উনিশ ২০ (Unish 20) ফুল মুভি ডাউনলোড

উনিশ ২০ (Unish 20) ফুল মুভি ডাউনলোড




দীর্ঘদিন পর ‘উনিশ ২০’ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। আজ ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় মিজানুর রহমান আরিয়ান নির্মিত চরকি অরিজিনাল সিনেমাটি মুক্তি পাচ্ছে।

‘সম্পর্ক নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়’- এমন এক কনসেপ্ট নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আর শুভ এবং বিন্দু যেহেতু  একসাথে অনেক সময় পর ফিরছেন, তাই দর্শকের আগ্রহও তুঙ্গে।

সিনেমা নিয়ে আরিফিন শুভ বলেন, ‘প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি, সব জানার জন্য মুখিয়ে আছি।’

এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদার প্রমুখ।

অভিনেত্রী বিন্দু আপাতত কিছু বলতে চান না। খুব করে অপেক্ষায় আছেন রাত ৮টার। তবে তিনি বেশ নার্ভাস। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দিতে চান তিনি। এর আগে একই ওয়েব প্ল্যাটফর্মের জন্য মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছিলেন ‘নেটওয়ার্কের বাইরে’। যেটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। ‘উনিশ ২০’ নিয়ে আরিয়ান বলেন, আমাদের দেশে সিনেমা নির্মাণ খুব সহজ কাজ নয়। অসংখ্য প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা সিনেমা বানাতে হয়। কিন্তু সেসব প্রতিকূলতা, কঠিন অভিজ্ঞতা সবই মধুর হয় যখন সিনেমাটা দর্শকের ভালো লাগে। তাই আমি সিনেমা পরবর্তী অভিজ্ঞতার জন্যই বেশি অপেক্ষা করি। সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন তা জানিয়ে এই পরিচালক বলেন, ভালো লেগেছে। স্ক্রিপ্ট রিডিং, ওয়ার্কশপ থেকে শুরু করে শূটিংয়ের শেষদিন পর্যন্ত তারা সবাই বেশ আন্তরিক ছিলেন।



Chorki এর সকল মুভি এবং ওয়েব সিরিজ এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন একদম ফ্রি তে

Chorki all free movie: www.chorki24.com



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form