মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান | মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান  | মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য



মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান  | মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য



⬛⬛ মেট্রোরেল সম্পর্কে জানা-অজানা কিছু তথ্যঃ 🚉🚉

▪️পৃথিবীতে মেট্রোরেল চলাচলের বয়স প্রায় ১৪০ বছর। 
▪️মেট্রোরেল বর্তমানে পৃথিবীর ৬১টি দেশের ২০৫টি শহরে চালু আছে (সুত্রঃ উইকিপিডিয়া)। #Engr_Sohag
▪️পৃথিবীর প্রথম মেট্রোরেল চালনা করা হয় লন্ডনে ১৮৬৩ সালে।
▪️পৃথিবীর প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলও চালনা করা হয় লন্ডনে ১৮৯০ সালে।🚉
▪️পৃথিবীর দীর্ঘতম মেট্রো লাইন (৮৩১ কি.মি.) তৈরি চীনের সাংহাইয়ে ১৯৯৩ সালে। #Engr_Sohag
▪️পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মেট্রো স্টেশন অবস্থিত টোকিওতে।
▪️পাকিস্তানের প্রথম মেট্রোরেল চালু হয় লাহোর শহরে ২৫ অক্টোবর ২০২০ সালে। 🚉
▪️ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতা শহরে ২৪ অক্টোবর ১৯৮৪ সালে। #Engr_Sohag
▪️বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয় ঢাকা শহরে ২৮ ডিসেম্বর ২০২২ সালে। 
🔰🔰 ঢাকা মেট্রোরেল নিয়ে কিছু তথ্যঃ🚉🚉
▪উদ্ভোদন হয়– ২৮ ডিসেম্বর ২০২২। 
▪️যাত্রী নিয়ে চলাচল– ২৯ ডিসেম্বর ২০২২।
▪️উদ্ভোদন করেন– প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 🚉
▪️প্রথম চালক– মরিয়ম আফিজা।
▪️প্রথম যাত্রী– প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
▪️ধরন– আদর্শ গজ। #Engr_Sohag
▪️মোট লাইনের সংখ্যা– ৬টি। 
▪️উত্তরা–কমলাপুর লাইন– MRT-6। 🚉
▪️উদ্ভোদন হয়– ১১.৭৩ কিমি (উত্তরা–আগারগাঁও)।
▪️চলাচল– সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
▪️পূর্ন চলাচল– ২৬ মার্চ ২০২৩।
▪️সাপ্তাহিক বন্ধ– মঙ্গলবার। #Engr_Sohag
▪️প্রথমে মোট দৈর্ঘ্য– ২০.১০ কিমি (উত্তরা–মতিঝিল)।
▪️বর্তমানে মোট দৈর্ঘ্য– ২১.২৬ কিমি (উত্তরা–কমলাপুর)।
▪️মোট স্টেশন–১৭টি। 🚉
▪️অর্থায়ন– বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।
▪️পরীক্ষামূলক– ২৯ আগস্ট ২০২১ (২৫ কিমি গতিতে)।
▪️ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (MRT) বলা হয়।
▪️উত্তরা–কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচলে প্রতিদিন ৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। #Engr_Sohag
▪️মেট্রোরেলের স্লোগান– 'বাঁচবে সময় বাঁচবে তেল, জ্যাম কমাবে মেট্রোরেল'। 🚉
▪️চালবে– ২০২২ সালে উত্তরা–আগারগাঁও; ২০২৩ সালে আগারগাঁও–মতিঝিল; ২০২৫ সালে মতিঝিল–কমলাপুর।
▪️মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।।👍



মেট্রোরেল বলতে কী বোঝায়?


শহরের অভ্যন্তরে যখন ট্রেন একস্থান থেকে অন্য স্থানে বারবার আবরতিত হয় তখন তাকে মেট্রোরেল বলে।

এর সুবিধা

১ঃ পরিবেশকে সুন্দর রাখে

২ঃ অনেক মানুষ যাতায়াত করতে পারে

৩ঃভাড়া কারডে দেওয়া হয়

৪ঃএকটু পরে পরে ট্রেন পাওয়া যায়

৫ঃসময়ের সাশ্রয় হয়


মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য



  1. ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয়
  2. প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার এবং লাইনটি মতিঝিল পর্যন্ত যাবে।
  3. আশা করা হচ্ছে যে মেট্রো রেল প্রতি ঘন্টা ৬০,০০০ যাত্রী বহন করবে।
  4. শহরের ১৬ টি পয়েন্টে এর স্টেশন থাকবে। ফলে মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে।
  5. এতে সড়ক দুর্ঘটনার সংখ্যাও কমবে।
  6. মানুষ তখন প্রাইভেট কারের উপর কম নির্ভর করবে বলে ট্রাফিক অবস্থার উন্নতি হবে।
  7. মেট্রো রেলও ইকো-বান্ধব কারণ এটি বৈদ্যুতিক, তাই কোনও হর্নিং হবে না এবং রাস্তা-ভিত্তিক ট্রাফিক সিস্টেমের তুলনায় এটির জন্য কম শক্তি প্রয়োজন।
  8. পুরো রুটটি ভ্রমণ করতে ৪০ মিনিটের বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।
  9. তাই মানুষ সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে।
  10. মেট্রো রেল আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে।




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form