মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE মাউশি) এর MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? উত্তরঃ পঞ্চগড়
২। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? উত্তরঃ ঢাকা
৩। বাংলাদেশের জাতীয় প্রতীক নিচের যেগুলো রয়েছে?উত্তরঃ ধান, পাট, শাপলা
৪। বাংলাদেশের আইন সভার নাম কি?উত্তরঃ জাতীয় সংসদ
৫। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?উত্তরঃ ২৬ শে মার্চ
৬। EPZ এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Export Processing Zone
৭। ১৭ মার্চ, ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কততম জন্মবার্ষিকী পালিত হলো? উত্তরঃ ১০৩ তম
৮। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? উত্তরঃ চীন
৯। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তরঃ এশিয়া
১০। SDG এর পূর্ণরূপ কী? উত্তরঃ Sustainable Development Goals
১১। পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে- উত্তরঃ অর্থ সচিবের
১২। গ্রিন হাউজ প্রভাব এর পরিণতি কী? উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি
১৩। মূল্য সংযোজন কর (মূসক) একটি- উত্তরঃ পরোক্ষ কর
১৪। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় —–। উত্তরঃ সূর্যগ্রহণ
১৫। অস্ট্রিয়ার রাজধানীর নাম কী? উত্তরঃ ভিয়েনা
গণিত অংশ সমাধানঃ
১৬। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে? উত্তরঃ ৭০
১৭। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৫০ মিটার
১৮। টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৫০% লাভ
১৯। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? উত্তরঃ ১১১৪
২০। ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তরঃ ৯৮ বর্গ সে.মি.
২১। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. কম। কিন্তু অতিভূজ ভূমি অপেক্ষা ২ সে.মি. বেশি। অতিভূজের দৈর্ঘ্য কত? উত্তরঃ ১০ সে.মি.
২২। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? উত্তরঃ ২৪ সে.মি.
২৩। xy এর সাথে কত যোগ করলে যোগফল yx হবে? উত্তরঃ y2- x2xy
২৪। একটি শ্রেণীতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কত? উত্তরঃ ৭৫
২৫। x + y = 2, x2+y2=4 হলে, x3+y3= কত? উত্তরঃ ৮
২৬। দুইটি সংখ্যার গ.সা.গু 11 এবং ল.সা.গু 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি কত? উত্তরঃ ৩০৮
২৭। logax=1, logay=2,logaz=3, হলে logax2y2z এর মান কত? উত্তরঃ ৪
২৮। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ। সংখ্যা তিনটির গড় কত? উত্তরঃ ৪
২৯। একটি পঞ্চভুজের সমষ্টি- উত্তরঃ ৬ সমকোণ
৩০। abx-3=bax-5 হয় তবে x এর মান কত? উত্তরঃ ৪
বাংলা জ্ঞান অংশ সমাধানঃ
৩১। গঠন অনুসারে বাক্য কত প্রকার? উত্তরঃ তিন প্রকার
৩২। আলোয় আঁধার দূর হয়- বাক্য “আলোয়” শব্দটি কোন কারকের উদাহারণ? উত্তরঃ করণ
৩৩। অন্ধজনে দয়া কর- কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ সম্প্রাদানে সপ্তমী
৩৪। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
৩৫। ‘হাত টান’ বাগধারটির অর্থ –উত্তরঃ চুরির অভ্যাস
৩৬। ‘Amendment” শব্দটির অর্থ- উত্তরঃ সংশোধনী
৩৭। পরিভাষার আক্ষরিক অর্থ- উত্তরঃ বিশেষ ভাষা
৩৮। সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ বেঠিক
৩৯। ‘মধুর’ শব্দের বিপরীতার্থক শব্দ- উত্তরঃ তিক্ত
৪০। ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তরঃ ইতালি শব্দ
৪১। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
৪২। কোনটি কোলন? উত্তরঃ :
৪৩। ‘সূর্য উঠলে আঁধার দূরীভুত হয়’ – ‘উঠলে’ কোন ক্রিয়াপদ? উত্তরঃ অসমাপিকা
৪৪। ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে’? এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে? উত্তরঃ হ্যাঁ-বাচক
৪৫। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থ নির্দেশ করে? উত্তরঃ ফারসি উপসর্গ
৪৬। ‘দুর্লভ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ দুঃ + লভ
৪৭। ‘গায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ গৈ + অক
৪৮। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উত্তরঃ উপভাষা
৪৯। ‘ভোজন করার ইচ্চা’ এক কথায় কি হবে? উত্তরঃ বুভুক্ষা
৫০। ‘যা বলা হয়নি’ এক কথায় হবে- উত্তরঃ অনুক্ত
ইংরেজি অংশ সমাধানঃ
৫১। The programme was broadcast live. Here ‘live’ is- উত্তরঃ an adverb
৫২। The grapes are now ___ enough to be picked. উত্তরঃ ripe
৫৩। If you clap your hands, the crow ___ on the tree branch will fly. উত্তরঃ sitting
৫৪। Curd is made — milk. উত্তরঃ from
৫৫। Put the book — the table. উত্তরঃ on
৫৬। I know nothing regarding this matter. Here ‘regarding’ is a- উত্তরঃ Gerund
৫৭। Select the feminine gender: উত্তরঃ nun
৫৮। His behaviour surprised me. (Make it passive). উত্তরঃ I was surprised at his behaviour.
৫৯। The correct English translation of the sentence will be- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
উত্তরঃ Nowhere will you find such a country.
৬০। ‘আমার যাওয়ার কথা ছিল’- উত্তরঃ I was supposed to go.
৬১। ‘মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়’- উত্তরঃ A student succeeds in life by dint of merit.
৬২। এখন সোয়া তিনটা বাজে- উত্তরঃ It’s quarter past three.
৬৩। ‘আমি তাকে যেতে দিলাম’ এর ইংরেজি কোনটি? উত্তরঃ I let him go
৬৪। Find the Odd word- উত্তরঃ Intrepid
৬৫। What is the meaning of the phrase peer to peer‘ উত্তরঃ individual
৬৬। Which sentence is correct? উত্তরঃ This is a unique case
৬৭। ‘Hand to mouth’ অর্থ কী? উত্তরঃ দিন আনে দিন খায়
৬৮। The singular form of ‘data’ is- উত্তরঃ Datum
৬৯। কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ Bureaucrat
৭০। Synonym of purchase is- উত্তরঃ Buy
Tags
Job Solution