জাতীয় গণমাধ্যম (NIMC) ইনস্টিটিউট এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

জাতীয় গণমাধ্যম (NIMC) ইনস্টিটিউট এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ 


বাংলা অংশের সমাধানঃ   

১। কারক ও বিভক্তি নির্ণয় করুন:


ক. বুলবুলিতে ধান খেয়েছেে। উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী 

খ. শিল্পীকে ডাকো।  উত্তরঃ কর্মকারকে ২য়া বিভক্তি 

গ. শরতে ধরাতল শিশিরে ঝলমল। উত্তরঃ অধিকরণে ৭মী

ঘ. পাঠে মন দাও। উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী

ঙ. তিলে তৈল আছে। উত্তরঃ অধিকরণে সপ্তমী

২। এককথায় প্রকাশ করুন:

ক. যা দীপ্তি পাচ্ছে। উত্তরঃ দেদীপ্যমান

খ. যা পূর্বে দেখা যায়নি এমন। উত্তরঃ অদৃষ্টপূর্ব

গ. যা পাওয়া কষ্ট।  উত্তরঃ দূর্লভ

ঘ. অন্তিমকাল উপস্থিত যার। উত্তরঃ মুমূর্ষু 

ঙ. খাওয়ার জন্য যে খরচ। উত্তরঃ খাই খরচ

 

৩। সন্ধি বিচ্ছেদ করুন: 

ক. গঙ্গা = গম + গা 

খ. চলচ্চিত্র = চলৎ + চিত্র 

গ. ষষ্ঠ = ষষ্+থ

ঘ. মহেশ = মহা+ঈশ

ঙ. অধোগতি = অধঃ+গতি

 

৪। শুদ্ধ বানান লিখুন:

ক. কল্যান = কল্যাণ 

খ. লজ্জাষ্কর =  লজ্জাকর

গ. জৈষ্ঠ = জৈষ্ঠ্য

ঘ. শরিরীক = শারীরিক 

ঙ. শমিচিন = সমীচীন 

 

ইংরেজি অংশের সমাধানঃ    

৫। Transformation of Sentences:


a) I drank much milk (Negative without changing meaning). উত্তরঃ I did not drink a little milk.  

b) Nobody trust a liar. (Interrogative). উত্তরঃ Does anybody trust a liar?

c) No other metal is as useful as iron (Comparative degree). উত্তরঃ Iron is more useful than any other metal.

d) The man is kind (Negative without changing meaning). উত্তরঃ The man is not merciless. 

৬। Fill in the gaps:

a) Come on, shake a …………. We’re running late. (a) hand (b) nose (c) leg (d) foot উত্তরঃ (c) leg

b) His father is …………….. L.L.B. উত্তরঃ an 

c) The woman is partial ………. her daughter. উত্তরঃ to 

d) I came home after the rain ……………..(a) stopped (b) stop (c) was stop (d) had stopped উত্তরঃ had stopped

০৭। Translate the following sentences into English:

ক. আমি সক্রেটিসের মতো দার্শনিক হতে পারতাম। উত্তরঃ If I were a philosopher like Socretes!

খ. সঙ্গীতের চেয়ে মধুর আর কিছু নেই। উত্তরঃ There is nothing sweeter than music.

গ. তার শিশুসুলভ সরলতা প্রশংসনীয়। উত্তরঃ His childlike simplicity is praiseworthy.

ঘ. দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। উত্তরঃ Both countries are prominent trading partners of Bangladesh.

০৮। Write ten Sentences on ‘Padma Bridge’.

The Padma Bridge is the world’s 122nd-largest multipurpose bridge over the Padma River. Padma Bridge, officially Padma Multipurpose Bridge, is the longest bridge in Bangladesh. It was the largest and most expensive construction project in Bangladesh. The bridge, built at a cost of 30,000 crore taka, was opened for traffic on June 25, 2022. Made of steel and concrete, Padma Bridge, 6.15 km long and 16.10 m wide, connects Munshiganj and Shariatpur districts. Bangladesh’s government has completed this big project with its own financing without foreign investment. The two-tiered bridge has a four-lane road on the upper tier and a railway track, fiber-optic cable, gas transmission pipeline, and power transmission lines on the lower tier. The Padma Bridge has enabled the movement of people and goods from 21 districts of the southwestern region of the country to the capital Dhaka. Hence, it will contribute significantly to economic prosperity and industrial development. Moreover, the bridge will also play an important role in the regional connectivity of Southeast Asia.

 

গণিত অংশের সমাধানঃ    

০৯। 2x – 2/x = 3 হলে x2 + 1/x2 এর মান কত?   

উত্তরঃ 1/4 

সমাধানঃ 

Given,

2x – 2/x = 3

= 2{x + (1/x)} = 3

= > x + (1/x) = 3/2

Now,

x² + 1/x²

= {x + (1/x)}² – 2.x.(1/x)

= (3/2)² – 2

= (9/2) – 2

= (9 – 8)/4

= 1/4

 

১০। একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য নির্ণয় কর।

উত্তরঃ ৩০০০ টাকা 

সমাধানঃ 

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ – ১০) টাকা = ৯০ টাকা


আবার, ৫% লাভে বিক্রয়মূল্য = (১০০+ ৫) টাকা = ১০৫ টাকা

অতএব, বেশি বিক্রয়মূল্য = (১০৫ – ৯০) টাকা = ১৫ টাকা।

এবার,

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি ক্রয়মূল্য = ১০০÷১৫ টাকা

বিক্রয়মূল্য ৪৫০টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৪৫০)÷১৫ = ৩০০০ টাকা।

১১। একই মুনফা হার কোনো আসল ৬ বছরে মুনফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনফা-আসলে তিনগুণ হবে?

উত্তরঃ ১২ বছর

সমাধানঃ 

ধরি, আসল ১০০ টাকা

মুনাফা-আসলে দ্বিগুণ = ২০০ টাকা

∴মুনাফা = ২০০ – ১০০ = ১০০ টাকা

আবার, মুনাফা-আসলে তিনগুণ = ৩০০ টাকা

∴ মুনাফা = ৩০০ – ১০০ = ২০০

এখন, ১০০ টাকা মুনাফা হয় = ৬ বছরে

∴ ২০০ টাকা মুনাফা হয় = (২০০×৬)/২০০ বছরে

= ১২ বছরে

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ    

১২। 4IR সম্পর্কে যা জানুন লিখুন:

উত্তরঃ 4IR এর পূর্ণরূপ Fourth Industrial Revolution. চতুর্থ শিল্প বিপ্লব হল উৎপাদন পদ্বতিতে এবং প্রযুক্তিতে স্বয়ংক্রিয়করণ এবং তথ্য আদান-প্রদানের প্রচলন। যার মধ্যে সাইবার ফিজিক্যাল সিস্টেম (সিপিএস), আইওটি, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং, , কগনিটিভ কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলো অন্তর্ভুক্ত।

 

১৩। পূর্ণরুপ লিখুন:

ক. FAX = Facsimile

খ. UPS = Uninterruptible Power Supply

গ. MRT = Mass Rapid Transit 

ঘ. NATO = North Atlantic Treaty Organization

ঙ. UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization 


 

১৪। এককথায় উত্তর লিখুন:

ক. জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন? উত্তরঃ ২৯ তম 

খ. ৬ দফা কত সালে পেশ করা হয়? উত্তরঃ ১৯৬৬ সালে 

গ. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? উত্তরঃ ২৪ অক্টোবর 

ঘ. বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন? উত্তরঃ রাষ্ট্রপতির কাছে 

ঙ. বাংলাদেশের সবোর্চচ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী? উত্তরঃ স্বাধীনতা পুরস্কার





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form