বিপিএল (BPL) সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

বিপিএল (BPL) সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩


🏏🏏এক নজরে “বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ২০২৩” (৯ম আসর)- 

#সময়কাল : ৬ জানুয়ারি- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩। 

#আয়োজক- বাংলাদেশ।

#অংশগ্রহণকারী দল- ০৭টি। 

#মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৪৬টি।

#ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- সিলেট স্ট্রাইকার্স (১৭৫/৭) Vs. কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১৭৬/৩)।ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা ২য় ও বিপিএলের ৪র্থ শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

#চ্যাম্পিয়ন- কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

#রানার্সআপ- সিলেট স্ট্রাইকার্স।

#ম্যান অব দ্য ফাইনাল- জনসন চার্লস (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটার)।

#সর্বোচ্চ রান সংগ্রাহক- নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান) ।

#ম্যান (প্লেয়ার) অব দ্য টুর্নামেন্ট- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স)।

#সর্বোচ্চ উইকেট শিকারি- যৌথভাবে তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও হাসান মাহমুদ (রংপুর রাইডার্স), ১৭ টি ।

#টুর্নামেন্টের সেরা ফিল্ডার- মুশফিকুর রহিম (সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক)।

#দলীয় প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পায়- ২ কোটি টাকা।












Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form