নোবেল পুরস্কার ২০২৩ তালিকা | চাকুরির সাধারণ জ্ঞান 2023 | Nobel Prize 2023 list
নোবেল পুরস্কার ২০২২ তালিকা
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন জন ফস (Jon Fosse)। ‘বহু অব্যক্ত অনুভূতি ভাষা খুঁজে পেয়েছে নরওয়ের এই লেখকের সৃজনাত্মক গদ্যে-নাটকে।’ সুইডিশ অ্যাকাডেমি এবার জন ফসের সেই অবদানকে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিল।
সাহিত্যে নোবেল পুরস্কার- ২০২৩
~~~~~~~~~~~~~~~~~~
👑 সাহিত্যে এবারের নোবেল পুরস্কার লাভ করেছেন নরওয়েজীয় লেখক জন ওলাভ ফসি (Jon Olav Fosse)।
💼 অবদান:
কথা বলতে অক্ষম মানুষদের ভাষা তার অনবদ্য নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরার জন্য।
“For his innovative plays and prose which give voice to the unsayable.”
এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন জন -
ইলেকট্রন গতিবিদ্যায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ যারা পেলেন নোবেল পুরস্কার তারা হলেন।
১. পিয়েরে অ্যাগোস্তিনি - যুক্তরাষ্ট্র
২. অ্যান ল’হুইলিয়ের - ফ্রান্স
৩. ফেরেঙ্ক ক্রাউজ - হাঙ্গেরি
তারা আলোর একটি সংক্ষিপ্ত স্পন্দন তৈরির একটি উপায় আবিষ্কার করেছেন যা ইলেকট্রন গুলোর চরাচল বা শক্তি পরিবর্তনের প্রক্রিয়াগুলো দ্রুত পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে।
♦️রসায়নে নোবেল পুরস্কার ২০২৩ পেয়েছেন:
📌 আলেক্সি ইয়াকিমভ (রাশিয়া),
📌 মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স) ও
📌 লুই ব্রুস (যুক্তরাষ্ট্র)।
♦️অবদানঃ "কোয়ান্টাম ডট সংশ্লেষণবিষয়ক গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। তাঁদের এ কাজ ন্যানোপ্রযুক্তিবিষয়ক মৌলিক গবেষণায় অবদান রেখেছে।"
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩ পেলেন (যৌথ ভাবে) -
০১. ক্যাটালিন কারিকো, যুক্তরাষ্ট্র এবং
০২. ড্রু ওয়েইসম্যান, যুক্তরাষ্ট্র
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
১. নার্গিস মোহাম্মদী (ইরান)
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
১.ক্লডিয়া গোল্ডিন
Tags
General Knowledge