যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) এর নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) এর নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান ২০২২



১. “To be or not to be” was taken from? উত্তরঃ Hamlet

২. Two-thirds of the apples —- rotten. উত্তরঃ were 

৩. Which one is a correct sentence? উত্তরঃ The man as well as his sons was present. 

৪.  The expression “Take into account” means? উত্তরঃ  Consider 

৫. You are—–Maradona. Use the appropriate article. উত্তরঃ a 

৬. The phrase “make up for” means? উত্তরঃ Compensate 

৭. This culture is alien —–our society. Use the appropriate preposition. উত্তরঃ to 

৮. If they helped me, I————————. উত্তরঃ If they helped me, I would succeed. 

৯. We found the house—————–. উত্তরঃ abandoned 

১০. “If Winter comes, can Spring be far behind” who said this? উত্তরঃ P.B. Shelley

১১. Which two cities are dealt in “A tale of two cities”? উত্তরঃ London and Paris 

১২. We made them go there. বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি? উত্তরঃ আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম। 

১৩. I know his residence. (make it complex) উত্তরঃ I know where are they residing. 

১৪. It is an email address. In this sentence email is? উত্তরঃ Adjective 

১৫. The man addicted to———–. উত্তরঃ smoking 

১৬. If I had a pen, I (write) a letter. Here the right form of the verb is? উত্তরঃ would wrote 

১৭. What is the name of the great American short story writer O. Henry?  উত্তরঃ William Sydney Porter 

১৮. Which of the following is correct? উত্তরঃ The Waste Land is a Poem by T. S. Eliot. 

১৯. Synonym of the word consolidate? উত্তরঃ strengthen 

২০. Who is the victorian poet? উত্তরঃ Alfred Tennyson 

 

গণিত অংশের সমাধানঃ   

২১. কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে? উত্তরঃ ২০০ 

২২. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত? উত্তরঃ ০.০২৫ 

২৩. ১৬ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তরঃ ১২৮ বর্গসে.মি. 


২৪. একটি সুষম পেন্টাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি? উত্তরঃ ৫৪০ 

২৫. কোন দেশের স্থূল জন্মহার ২৫ স্থূল মৃত্যুর হার ১০ হলে জনসংখ্যার বৃদ্ধির শতকরা হার কত? উত্তরঃ ১.৫% 

২৬. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১২। অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? উত্তরঃ ৩৯ 

২৭. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে সংখ্যা দুটি কত? উত্তরঃ ১৩ এবং ১৪ 

২৮. 1/6! + 1/7! = x/8! হলে x এর মান কত? উত্তরঃ 64 

২৯. P এর মান কত হলে 64 + 4×2 -px একটি পূর্ণবর্গ হবে? উত্তরঃ 32 

৩০. ৩/৫, ৫/৭, ৪/৭ ও ১/৪ এর লসাগু কত? উত্তরঃ ৬০

৩১. একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সেমি হলে তাঁর তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উত্তরঃ ৬০°   

৩২. একটি বৃত্তের পরিধি ১৫৪ সে.মি হলে এর বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৪৯ সে.মি 

৩৩. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? উত্তরঃ ৯৬ বর্গ.মি.  

৩৪. ৯টি সংখ্যার যোগফল ৫৩০। প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত? উত্তরঃ ৬০ 

৩৫. 8^x-2 = 512 হলে x এর মান কত? উত্তরঃ ৫ 

৩৬. a, b,c, d ক্রমিক পূর্ণসংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? উত্তরঃ abcd + 1 

৩৭. (√2)^8 x (3√2)^9 = কত? উত্তরঃ 128 

৩৮. 90°  -X কোণের সম্পূরক কোণের মান কত? উত্তরঃ 90° +X 

৩৯. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে? উত্তরঃ ৫ঃ৬ 

৪০. 3A=2B, 3B=5C এবং 4C=5D হলে A:B:C:D কত? উত্তরঃ 50:75:45:36 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৪১. পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ? উত্তরঃ চীন (বাংলাদেশ ২য়) 

৪২. অষ্টম টি২০ বিশ্বকাপ এর চ্যাম্পিয়ন দেশ? উত্তরঃ ইংল্যান্ড 

৪৩. দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে? উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২ 

৪৪. কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? উত্তরঃ ২০৪১ সাল 

৪৫. ২১ ডিসেম্বর ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী দেশের কয়টি সেতু উদ্বোধন করেন? উত্তরঃ ১০০টি 

৪৬. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কি.মি 

৪৭. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?  উত্তরঃ ২০২১-২০৪১  

৪৮. মুজিববর্ষের সময়কাল কত? উত্তরঃ ২০ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ 

৪৯. সাধারণ করমুক্ত আয়সীমা কত? উত্তরঃ ৩ লাখ 

৫০. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম? উত্তরঃ চিরঞ্জীব মুজিব 

৫১. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? উত্তরঃ ৪টি 

৫২. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ 

৫৩. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? উত্তরঃ ৫০  

৫৪. কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়? উত্তরঃ জার্মান 


৫৫. কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে মেসিকে কি পরিয়ে দেওয়া হয়? উত্তরঃ বিশত 

৫৬. সাভার, ঢাকায় অবস্থিত যুব কেন্দ্রের নাম কি? উত্তরঃ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট

৫৭. কাতার বিশ্বকাপ ২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় কে? উত্তরঃ এনজো ফার্নান্দেজ [আর্জেন্টিনা] 

৫৮. বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তরঃ জনপ্রশাসন মন্ত্রণালয় 

৫৯. বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত? উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬ সালে 

৬০. সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত? উত্তরঃ নওগাঁ 

 

বাংলা অংশের সমাধানঃ  

৬১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি? উত্তরঃ ২১টি 

৬২. উপশহর কোন সমাস? উত্তরঃ অব্যয়ীভাব 

৬৩. পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ পরি+ঈক্ষা

৬৪. মুষলধারে বৃষ্টি পড়ছে। বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ কর্মকারকে শূন্য বিভক্তি 

৬৫. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’– কোন ধরনের বাক্য? উত্তরঃ সরল বাক্য 

৬৬. ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তরঃ তিন ভাগে 

৬৭. বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি?  উত্তরঃ আদর্শ কথ্য রীতি 

৬৮. শীতের সঞ্চয় চাই, “সঞ্চয় শব্দের যুক্তবর্ণ? উত্তরঃ ঞ, চ 

৬৯. নীচের কোন বানানটি সঠিক? উত্তরঃ মুমূর্ষু 

৭০. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? উত্তরঃ শেষে 

৭১. অনু এবং অণু এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে? উত্তরঃ বানানে ও অর্থে 

৭২. আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ তিরোভাব 

৭৩. শব্দের আভিধানিক অর্থকে কি বলে? উত্তরঃ বাচ্যার্থ 

৭৪. প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত গতকল্য শব্দটিতে পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে? উত্তরঃ পূর্বদিন 

৭৫. বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরঃ কর্মবাচ্য 

৭৬. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? উত্তরঃ হাইফেন 

৭৭. আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ? উত্তরঃ সঠিক উত্তর অপশনে নেই [অশনি জায়গায় অবনী হলে উত্তর ঘ হতো] 


৭৮. ‘কোনভাবেই যা নিবারণ করা যায়না’ এক কথায় প্রকাশ কোনটি? উত্তরঃ অনিবার্য 

৭৯. তামার বিষ বাগধারাটির অর্থ কি?  উত্তরঃ অর্থের কুপ্রভাব 

৮০. নীচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তরঃ সাময়িকী 




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form