জমি মাপার পদ্ধতি pdf | জমি মাপার সহজ পদ্ধতি

জমি মাপার পদ্ধতি pdf | জমি মাপার সহজ পদ্ধতি


উইল অছিয়ত হলো ভবিষ্যৎ দান। কোন ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি বা সম্পত্তির মুনাফা কিভাবে বিলি-বন্টন করা হবে তা তার মৃত্যুর পূর্বেই লিখিত বা মৌখিকভাবে নির্ধারণ করে যাওয়ার আইন সম্মত ঘোষণাই হলো উইল বা অছিয়ত।

প্রথমত, আপনি যদি দলিল লেখক আমিন সার্ভেয়ার,আইনজীবী হয়ে থাকেন তবে ভূমি বা জমির সহজ পরিমাপ সম্পর্কে জানতে আগ্রহী সকল পাঠকদের জন্য অতি প্রয়োজনীয় একটি তথ্যবহুল বেস্ট বইটি ডাউনলোড করে নিন

জমি মাপার বই pdf

হেবার কল্যাণকর বিষয় হলো যেকোনো বিত্তবান ব্যক্তি ব্যক্তিগত ও সামাজিক দায়িত পালনের পর তার অতিরিক্ত সম্পদ থাকলে তার উচিত অতিরিক্ত মূলধন কোনো অভাবী ব্যক্তির অভাব মোচনে ব্যয় করা। সমাজে সাম্য আনার চেষ্টা করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হেবা জীবনোপকরণের একটি ভিন্ন প্রক্রিয়া। চাওয়া ও প্রতীক্ষা ছাড়া এক ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সঙ্গে কিছু লেনদেন করাকেই বলে হেবা।’

“হেবা, দান ও উইল-এর বিধানাবলী: পুত্তকটিতে প্রাসঙ্গিক আইনের মূল ধারার যেখানে সংশোধন হইয়াছেএসখানে সংশোধন করা হইয়াছে এবং ধারাগুলির সহিত বাংলাদেশ ও অন্যান্য দেশের সুগ্রীম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তসমূহ সংযোজন করা হইয়াছে। বাংলা এবং ইংরেজি পাশা-পাশি সংযোজনে ভাষাগত ভুল পরিলক্ষিত হইলে সেইক্ষেত্রে মল আইন যেই ভাষায় রচিত তাহাকেই প্রাধান্য দিতে হইবে ।

(সার্ভেয়ার বই) property-law-servey book pdf: “হেবা, দান ও উইল-এর বিধানাবলী” বইটি সংকলনে বিভিন্ন সরকারি ওয়েবসাইট, লেখকের বই, অনলাইন পত্রিকা, ব্যাংক ওয়েব সাইট ও আইন সাময়িকীর সহায়তা নেয়া হয়েছে। বইটিতে কিছু অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি ও মুদ্রণজনিত বিভ্রাট পরিদৃষ্ট হওয়া বিচিত্র কিছু নয়। সহ্ৃদয় পাক-পাঠিকা ও চাকুরিজীবীগণ গঠনমূলক পরামর্শ দিলে এবং তা পরিদৃষ্ট ভুলক্রুটি গোচরীভূত করলে পরবর্তী সংস্করণে তা শোধরানোর একান্ত প্রচেষ্টা থাকবে। পাক সমাজ ও সম্মানিত সরকারি চাকুরিজীবীগণের একান্ত সহযোগীতা ও দোয়া কামনা করছি।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form