পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সাজেশন | এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২২
এইচএসসি পৌরনীতি ও সুশাসন সাজেশন ২০২২
যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে।
অধ্যায়: ১ পৌরনীতি ও সুশাসন পরিচিত
অধ্যায়: ৩ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
অধ্যায়: ৫ নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার অধ্যায়: ৬ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
অধ্যায়: ৭ সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
অধ্যায়: ১০ দেশপ্রেম ও জাতীয়তা
এখানে অধ্যায় আছে-৬টি প্রশ্ন আসবে-১১টি উত্তর দিতে হবে মাত্র ৪টি
এখান থেকে যেকোনো ১/২টি অধ্যায় বাদ দিলেও ৪টি প্রশ্ন কমন পড়বে।তাই যার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে, সেখান থেকে কমপক্ষে ১/২টি অধ্যায় বাদ দিতে পারবে।
'ক' নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন
জ্ঞানমূলক প্রশ্ন
১ম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি
১। পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?
উত্তর: নাগরিকতা বিষয়ক বিজ্ঞান ।
২। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: Civics.
৩। Civics শব্দের অর্থ কী?
উত্তর: Civics এর অর্থ নাগরিক।
৪। Civics শব্দের উৎপত্তি কোথায়?
উত্তর: Civics শব্দটি ল্যাটিন Civis ও Civitas থেকে এসেছে।
৫। পৌরনীতির সংজ্ঞা দাও ।
উত্তর: পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র, যা নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে ।
৬। সুশাসন কী?
উত্তর: যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, সবার অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে এবং বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান সে শাসনকে সুশাসন বলে ।
৭। রাষ্ট্র কী?
উত্তর: রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত ।
৮। নাগরিকতা কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে ।
৯। নগর রাষ্ট্র কী?
উত্তর: প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক যেসব ছোট ছোট রাষ্ট্র ছিল মূলত সেগুলোই নগর-রাষ্ট্র।
১০। জবাবদিহিতা কাকে বলে?
উত্তর: জবাবদিহিতা হলো সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা।
১১। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: Good Governance.
১২। পৌরনীতি সম্পর্কে ই. এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখো।
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞাটি হচ্ছে-পৌরনীতি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে ।
১৩। 'মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব'-উক্তিটি কার?
১৪। বিকেন্দ্রীকরণ কী?
উত্তর: প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব স্থানীয় পর্যায়ে প্রত্যর্পণ করাকে বিকেন্দ্রীকরণ বলে।
উত্তর: উক্তিটি এরিস্টটলের।
৩য় অধ্যায়: মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ
১। মূল্যবোধ কী?
উত্তর:মূল্যবোধ হলো সমাজের মানুষের মৌলিক বিশ্বাস, সামাজিক রীতিনীতি ও আচার-আচরণের সমষ্টি।
২। সামাজিক মূল্যবোধ কী?
উত্তর: যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার-ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিই হলো সামাজিক মূল্যবোধ।
৩ । আইন কী?
উত্তর: রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে, অনুমোদন দেয় এবং বলবৎ করে সেগুলোকে আইন বলে।
৪। ধর্মীয় মূল্যবোধ কী?
উত্তর: ধর্মীয়বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মাঝে যে মূল্যবোধ জাগ্রত হয় তাই ধর্মীয় মূল্যবোধ ।
৫। আইনের শাসন কী?
উত্তর: আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায় ।
৬ ৷ প্ৰথা কী?
উত্তর: সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতি এবং লোকাচারকে প্রথা বলা হয়।
৭। নৈতিকতা কী?
উত্তর: নৈতিকতা হলো সমাজস্বীকৃত আচরণ বিধি যা ঐ সমাজের সদস্যরা গ্রহণ করেছে।
৮। স্বাধীনতা কী?
উত্তর: স্বাধীনতা হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক ব্যবস্থা বা পরিবেশ।
৯। সাম্য কী?
উত্তর: সাম্য হলো সবার জন্য উন্মুক্ত পর্যাপ্ত সুযোগ-সুবিধার উপস্থিতি।
১০। Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? উত্তর: Liberty শব্দটি ল্যাটিন 'Liber' শব্দ থেকে এসেছে।
১১। সহমর্মিতা কী?
উত্তর: পরস্পরের প্রতি মমত্ববোধ, সম্প্রীতি ও সহযোগিতার হাত প্রসারিত করাই হলো সহমর্মিতা।
১২। আইনের প্রাচীন উৎস কোনটি? উত্তর: আইনের প্রাচীন উৎসা হলো প্রথা ।
১৩। 'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?
উত্তর: ফারসি শব্দ হতে।
৫ম অধ্যায়: নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার
১। অধিকার কী?
উত্তর: অধিকার বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
২। তথ্য অধিকার কী?
উত্তর: রাষ্ট্রের বিধানাবলী সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিষয়ে নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে।
৩। অধিকারের উৎস কোথায়?
উত্তর: অধিকারের উৎস সমাজ।
৪। রাজনৈতিক অধিকার কী?
উত্তর: যেসব অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়,সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে।
৫। আইনগত অধিকার কী?
উত্তর: আইনগত অধিকার বলতে ব্যক্তির সে অধিকারকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত।
৬। বিশ্বায়ন কী?
উত্তর: ধর্ম, বর্ণ, নির্বিশেষে পৃথিবীর সব দেশের সব মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিক ও সাংস্কৃতিক নৈকট্য ও একাত্মতার ধারণাই হলো বিশ্বায়ন ।
৭। কর্তব্য কী?
উত্তর: আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।
৮। আইনগত কর্তব্য কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের আইনের দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে ।
৯ । নৈতিক কর্তব্য কী?
উত্তর: নীতি সচেতন হয়ে এবং ন্যায়বোধে উদ্বুদ্ধ হয়ে নাগরিক যে কর্তব্য পালন করে তাকে নৈতিক কর্তব্য বলে।
১০। মানবাধিকার কী?
উত্তর: মনুষ হিসেবে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার।
১১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তর: ১০ ডিসেম্বর ।
৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও বৈশিষ্ট্য
১। রাজনৈতিক দল কী?
উত্তর: রাজনৈতিক দল হলো এমন এক জনসমষ্টি, যারা একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, যারা সংগঠিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে সরকারি ক্ষমতা অর্জনের জন্য তৎপর থাকে ।
২। উপদল কী?
উত্তর: দলের কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিংবা ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হলে তাকে উপদল বলে।
৩। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?
উত্তর: সরকারি কাঠামোর বাইরে থেকে যে স্বেচ্ছামূলক সুসংগঠিত গোষ্ঠী সরকারি কর্মকর্তাগণের মনোনয়ন ও নিয়োগ, সরকারি নীতি নির্ধারণ, পরিচালনা বা বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তারে সচেষ্ট হয় তাকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে।
৪। নেতৃত্ব কী?
উত্তর: নেতৃত্ব এক প্রকার সামাজিক গুণ যার প্রভাবে নেতা নাগরিকদের অনুপ্রাণিত করে বিশেষ দিকে ধাবিত করে।
৫। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ 'Leadership'।
৬। রাজনৈতিক দল ব্যবস্থা কত প্রকার?
উত্তর: তিন প্রকার ।
৭ম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
১। সরকারের অঙ্গ কয়টি ও কী কী?
উত্তর: তিনটি। যথা-আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ ।
২। এককেন্দ্রিক সরকার কাকে বলে?
উত্তর: রাষ্ট্রীয় সব ক্ষমতা ও কর্তৃত্ব একটি কেন্দ্রিয় সরকারের হাতে সংবিধানের মাধ্যমে কেন্দ্রিভূত হলে তাকে এককেন্দ্রিক সরকার বলে ।
৩। সরকার কী?
উত্তর: সরকার সার্বভৌম রাষ্ট্রের এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্রের আইন, বিধি প্রয়োগ ও শাসনকাজ পরিচালিত হয়।
৪। একনায়কতন্ত্র কী?
উত্তর: একনায়কতন্ত্র হচ্ছে এমন এক সরকার ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।
৫। রাষ্ট্রের উপাদানগুলো কী কী?
উত্তর: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব। ৬। বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর: জাতীয় সংসদ।
৭। আইনসভার প্রধান কাজ কী?
উত্তর: আইন প্রণয়ন করা।
৮। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ?
উত্তর: ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু।
৯। এক-কক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?
উত্তর: একটি রাষ্ট্রের আইনসভা যখন একটিমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক-কক্ষবিশিষ্ট আইনসভা বলে।
১০। গণতন্ত্র কী?
উত্তর: যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।
১১। Demos শব্দের অর্থ কী?
উত্তর: জনগণ।
'খ' নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন
১ম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি
১। পৌরনীতি বলতে কী বোঝায়?
২। জবাবদিহিতা বলতে কী বোঝায় ?
৩। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন ?
৪। সুশাসন বলতে কী বোঝায়?
৫। শব্দগত অর্থে পৌরনীতি বলতে কী বোঝায়?
৬। তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক?
৭। স্বচ্ছতা বলতে কী বোঝায়?
৮। একজন নাগরিকের কী কী গুণ থাকা প্রয়োজন?
৯। সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ করো।
৩য় অধ্যায়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
১। স্বাধীনতা বলতে কী বোঝায় ?
২। নৈতিকতার ধারণা সর্বজনীন'-ব্যাখ্যা কর।/নৈতিকতা বলতে কী বোঝায়?
৩। জনগণ কেন আইন মান্য করে?
৪। 'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন-ব্যাখ্যা কর।
৫। মূল্যবোধ বলতে কী বোঝায়?/ সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায় ?
৬। আইনের শাসন বলতে কী বোঝায়?
৭। রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
৮। স্বাধীনতার রক্ষাকবচ ব্যাখ্যা করো।
৯। আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো।
৫ম অধ্যায়: নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার
১। অধিকার বলতে কী বোঝায়?
২। মৌলিক অধিকার কী?
৩। তথ্য অধিকার বলতে কী বোঝায়?
৪। মানবাধিকার কী?
৫। কর্তব্য বলতে কী বোঝায়?
৬। তুমি কেন কর্তব্য পালন করবে?
৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
১। রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
২। দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?
৩। চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় ?
৪। সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?
৫। বহুদলীয় ব্যবস্থা কী?
৭ম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
১। দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়?
২। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়?
৩। যুক্তরাষ্ট্রীয় সরকার কী ?
৪। সংসদীয় সরকারব্যবস্থা বলতে কী বোঝায়?
৫। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায় ?
৬ । বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ ?
৭। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায় ?
৮। শাসন বিভাগের দায়িত্বশীলতা বলতে কী বোঝায় ?
৯। বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
১০ । গণতন্ত্র বলতে কী বোঝায় ?