অফসাইড কিভাবে হয়? ফুটবল খেলায় অফসাইড কিভাবে হয়?
প্রতিপক্ষের শেষ ডিফেন্ডারকে বল পায়ে ছাড়াই কোন খেলোয়ার ছাড়িয়ে গেলেই অফসাইড ধরা হয়। প্রতিপক্ষের ডিফেন্সের অবস্থানের উপর এটা নির্ভর করে না। তাই অফসাইড একটা ফাদ হিসেবেও ব্যবহার করা হয়। সাইড রেফারির কাছে একটা প্লেয়ারের অবস্থান প্রতিপক্ষের ডিফেন্ডার ছাড়িয়ে থাকলেই অফসাইড, তার কাছে বল যাক বা না যাক। কিন্তু থ্রু পাস বাড়ালে সেই পাস ধরতে ডিফেন্সের ফাক গলে এগিয়ে আসলে অফসাইড হবে না। নিয়মের চেঞ্জ বলতে অফসাইড এখন আরো কড়াকড়ি ভাবে খেয়াল কর হয় আরকি।
ছবিটি দেখুন
🟦 নীল জার্সি ধারী খেলোয়াড়রা হলো ডিফেন্ডার।
🟥 লালগুলো ফরওয়ার্ড অর্থাৎ আক্রমণ ভাগের খেলোয়াড়।
সবচেয়ে পেছনে যে ডিফেন্ডার আছেন, তার থেকে সামনে চলে গেছেন লাল জার্সিধারী।
এখন যদি বলটা সরাসরি ওকে 👇 দেয়ার উদ্দেশ্যে প্রেরণ করা হয়, (গোল চিহ্নিত খেলোয়াড়)
তাহলে সেটা অফসাইড বলে বিবেচিত হবে।
সোজা বাংলায়, পাস দেওয়ার সময় এক দলের কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের তৈরি করা সমান্তরাল রেখার আগে চলে যায়, তখন সেটি অফসাইড হিসেবে ধরা হয়।
Tags
QA