সহবাস করে সুখী বড়ি খেতে হবে কত দিন - Health tips

সহবাস করে সুখী বড়ি খেতে হবে কত দিন - Health tips



আসলে সুখি পিল হলো স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন পিল। এসব পিল মিন্সের ২ য় দিন থেকে নিয়মিত ভাবে ২১ দিন খেতে হয়। আর যদি মিন্স ব্যতীত অন্যন্য যেকোন সময় এই সুখি পিল খাওয়া শুরু করেন তাহলে পিল খাওয়ার প্রথম ৭ দিন মিলনে কনডম রাখা উচিৎ।

এই পিল ইমার্জেন্সি পিলের মত শুধু মিলনের আগে বা পরে খেলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হয় না।

তাই যদি আপনি মিলনের সঠিক সময়ে ও ইমার্জেন্সি ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ করতে চান তাহলে ইমার্জেন্সি পিল খাবেন সহবাসের সঠিক সময়ে।

সুখী বড়ি বা সুখী পিল খাওয়ার নিয়ম

মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে ৫ দিন মধ্যে খাওয়া শুরু করা যায়। মহিলা যদি নিশ্চিত হন যে, তিনি গর্ভবতী নন তবে প্রয়োজনে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন । গর্ভপাত করিয়েছেন এমন মহিলারা গর্ভপাত এর পরবর্তী দিন থেকে খাওয়া শুরু করতে পারবেন। খাবার বড়ি পানি দিয়ে গিলে খেয়ে হয়। প্রতিদিন একই সময় বড়ি খাওয়া ভালো। বড়ি খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে, রাতে খাওয়া পর। অর্থাৎ ঘুমানোর আগে।

সাদা বড়ি শেষ হয়ে যাওয়ার পর একই নিয়মে প্রতিদিন একটি করে খয়েরি বড়ি খেতে হবে। খয়েরি বড়ি খাওয়া কালে সাধারণত মাসিক শুরু হয়। মাসিক শুরু হলেও খয়েরি বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। মাসিক হোক বা না হোক খয়েরী বড়ি শেষ হওয়ার পর থেকে পুনরায় একই নিয়মে নতুন পাতা থেকে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে।

সুখী পিল এর কাজ কি

সুখী পিল সারভিক্সের শ্লেষাকে ঘন করে শুক্রকীটকে জরায়ুতে প্রবেশে বাধা দেয় । ডিম্বস্ফুটনে বাধা দেয় । স্বাভাবিক মাসিক চক্রের মাঝামাঝি সময়ে লিউটিনাইজিং হরমোন হঠাৎ বেড়ে যাবার ফলে ডিম্বস্ফুটন হয় । খাবার বড়ি লিউটিনাইজিং হরমোন হঠাৎ বেড়ে যাওয়াকে প্রতিহত করে ডিম্বস্ফুটন হতে দেয় না ।ডিম্ববাহী নালীর স্বাভাবিক নড়াচড়ার গতি কমিয়ে দেয়, ফলে শুক্রকীটের গতিও কমে যায় ।
ডিম্বের কাছে পৌছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে বলে শুক্রকীট দুর্বল হয়ে পড়ে বা মারা যায় জরায়ুর ভিতরের ঝিল্লির বেড়ে যাওয়া রোধ করে, ফলে নিষিক্ত ডিম্ব জরায়ুতে গ্রথিত হবার মত কোনো পরিবেশ না পেয়ে গ্রথিত হতে পারে না ।

সুখী ট্যাবলেট খেলে কি হয়
সুখী ট্যাবলেট জন্ম নিয়ন্ত্রণ করার ঔষধ। এটি পরিবার পরিকল্পনা কাজে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য খাওয়া হয়। সুখী বড়ি বা খাওয়ার বড়ি ট্যাবলেট খুবই ভালো মানের জন্ম নিয়ন্ত্রণ করার ঔষধ।

এই পিল খাওয়ার সুবিধা
১. বেশির ভাগ ক্ষেত্রে এই পিলগুলো অরক্ষিত সম্পর্ক শেষে খাওয়া নিরাপদ ও কার্যকর।
২. এই পিলগুলো ‘ওভার দ্য কাউন্টার ড্রাগ’ অর্থাৎ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই যেকোনো ফার্মেসি থেকে কেনা যায়।
৩. নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া যায় বলে অরক্ষিত সম্পর্ক স্থাপনের পর দম্পতিরা নিজেদের সিদ্ধান্তেই এই পিল খেতে পারেন।

এই পিল খাওয়ার অসুবিধা

১. পিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই পিল কার্যকর নয়।
২. এই পিল চর্ম ও যৌনরোগের হাত থেকে বাঁচায় না।
৩. পিল খাওয়ার পর বমি বমি ভাব বা বমি হতে পারে।
৪. নারীর স্তনে তীব্র ব্যথা হতে পারে।
৫. মাথাব্যথা হতে পারে।
৬. পরবর্তী মাসিক অনিয়মিত হতে পারে।

কখন এ ধরনের পিল খাবেন
১. কনডম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার পর কনডম ফেটে/ছিঁড়ে গেলে।
২. ডায়াফ্রাম/সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুতি হলে।
৩. পরপর দুই দিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে গেলে।
৪. সম্মতি ব্যতিরেকে জোর করে অরক্ষিত সম্পর্ক স্থাপনে বাধ্য হলে।

কারা ব্যবহার করতে পারবেন না

১. যাঁরা ইতিমধ্যে গর্ভবতী হয়েছেন।
২. যাঁরা প্রায়ই অরক্ষিত সম্পর্ক স্থাপন করেন।



disclaimer: Health Purpose

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form