ক্রিকেট নিয়ে সাধারণ জ্ঞান ২০২৪ | Recent Cricket Gk 2024
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সাধারণ জ্ঞান / ক্রিকেট সাধারণ জ্ঞান ২০২৩
ত্রয়োদশ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দলঃ অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছিলঃ ১৯৭৫ সালে
প্রথম বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিয়েছিল
তৎকালীন খেলার নাম ছিল প্রুডেনশিয়াল কাপ। সেই টুর্নামেন্টের রানার আপ ছিল অস্ট্রেলিয়া।
২০২৭ ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের চতুর্দশ আসর। আফ্রিকার তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক দেশের দ্বায়িত্ব পালন করবে।
World Cup 2023 summary
Most runs: Virat Kohli (765)
Highest individual score: Glenn Maxwell (201*)
Most centuries: Quinton de Kock (4)
Most sixes: Rohit Sharma (31)
Most wickets: Mohd Shami (24)
Best figures: Mohd Shami (7/57)
Most WK dismissals: Quinton de Kock (20)
Most outfield catches: Daryl Mitchell (11)
Man of the final: Traves Head
Man of the tournament : Virat Kholi
'World Cup 2023"
Duration:5 October-19 November
Total team:10
Total Match:48
Edition:13th
Host: India
Final match played(Stadium):Narendra Modi Stadium,Ahmedabad(India)
Capacity(Final match):1,32,000 people
Champion:Australia(6th title),win by 6 wicket
Runners-Up: India
Most run and MOT: Virat Kohli(765)
Man of the final: Travis Head(137)
Most wicket: Mohammad Sami(24)
🏏🏏“আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩”- এ নতুন যত রেকর্ড-
#বর্তমানে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ স্কোর- দক্ষিণ আফ্রিকার ৪২৮/৫ (বিপক্ষ শ্রীলঙ্কা)। আগে ছিল- ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ৪১৭/৬ (আফগানিস্তানের বিপক্ষে)।
#বর্তমানে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি- দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের (৪৯ বলে, বিপক্ষ শ্রীলঙ্কা)। আগে ছিল- ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের (৫০ বলে, ইংল্যান্ডের বিপক্ষে)
#ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে প্রথম কোনো দল হিসেবে দক্ষিণ আফ্রিকার ৩ জন ব্যাটার (কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম) সেঞ্চুরির রেকর্ড করেন (শ্রীলঙ্কার বিপক্ষে)।
সাম্প্রতিক ক্রিকেট বিষয়ক সাধারণ জ্ঞান ২০২৩
সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২২
♦️এক নজরে “আইসিসি (পুরুষ) ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ- ২০২৩”- ক্রিকেট নিয়ে সাধারণ জ্ঞান ২০২৩
#এবারের আসর- ১৩তম।
#আয়োজক দেশ- ভারত।
#সময়কাল : ৫ অক্টোবর- ১৯ নভেম্বর, ২০২৩।
#ভেন্যু- ১০টি।
#অংশগ্রহণকারী দল- ১০টি।
#মোট ম্যাচ অনুষ্ঠিত হবে- ৪৮টি।
#প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে- (৫ অক্টোবর, ২০২৩) নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এর মধ্যে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
#ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে- (১৯ নভেম্বর, ২০২৩) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
#বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে- (৭ অক্টোবর, ২০২৩) আফগানিস্তানের বিপক্ষে, ধর্মশালায়।
#মাসকটের নাম- লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে এবার বিশ্বকাপে ‘টঙ্ক’ (পুরুষ) ও 'ব্লেজ' (নারী) নামে দুটি মাসকটের নাম প্রকাশ করা হয়েছে।
#থিম সং- হিন্দি ভাষায় ‘দিল জশন বলে’, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘হৃদয় উদযাপন করে’।
🏏২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের কিংবদন্তি ও ভারত-রত্ন শচীন টেন্ডুলকারকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ ঘোষণা করেছে আইসিসি।
🏏🏏‘ওয়ানডে (পুরুষ) বিশ্বকাপ ২০২৩’-এর মাসকটের নাম প্রকাশ করেছে আইসিসি।লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে এবার বিশ্বকাপে পুরুষ ও নারী দুটি মাসকটের নাম প্রকাশ করা হয়েছে।একটির নাম ব্লেজ ও আরেকটির নাম টঙ্ক।‘টঙ্ক’ হচ্ছে পুরুষ মাসকট (ছবিতে নীল রঙের পোশাক পরিহিত)।আর 'ব্লেজ' হচ্ছে নারী মাসকট (ছবিতে লাল পোশাক পরিহিত)।
🏏🏏আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন যত রেকর্ড-
#সর্বোচ্চ দলীয় রান- নেপাল ৩১৪/৩ (বিপক্ষ মঙ্গোলিয়া)।আগের রেকর্ড ছিল আফগানিস্তানের ২৭৮/৩, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।
#রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়- নেপাল, ২৭৩ রান (বিপক্ষ মঙ্গোলিয়া)।আগের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের, ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল দলটি।
#দ্রুততম সেঞ্চুরি (১০০ রান)- নেপালের কুশল মাল্লার (৩৪ বলে, মঙ্গোলিয়ার বিপক্ষে)।
#দ্রুততম অর্ধশতক (৫০ রান)- নেপালের দীপেন্দ্র সিং ঐরীর (৯ বলে, মঙ্গোলিয়ার বিপক্ষে)।আগের রেকর্ড ছিল ভারতের যুবরাজ সিংয়ের (২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে)।
#তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি- নেপালের কুশল মাল্লা ও রোহিত পৌডেলের (১৯৩ রান, মঙ্গোলিয়ার বিপক্ষে)।আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের ১৮৪ রানের জুটি (২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।
"বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাধারণ জ্ঞান ২০২৩ - ২০২৪"
🏏‘আইসিসি (পুরুষ) ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’এর থিম সং- হিন্দি ভাষায় ‘দিল জশন বলে’, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘হৃদয় উদযাপন করে’।
🏏🏏এক নজরে “এশিয়া কাপ (পুরুষ) ২০২৩”-
🔹এবারের আসর- ১৬তম।
🔹সময়কাল: ৩০ আগস্ট- ১৭ সেপ্টেম্বর ২০২৩।
🔹আয়োজক দেশ- যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
🔹অংশগ্রহণকারী দল- ৬টি (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল)।
🔹প্রথমবারের মতো (৬ষ্ঠ দল হিসেবে) অংশ নেয়- নেপাল।
🔹ভেন্যু- ৪টি।
🔹মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৩টি।
🔹ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৭ সেপ্টেম্বর ২০২৩ (শ্রীলঙ্কার কলম্বো শহরের ‘প্রেমাদাসা স্টেডিয়ামে’)। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে ৮মবারের মতো শিরোপা জয় করে ভারত।
🔹ম্যান অব দ্য ফাইনাল- মোহাম্মদ সিরাজ (ভারত)
🔹ম্যান অব দ্য টুর্নামেন্ট- কুলদীপ যাদব (ভারত)।
🔹সর্বোচ্চ রান সংগ্রাহক- ভারতের শুভমান গিল (৩০২ রান)।
🔹সর্বোচ্চ উইকেট শিকারি- শ্রীলঙ্কার মতীশ পতিরণ (১১টি)।
সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান 2023
একনজরে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়া মোট ফাইনাল ম্যাচ খেলে: ৮টি (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩)।
৮টি ফাইনাল ম্যাচ খেলে বিশ্বকাপ জিতে: ৬ বার।
প্রথমবার: ১৯৮৭ সালে (৪র্থ বিশ্বকাপ ক্রিকেট)
সর্বশেষ: ২০২৩ সালে (১৩তম বিশ্বকাপ ক্রিকেট)
যে ২টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া রানার্সআপ হয়: ১৯৭৫ সালে (বিপক্ষে: ওয়েস্ট ইন্ডিজ) ও ১৯৯৬ সালে (বিপক্ষে: শ্রীলঙ্কা)
অস্ট্রেলিয়া টানা ৩টি বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করে (১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে)।
অস্ট্রেলিয়ার সাথে ভারত ২ বার বিশ্বকাপ ফাইনাল খেলে এবং ২ বার পরাজিত হয় (২০০৩ সালে এবং ২০২৩ সালে)।
অস্ট্রেলিয়া মোট ফাইনাল ম্যাচ খেলে: ৮টি (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩)।
৮টি ফাইনাল ম্যাচ খেলে বিশ্বকাপ জিতে: ৬ বার।
প্রথমবার: ১৯৮৭ সালে (৪র্থ বিশ্বকাপ ক্রিকেট)
সর্বশেষ: ২০২৩ সালে (১৩তম বিশ্বকাপ ক্রিকেট)
যে ২টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া রানার্সআপ হয়: ১৯৭৫ সালে (বিপক্ষে: ওয়েস্ট ইন্ডিজ) ও ১৯৯৬ সালে (বিপক্ষে: শ্রীলঙ্কা)
অস্ট্রেলিয়া টানা ৩টি বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করে (১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে)।
অস্ট্রেলিয়ার সাথে ভারত ২ বার বিশ্বকাপ ফাইনাল খেলে এবং ২ বার পরাজিত হয় (২০০৩ সালে এবং ২০২৩ সালে)।
★ ১৪ তম ক্রিকেট বিশ্বকাপ - ২০২৭
আয়োজক: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া
★ ১৫ তম ক্রিকেট বিশ্বকাপ - ২০৩১
আয়োজক: ভারত ও বাংলাদেশ
Tags
General Knowledge