ভাইরাস ওয়েব সিরিজটি কিভাবে দেখবেন
ভাইরাস এট্যাক অথবা জম্বি অ্যাপোক্যালিপস এর মত হরর জনরা বাংলাদেশে অ্যাটেম্পট করবে এটাই কখনো ভাবতে পারি নাই।
তবে বেশি আশা না রাখা ভালো, হিউজ এক্সট্রা আর বাজেট লাগে সেক্ষেত্রে। হয়তো বা ছোট সাব প্লট আকারে থাকবে।
কয়েকদিন আগে ভিকি জাহেদ প্যারালাল ওয়ার্ল্ড কনসেপ্ট নিয়ে সিরিজ বানালেন এখন অনম বিশ্বাস ভাইরাস নিয়ে বানালেন, তার আগে শিহাব শাহীন টাইম লুপ নিয়ে মায়াশালিক বানালেন।
ভাইরাস নিয়ে এর আগে বাংলাদেশে কোনো সিনেমা বা সিরিজ হয়েছে কি না আমার জানা নেই।
একঝাঁক অভিনয়শিল্পীদের মিশেলে নির্মিত ওয়েব সিরিজ "ভাইরাস" এর ফোরটেস্ট মুক্তি পেয়েছে আজ। ফোরটেস্ট দেখে মনে হচ্ছে টান টান উত্তেজনায় ভরপুর একটি সিরিজ আসছে চরকিতে। প্রতিটি মোড়ে মোড়ে ছিলো সাসপেন্স। পুরো ফোরটেস্টে একটি জায়গা ব্যাতিত কোথাও ছিলো না কোনো সংলাপ। বিজিএম, কালার এবং সাউন্ড দুর্দান্ত লেগেছে।
ভাইরাস, এর ফোরটেস্ট এক কথায় দুর্দান্ত হয়েছে। সুড়ঙ্গের মতো ভাইরাস ওয়েব সিরিজের ও একটা ফোরটেস্ট ছেড়েছে। কি এমন ভাইরাস ছরিয়ে পরল পুরো দেশে।
'দেবী' খ্যাত নির্মাতা অনম বিশ্বাসকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধুমাত্র তার কাজ দিয়েই তিনি তার নিজেকে দর্শকদের সামনে উপস্থিত করে যাচ্ছেন। "ভাইরাস" সিরিজটি দুর্দান্ত হবে সেটাই প্রত্যাশা রাখছি।
এফোর্ট ম্যাটার্স 👏
আপনি গুগল এ গিয়ে (chorki24) লিখে সার্চ করুন এবং এই (chorki24.com) ওয়েবসাইট এ প্রবেশ করুন.
তারপর আপনি ওয়েবসাইট এ ডুকে ওয়েবসাইট এর সার্চ অপসন এ গিয়ে মুভি নাম লিখে সার্চ করুন.
তাহলে আপনি মুভি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন.
Tags
Movie Review