সহকারী উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার প্রশ্ন pdf

সহকারী উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার প্রশ্ন pdf


১. ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? উত্তর: ৪টি

২. Choose the correct affirmative- উত্তর: Everyone must submit to one’s fate.

৩. বাংলাদেশ খাদ্য ও কৃষি সংখ্যা (FAO) এর সদস্য পদ লাভে করেছে কত তারিখে? উত্তর: ১২ নভেম্বর ১৯৭৩

৪. In data communication, which device converts digital data to analogue signal? উত্তর: Modem


 
৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত জন ছিল? উত্তর: ৩৫ জন

৬. ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মনিবেশ করেছে কোন দেশ? উত্তরঃ বার্বাডোস  

৭. নীচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রী-বাচক শব্দ? উত্তরঃ জেলেনী

৮. নীচের কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়? উত্তরঃ অবনী

৯. Sajan had been___ the run ever since the উত্তরঃ on

১০. নীচের কোন বানান গুচ্ছ সঠিক? উত্তর: মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

১১. শুদ্ধ বানান কোনটি? উত্তর: আনুষঙ্গিক

১২. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? উত্তর: প্রমথ চৌধুরী 

১৩. “কাননে কুসুম কলি সকলি ফুটিল”- বাক্যে “কুসুম কলি” কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্ম কারকে শুন্য বিভক্তি 

১৪. a + b = 7 এবং ‍a^2 + b^2 = 25 হলে 5ab এর মান কত হবে? উত্তরঃ 60

১৫. Which of the following memory is non-volatile? উত্তর: ROM

১৬. Identify the correct sentence- উত্তর: Fortunately, the explosion killed on one person.

১৭. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলা হয়? উত্তর: সম্প্রকর্ষ 

১৮. How many affixes are there in the world “atheist”? উত্তর: one

১৯. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা? উত্তর: মাত্রাবৃত্ত

২০. ঢাকা গেট নির্মাণ করেন কে? উত্তর: মীর জুমলা

২১. When you think someone is “introspective’- you think she/he is- উত্তর: reserved

২২. Choose the pair that best corresponds to …… sketch : Artist- উত্তর: Chisel : sculptor

২৩. Fill in the blank, He had his hair____. উত্তর: cut

২৪. পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? উত্তর: ৪১

২৫. কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে? উত্তর: B. 1. 617. 2

২৬. Who wrote the novel ‘Great Expectations’? উত্তর: Charles Dickens

২৭. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? উত্তর:  নেকড়ে অরণ্য 

২৮. কোনটি খাাঁটি বাংলা শব্দ? উত্তর: চামার

২৯. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ? উত্তর: ভ্রমণ কাহিনী 

৩০. Dialect- এর পরিভাষা কোনটি? উত্তর: উপভাষা 

৩১. ‘প্রাতরাশ’ এর সন্ধি বিচ্ছেদ কী? উত্তর: প্রাতঃ + আশ

৩২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০  বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তর: ৫৪০ ডিগ্রি

৩৩. বিট কয়েন কী? উত্তর: ডিজিটাল মুদ্রা 

৩৪. A group of lines placed together to create poem is called a__ উত্তর:  Stanza 

৩৫. লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? উত্তর: বর্মি

৩৬. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী? উত্তর: বিভ্রম

৩৭. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত? উত্তর: ৪১

৩৮. ১০,০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পর পর  ৩৬% ও ৪% কমতির পার্থ ক্য কত? উত্তর: ১৪৪

৩৯. Which of the following is correct? উত্তর: He is tired of the job.

৪০. The saying “enough is enough’ is used when you want- উত্তর: something to stop

৪১. Identify the correct sentence- উত্তর: The scenery of Cox’s Bazar is attractive.

৪২. Select the correct passive form of- “We insist on punctually in this office.” উত্তর: Punctuality is insisted on in this office.

৪৩. দুইটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৭  সে.মি.। একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সে.মি. হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.? উত্তর: ৩ সে.মি

৪৪. What is the plural of “Stimulus”? উত্তর: Stimuli

৪৫. “আমার ঘরের চাবি পরের হাতে”- গানটির রচয়িতা কে? উত্তর: লালন ফকির 

৪৬.  He said, “Would that I were rich”- The correct indirect form is- উত্তর: He wished that he had been rich.

৪৭. Which is the correct spelling? উত্তর: Equilibrium

৪৮. Did you have any difficulty ___ a visa? উত্তর: in getting

৪৯. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? উত্তর: তৃতীয়া

৫০. নীচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? উত্তর: বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ

৫১. Antonym  of “dogma’ is___ উত্তর: Tenet

৫২. নাগানো-কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে? উত্তর: রাশিয়া

৫৩. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক কে? উত্তর: প্রমথ চৌধুরী

৫৪. ___ AIDS virus infection is incurable. উত্তর: no article

৫৫. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য? উত্তর: বীরাঙ্গনা

৫৬. Identify the part of speech “seldom”. উত্তর: adverb

৫৭. Find the correct spelling-উত্তর: lieutenant

৫৮. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?  উত্তর: শোক

৫৯. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? উত্তর: বরিশাল

৬০. a সংখ্যক আমের দাম b টাকা হলে a টাকায় কতটি আম কেনা যাবে? উত্তর: a2/b

৬১. ২.৫ কোন সংখ্যার ০.৫%? উত্তর: ৫০০

৬২. দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সে. মি. ৬২.৮৩২ সে.মি হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? উত্তর: ১:২

৬৩. Who wrote “The Excursion”? উত্তর: William wordsworth

৬৪. What is the meaning of the ‍idiom “The salt of the Earth”? উত্তর: Best people

৬৫. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?  উত্তর: ঘটকের গাড়ি

৬৬. শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত? উত্তর: ২৭৩ টাকা

৬৭. x-3 – 0.001 = 0 হলে x2 এর মান কত? উত্তর: 100

৬৮. ১০ জন বালক ও ৪ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে দেওয়া যায়? উত্তর: ১২৬০

৬৯. রহিম ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। যে যদি ঐ টাকায় ১টি কলম বেশি পেত তার ১টি কলমের দাম পড়ে ১ টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনল? উত্তর: ১৫

৭০. যে নারী প্রিয় কথা বলে- এক কথায় প্রকাশ করুন। উত্তর: প্রিয়ংবদা

৭১. ছড়া কোন ছন্দে রচিত হয়? উত্তর: স্বরবৃত্ত

৭২. What is the correct antonym of ‘Honorary’? উত্তর: Paid

৭৩. Study of religion is called- উত্তর: Theology

৭৪.ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬,৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? উত্তর: ৪

৭৫. কোন সামন্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সে.মি ও ৮ সে.মি এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামন্তরিকটির ক্ষেত্রফল নীচের কোনটি হবে? উত্তর: ৪০

৭৬. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তর: ২১%

৭৭. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রী হলে অপরটি কত? উত্তর: ৬০ ডিগ্রি

৭৮. কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে? উত্তর: আল্ট্রাভায়োলেট রশ্মি

৭৯. “হাঁড়ি হাঁড়ি সন্দেশ” এখানে কোন শব্দযোগে বহুবচন হয়েছে? উত্তর: বিশেষ্য ও বিশেষ্য

৮০. জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়? উত্তর: অ্যাম্বাসাডার

৮১. রাইডার কাপ ট্রপি কোন খেলার সাথে জড়িত? উত্তর: গলফ

৮২. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন? উত্তর: ৬ জন

৮৩. VIRUS এর পূর্ণরূপ কী? উত্তর: Vital Information Resources Under Seize.

৮৪. “নদী ও নারী” উপন্যাসের রচয়িতা কে? উত্তর: হুমায়ন কবির


 
৮৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর: শেখ মুজিবুর রহমান

৮৬. ‘Renaissance” means- উত্তর: rebirth

৮৭. একটি ত্রিভুজ এবং একটি বৃত্তে নুন্যতম কতটি বিন্দুতে ছেদ করতে পারে? উত্তর: ২

৮৮. বাংলাদেশের স্বল্পন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি? উত্তর: ১৯৭৫, ২০২৬

৮৯. The synonym of ‘Cryptic”- উত্তর: Obscure

৯০. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তার কম, সংখ্যাটি কত? উত্তর: ৪৩

৯১.নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? উত্তর: জেলেনী

৯২.নিচের কোনটি পর্বত এর সমার্থক শব্দ নয়? উত্তর: অবনী

৯৩.নিচের কোন বানানগুচ্ছ সঠিক? উত্তর: মুহুর্মুহু,ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

৯৪. কোনটি খাঁটি বাংলা শব্দ? উত্তর: চামার

৯৫.কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তি হয়? উত্তর: তৃতীয়া

৯৬.বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? উত্তর: প্রমথ চৌধুরী

৯৭.ছোটটি কোথায়?- বাক্যে ছোট শব্দের শেষে ‘টি’ এর ব্যাকরণিক পরিচয় কী? উত্তর: পদাশ্রিক নির্দেশক

৯৮. হাইফেন(-) এর পর কতক্ষণ থামতে হয়? উত্তর: থামার প্রয়োজন নেই

৯৯.শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি- গানটির রচয়িতা কে? উত্তর: গৌরিপ্রসন্ন মজুমদার

১০০.মুজিব-লেলিন-ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? উত্তর: নির্মলেন্দু গুণ

PDF 


DGFOOD এর সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ DGFOOD খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ Food Department's Assistant Sub-Food Inspector question solution 2021 MCQ পরীক্ষার প্রশ্নপত্র ২০২১ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগের পরিক্ষার সুপার সাজেশন



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form