জেনারেল নলেজ বাংলাদেশ ২০২৩ | চাকুরির সাধারণ জ্ঞান ২০২৩

জেনারেল নলেজ বাংলাদেশ ২০২৩ | চাকুরির সাধারণ জ্ঞান ২০২৩



সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

৫৬। স্বপ্নের পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়? উত্তরঃ ২৫ জুন ২০২২ 

৫৭। বাংলাদেশের রণসঙ্গীতের রচিয়তা কে?উত্তরঃ কাজী নজরুল ইসলাম 

৫৮। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? উত্তরঃ বেনাপোল 

৫৯। দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কবে উদ্বোধন করা হয়? উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০২২ 

৬০। বঙ্গমাতা  বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন জেলায় অবস্থিত? উত্তরঃ পিরোজপুর 

৬১। লিজ ট্রাস যুক্তরাজ্যের কততম নারী প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরঃ ৩য় 

৬২। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? উত্তরঃ ভুটান 

৬৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জেল হতে মুক্তি দেয়া হয়? উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৭২ 

৬৪। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়? উত্তরঃ ৬৭৬  

৬৫। ইটের গাঁথুনির কাজের পূর্বে ইটকে কতক্ষণ পানিতে ভিজিয়ে নিতে হবে? উত্তরঃ অন্তত ৫ ঘণ্টা 

৬৬। “বিটুমিন টেক কোট” এর কাজ কি? উত্তরঃ পেভমেন্টে পানি ঢোকা বন্ধ করা 

৬৭। গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬  

৬৮। প্রাকৃতিক গ্যাসের প্রথম উপাদান কি? উত্তরঃ মিথেন 

৬৯। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটির রচিয়তা কে? উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী 

৭০। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ‘ম্যাগনাকার্টা’ কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়? উত্তরঃ ১২১৫ খ্রিঃ 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৭১। ‘Double Fault’ is associated with which of the following games? উত্তরঃ Lawn Tennis 

৭২। Which of the following is the first published Novel of Kazi Nazrul Islam? উত্তরঃ Badhon Hara 

৭৩। ‘Thalassemia’ is a hereditary disease affecting- উত্তরঃ blood 

৭৪। For millions of years, which of the following has not changed much due to evolution? উত্তরঃ Shark 

৭৫। When will Bangladesh exit from the LDC category? উত্তরঃ 2026 

৭৬। What is the literacy rate of Bangladesh as per the first Digital Population and Housing Census, 2022? উত্তরঃ 74.66% 

৭৭। The Sveriges Riksbank Prize in Economic Sciences has been introduced in memory of- উত্তরঃ Alfred Nobel

৭৮। COP-26 is related to- উত্তরঃ Global climate change 

৭৯। Who is the person of the year of Time magazine in 2021? উত্তরঃ Elon Musk 

৮০। The historic 7th March Speech of Bangabandhu was given at the Ramna Race Course which is now – উত্তরঃ Suhrawardy Udyan

৮১। Who was the first governor of Bangladesh Bank? উত্তরঃ ANM Hamidullah 

৮২। Which of the following ecosystem covers the largest area of the earth’s surface? উত্তরঃ Marine Ecosystem  

৮৩। Which of the following is not the official language of the United Nations Organization? উত্তরঃ Portugueses  

৮৪। Which countries are separated by Mac Mohan Line? উত্তরঃ India and China 

৮৫। Elizabeth II was the Queen of the United Kingdom and other Commonwealth realms from the year- উত্তরঃ 1952 

৮৬। Milk is poor source of-উত্তরঃ Iron 

৮৭। Which of the following agreement is related to Intellectual Property? উত্তরঃ TRIPS [Trade-Related Aspects of Intellectual Property Rights] 

৮৮। “All parties state language movement committee” was formed on- উত্তরঃ 31 January, 1952 

৮৯। Which country lost to Bangladesh in the SAFF Women’s Football Final 2022? উত্তরঃ Nepal 

৯০। Which country is cooperating to implement the ‘Bangladesh Delta Plan, 2100’? উত্তরঃ Netherland 

 
২। সংক্ষিপ্ত উত্তর দিনঃ

(ক) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি

(খ) জাতিসংঘের সদর দপ্তর কোথায়? উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 

(গ) ভি-২০ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? উত্তরঃ জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত 

(ঘ) SDG এর পূর্ণরূপ কী? উত্তরঃ Sustainable Development Goals

(ঙ) দুটি ইনপুট ডিভাইসরে নাম লিখুন। উত্তরঃ কি বোর্ড, মাউস 

(চ) পরার্থপরতার অর্থনীতি বইটির লেখক কে? উত্তরঃ আকবর আলি খান

(ছ) পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার [২০ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২২পর্যন্ত অনুষ্ঠিত হবে] 

 (জ) মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? উত্তরঃ  এ কে খন্দকার 


(ঝ) ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জোট কয়টি আসন পায়? উত্তরঃ ১৬৭টি 

(ঞ) রিফ্রেশ এর শর্টকাট কী কোনটি? উত্তরঃ F5

(ট) HTML এর পূর্ণরূপ লিখুন। উত্তরঃ Hyper Text Markup Language

(ঠ) বিগ ব্লু বলা হয় কাকে? উত্তরঃ IBM (আইবিএম) বা International Business Machine 

(ড) থ্রি ফিঙ্গার স্যালুট কোন কীগুলোকে বলা হয়? উত্তরঃ (Ctrl+Alt+Del 

(ঢ) এমএস ওয়ার্ডে প্রিন্ট অপশন কোন মেনুতে থাকে? উত্তরঃ File 

(ণ) পেইজ মার্জিন কোন মেনুতে থাকে? উত্তরঃ Page Layout tab এ 

 সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

১৩। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জনকে ‘বীর উত্তম’ উপাধি দেয়া হয়? উত্তরঃ ৬৮ জন 

১৫। চীনের রাজধানীর নাম লিখুন। উত্তরঃ বেইজিং 


১৬। সিঙ্গাপুরের মুদ্রার নাম লিখুন। উত্তরঃ সিঙ্গাপুরী ডলার 

১৭। বিশ্বকাপ ফুটবল -২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার 

১৮। ‘শঙ্খনীল কারাগার’ গ্রন্থটি কে লিখেছেন? উত্তরঃ হুমায়ূন আহমেদ 

১৯। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম লিখুন। উত্তরঃ গণভবন 

২০। খাবার লবণের রাসায়নিক নাম কি? উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড (Nacl)

২১। বুড়িমাড়ী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় 

২২। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় স্থাপন করা হচ্ছে? উত্তরঃ রাশিয়া 

সাধারণ জ্ঞান ও আইসিটি অংশ সমাধানঃ 

১৭। পূর্ণরুপ লিখুন:

ক) BRRI = Bangladesh Rice Research Institute

খ) FAO = Food and Agriculture Organization

গ) UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization

ঘ) RAM = Random-access memory

ঙ) BADC = Bangladesh Agricultural Development Corporation

 

১৮। রাজধানী ও মুদ্রার নাম লিখুন:

ক) মালয়েশিয়া = কুয়ালালামপুর, রিংগিত 

খ) ভূটান = থিম্পু, গুলট্রাম 


গ) নেদারল্যান্ড = আমস্ট্রারডাম, ইউরো 


১৯। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কি কি?  

উত্তরঃ ৪টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা

২০। ক) বঙ্গবন্ধুকে কত সালে জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয়? 

উত্তরঃ ২৩ মে, ১৯৭৩ সালে  

খ) ইন্টারপােলের সদর দপ্তর কোথায়? উত্তরঃ লিঁও, ফ্রান্স 

গ) FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তরঃ যুক্তরাষ্ট্র 

ঘ) বঙ্গবন্ধু ‘যুক্তফ্রন্ট মন্ত্রিসভার কোন মন্ত্রী ছিলেন?  উত্তরঃ কৃষি, বন ও সমবায় মন্ত্রণালয়

ঙ) ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০২২ সালে




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form