cannot boot unless there is-

ক. Compiler খ. Loader গ. Operating system ঘ. Bootstrap

উত্তরঃ গ. Operating system 

৯২. Firewall is used to protect-

ক. Fire attacks খ. Virus attacks গ. Data-driven attacks ঘ. Unauthorized access

উত্তরঃ ঘ. Unauthorized access

৯৩. Which of the following is used both as input and output device?

ক. Touch screen খ. Printer গ. Microphone ঘ. Mouse

উত্তরঃ ক. Touch screen

৯৪. Which of the following is correct?

ক. 1 kilobyte = 1024 bytes খ. I megabyte = 1024 bytes গ. 1 kilobyte = 1000 bytes ঘ. 1 megabyte = 1000 bytes

উত্তরঃ ক. 1 kilobyte = 1024 bytes

৯৫. The present corporate name of Facebook is-

ক. Facebook খ. Beta গ. Meta ঘ. Alpha

উত্তরঃ গ. Meta

৯৬. Which is used to find and fix the error in the source code of any software?

ক. Encoding খ. Debugging গ. Decoding ঘ. Correction

উত্তরঃ খ. Debugging

৯৭. Who was the co-founder of Microsoft Corporation with Bill Gates?

ক. Steve Jobs খ. Paul Bernard গ. Paul Allen ঘ. John Bacus

উত্তরঃ গ. Paul Allen 

৯৮. Which of the following is not a programming language?

ক. Python খ. Java গ. HTML ঘ. SQL

উত্তরঃ গ. HTML

৯৯. What is the primary goal of Artificial Intelligence?

ক. To simulate human intelligence খ. To replace human intelligence

গ. To enhance human intelligence ঘ. To mimic animal intelligence

উত্তরঃ ক. To simulate human intelligence 

১০০. Which Memory has the highest speed of access?

ক. RAM খ. Cache গ. Hard Disk ঘ. CD

উত্তরঃ খ. Cache




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form