Rudra Mohammad Shahidullah Poem pdf

Rudra Mohammad Shahidullah Poem pdf



আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর শ্রেষ্ট কবিতা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

“থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক।”
― রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

“চলে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো।

- এ কেমন ভ্রান্তি আমার!”
― রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

“কিছুটা তো চাই-- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই।

- অভিমানের খেয়া”
― Rudra Mohammad Shahidullah

“যে পায় সে পেয়ে যায় - সকলে পায় না।
কাকে বলো? অভিমান, কার সাথে তবে?
অমনই হবে, হয়, ভেঙে তছনছ
পুড়ে পুড়ে খাক হও বিষন্ন অঙ্গার
কিছুই পাবে না তবু-
যে পায় সে পেয়ে যায় - বাকিরা হারায়।”
― Rudra Mohammad Shahidullah

“নির্দিষ্ট আবাসহীন বাউল যেন
জীবন নামে একতারাটি
আপন মনে বাজিয়ে ফিরি
শহর জুড়ে ঘর বেধেছি স্বাধীনতায়
আত্মগত আমি আবার
নিজের কাছে প্রশ্ন করি
নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
শব্দ কেন?”
― Rudra Mohammad Shahidullah

“দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম
- অমলিন পরিচয়”
― Rudra Mohammad Shahidullah

“তোমারো চোখের খুব গভীরে এক বর্ণহীন দাহ-
হৃদয়ের ক্ষতের মতো তুমি তাকে গোপনে লুকিয়ে রেখে
মুখে শুধু এঁকেছো এক সুদূরের অচেনা হাসি ...”
― Rudra Mohammad Shahidullah

“চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।”
― রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ







Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form