সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (২০২৩)
♦️♦️জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পাচ্ছেন যারা-
✅শ্রেষ্ঠ চলচ্চিত্র- যৌথভাবে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’।
✅শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।
✅শ্রেষ্ঠ অভিনেতা- যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
✅শ্রেষ্ঠ অভিনেত্রী- যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।
✅শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে)- এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)।
✅শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে)- শম্পা রেজা (পদ্মপুরাণ)।
✅শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।
✅আজীবন সম্মাননা- যৌথভাবে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী ডলি জহুর।
✅শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বধ্যভূমিতে একদিন (কাওসার চৌধুরী পরিচালিত)|
N.B-নিয়ম অনুযায়ী প্রতি বছর ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ ক্যাটাগরিতে কোনো প্রার্থী যোগ্য বিবেচিত হয়নি বিধায় এই বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে।
♦অক্সফোর্ড ডিকশনারি ২০২২ সালের বর্ষসেরা শব্দ ঘোষণা করলো- ‘গবলিন মোড’।
✅ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন- গুগল ও সফটওয়্যার কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী ‘সুন্দর পিচাই’।
(৩ নভেম্বর, ২০২২) ভারতের আসামে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), শিলচরে ভারত রত্ন ড. এ পি জে আব্দুল কালাম লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টারে ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং লাইব্রেরি প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু গার্ডেন’ উদ্বোধন করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও এনআইটি শিলচরের ডাইরেক্টর প্রফেসর রজত গুপ্ত এ উদ্বোধন করেন।
(৩ ডিসেম্বর) ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
✅দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’।
☑️ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপে ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর- নিউইয়র্ক ও সিঙ্গাপুর।
🔘ডব্লিউটিও’র ‘বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২২’এর তালিকায় তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান (দেশভিত্তিক)-২য়।
(২ডিসেম্বর) ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’র রজতজয়ন্তী (২৫বছর পূর্তি)।১৯৯৭ সালের ২ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
💥দেশের মানুষকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে (আগে পাবেন-ষাটোর্ধ্ব মানুষ) : স্বাস্থ্যমন্ত্রী (১ডিসেম্বর)।
(১ ডিসেম্বর) ‘বিশ্ব এইডস দিবস’।দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ- ৩৩.৮৬ বিলিয়ন বা ৩ হাজার ৩৮৬ কোটি মার্কিন ডলার (৩০ নভেম্বর)।
♦️‘শেনঝাউ–১৫’ নভোযানে করে নিজেদের তৈরি 'তিয়ানগং' মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ৩ জন নভোচারী পাঠাল চীন
(২৯ নভেম্বর)।
৯৬বছর বয়সে মারা গেলেন চীনের সাবেক প্রেসিডেন্ট : ‘জিয়াং জেমিন’
(৩০নভেম্বর)।তার শাসনামলেই ‘হংকং’ ও ‘ম্যাকাও’ চীনের অধীনে চলে আসে।
প্রায় ৪০ বছর পর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি ‘মাওনা লোয়ায়’ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
(৩০ নভেম্বর) ‘জাতীয় আয়কর দিবস ২০২২’।প্রতিপাদ্য- ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’।
‘কপ-২৭জলবায়ু সম্মেলনে’ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অভিযোজন তহবিলে উন্নত দেশগুলো থেকে ৩০মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ।
💥‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ মাঙ্কিপক্স (monkeypox) ভাইরাসের নতুন নাম দিয়েছে- ‘এমপক্স’(mpox)।
🏏২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত ‘আইসিসি ওয়ানডে বিশ্বকাপে (১৩তম আসরে)’ সরাসরি খেলবে বাংলাদেশ।
✅বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক হিউম্যানয়েড (মানবিক) রোবট- 'অ্যামেকা'।এর নির্মাতা যুক্তরাজ্যের ‘ইঞ্জিনিয়ার্ড আর্টস’ নামের প্রতিষ্ঠান।
জনসেবা ও কূটনীতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ফিলিপাইনের ‘গুসি শান্তি পুরস্কার ২০২২’ পেলেন- বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলমান ‘কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২’এর প্রথম লাল কার্ড পেলেন-ওয়েলসের গোলরক্ষক ‘ওয়েইন হেনেসি’ (বিশ্বকাপ ইতিহাসে ৩য় গোলরক্ষক হিসেবে)।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৫টি (সবচেয়ে বেশি)ফুটবল বিশ্বকাপে(০৬-২২)গোল করার রেকর্ড করলেন-পর্তুগালের ‘ক্রিস্টিয়ানো রোনালদো’।
✅মালয়েশিয়ার নতুন (১০ম) প্রধানমন্ত্রী হলেন- পাকাতান হারাপান দলের চেয়ারম্যান : আনোয়ার ইব্রাহিম।
📕‘রণাঙ্গনের ডায়েরি’এবং ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল: দেশপ্রেম ও তারুণ্যের দীপ্ত শিখা’গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।
Tags
General Knowledge