SSC (2022) Bangla 2nd Paper MCQ Suggestion - PDF

SSC (2022) Bangla 2nd Paper MCQ Suggestion - PDF


ssc bangla 2nd paper mcq suggestion 2022



বাংলা ২য় পত্র ২য় অধ্যায় mcq


১. ভাষার মূল উপাদান কোনটি?
ক. অক্ষর
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. শব্দ

২. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. ইংরেজি ধ্বনি

৩. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. অক্ষর
খ. বর্ণ
গ. বর্ণমালা
ঘ. চিহ্ন


৪. ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. ‘অ’ ধ্বনি
ঘ. ‘আ’ ধ্বনি

৫. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
ক. ৩২, ৮, ১০
খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২
ঘ. ৩২, ৭, ৯

৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক বত্রিশটি
খ. দশটি
গ. আটটি
ঘ. এগারোটি

৭. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ৯টি


৮. বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
ক. এগারোটি
খ. ঊনচল্লিশটি
গ. ঊনপঞ্চাশটি
ঘ. পঞ্চাশটি

৯. স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন?
ক. স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়
খ. স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়
গ. ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে
ঘ. ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে

১০. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক. ফলা
খ. কার
গ. রেখা
ঘ. যুক্তবর্ণ

১১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. আ-কার
খ. ই-কার
গ. ঈ-কার
ঘ. কার


১২. কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়?
ক. প্রসারিত আকারে
খ. সংক্ষিপ্ত আকারে
গ. অর্ধপ্রসারিত আকারে
ঘ. অর্ধসংক্ষিপ্ত আকারে

১৩. বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. অ
খ. আ
গ. ই
ঘ. এ

১৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার
খ. ফলা
গ. মাত্রা
ঘ. কষি

১৫. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. পাঁচটি
খ. আটটি
গ. দশটি
ঘ. এগারোটি


১৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা
খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ. দন্ত ও ওষ্ঠ
ঘ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

১৭. কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল?
ক. ন, ল, স
খ. শ, ষ, ঝ
গ. য, র, ঢ়
ঘ ম, ব, প

১৮. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক. ঙ, ঞ, ম
খ. ঃ, ং, ঁ
গ. জ, য, ৎ
ঘ. শ, ষ, স

১৯. ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?
ক. দীর্ঘ হয়
খ. বদলে যায়
গ. সংক্ষেপ হয়
ঘ. গরমিল হয়

২০. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়-
ক. হ্রস্ব হয়
খ. দীর্ঘ হয়
গ. হ্রস্ব হয় না
ঘ. দীর্ঘ হয় না

২১. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. এগারোটি
খ. পঁচিশটি
গ. চল্লিশটি
ঘ. পঞ্চাশটি

২২. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক. ঐ
খ. ঋ
গ. ঈ
ঘ. অ

২৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
ক. ই এবং উ
খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ
ঘ. আ এবং ও


২৪. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
ক. সম্মুখ ধ্বনি
খ. পশ্চাৎ ধ্বনি
গ. স্বরধ্বনি
ঘ. কেন্দ্রীয় স্বরধ্বনি

২৫. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
ক. ও
খ. অ
গ. এ
ঘ. উ

২৬. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. বিবৃত
খ. স্বাভাবিক
গ. অবিবৃত
ঘ. সংবৃত

২৭. নিচের কোন শব্দে ‘অ’ এর সংবৃত উচ্চারণ হয়েছে?
ক. তৃণ
খ. মৌন
গ. অতি/করুণ/অতুল
ঘ. অমানিশা

২৮. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
ক. বিবৃত হয়
খ. প্রকৃত হয়
গ. সংবৃত হয়
ঘ অপ্রকৃত হয়

২৯. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. শেষে
খ. মধ্যে
গ. আদিতে
ঘ. আদি-অন্তে

৩০. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক. ‘ও’ এবং ‘ই’
খ. ‘এ’ এবং ‘ই’
গ. ‘অ’ এবং ‘ই’
ঘ. ‘ক’ এবং ‘ই’

৩১. ক খ গ ঘ ঙ এর উচ্চারণ স্থান হলো-
ক. অগ্রতালু
খ. জিহ্বামূল
গ. পশ্চাৎ দন্তমূল
ঘ. অগ্র দন্তমূল

৩২. কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. ত থ দ ধ ন

৩৩. উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
ক. প ফ ব ভ ম
খ. ক খ গ ঘ ঙ
গ. চ ছ জ ঝ ঞ শ য য়
ঘ. ট ঠ ড ঢ ণ র ড় ঢ়

৩৪. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি

৩৫. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. শ্বাস ধ্বনি

৩৬. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি

৩৭. কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ক, চ
খ. খ, ছ গ
গ., জ
ঘ. ঘ, ঝ

৩৮. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
ক. য এবং স
খ. শ এবং হ
গ. ন এবং ম
ঘ. য এবং ব

৩৯. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক চ ট ত খ
খ. ছ ঠ থ গ
শ. ষ স হ ঘ
গ. ঘ ঙ চ

৪০. ‘আহ্বান’ এর প্রকৃত উচ্চারণ কোনটি?
ক. আহবান
খ. আহ্বান
গ. আওভান
ঘ. আবহান

৪১. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. ঘোষধ্বনি
খ. শিশধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নাজাত ধ্বনি

৪২. তাড়নাজাত ধ্বনি কোনটি?
ক. ব, ল
খ. র, ভ
গ. ত, খ
ঘ. ড়, ঢ়

৪৩. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. ষ + ণ
খ. ষ + ন
গ. য + ঙ
ঘ. ষ + ঞ

৪৪. ‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক. ক + ষ
খ. ষ + ক
গ. হ + ম
ঘ. ষ + ণ

৪৫. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
ক. স্পর্শ
খ. পত্তন
গ. রাষ্ট্র
ঘ. ইত্যাদি

৪৬. ‘হ্ম’ এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
ক. হ + ম
খ. ষ + হ
গ. ষ + ম
ঘ. ক + ষ

৪৭. ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?
ক. আদি স্বরাগম
খ. মধ্যস্বরাগম
গ. অন্ত্যস্বরাগম
ঘ. স্বরলোপ

৪৯. মধ্যস্বরাগম-এর অপর নাম কী?
ক. অসমীকরণ
খ. বিষমীভবন
গ. বিপ্রকর্ষ
ঘ. সমীভবন

৫০. বিপ্রকর্ষের অপর নাম কী?
ক. অন্ত্যস্বরাগম
খ. মধ্যস্বরাগম
গ. সম্প্রকর্ষ
ঘ. স্বরলোপ

৫১. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ
খ. স্বরাগম
গ. অভিশ্রুতি
ঘ. অপিনিহিতি

৫২. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
ক. পরাগত
খ. সম্প্রকর্ষ
গ. স্বরসংগতি
ঘ. অসমীকরণ

৫৩. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ
খ. সমীকরণ
গ. অন্ত্যঃস্বরলোপ
ঘ. স্বরসংগতি

৫৪. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
ক. বিলাতি > বিলিতি
খ. দেশি > দিশি
গ. বাক্য > বাইক্য
ঘ. মুলা > মুলো

৫৫. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?
ক. জানলা
খ. রতন
গ. বউদি
ঘ. শরীল

৫৬. ‘রিকসা > রিসকা’ কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি
খ. ধ্বনি বিপর্যয়
গ. বিষমীভবন
ঘ. বিপ্রকর্ষ

৫৭. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. মুড়া > মুড়ে
খ. বাকস > বাসক
গ. মোজা > মুজো
ঘ. দেশি > দিশি

৫৮. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
ক. প্রগত
খ. পরাগত
গ. মধ্যগত
ঘ. অন্যান্য

৫৯. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ. ব্যঞ্জনবিকৃতি

৬০. বিষমীভবনের উদাহরণ কোনটি?
ক. গ্রাম > গেরাম
খ. বিলাতি > বিলিত
গ. ধোবা > ধোপা
ঘ. লাল > নাল

৬১. বউদিদি > বউদি-কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জনচ্যুতি
খ. ব্যঞ্জনবিকৃতি
গ. বিষমীভবন
ঘ. সমীভবন

৬২. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
ক. নামধাতু
খ. অন্তর্হতি
গ. অভিশ্রুতি
ঘ. যোগরূঢ় শব্দ


বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় mcq

১. নিম্নের কোনটি কুল-উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে?
ক. কুহকিনী
খ. ঘোষজায়া
গ. নর্তকী
ঘ. ধাত্রী

২. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়

৩. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
ক. অতীত কালে
খ. ভবিষ্যৎ কালে
গ. বর্তমান কালে
ঘ. বর্তমান ও ভবিষ্যৎ কালে


৫. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
ক. সেবিকা
খ. গীতিকা
গ. বালিকা
ঘ. গায়িকা

৬. কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে?
ক. ননদ
খ. আয়া
গ. প্রিয়া
ঘ. শিষ্যা

৮. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. বান্ধবী
খ. বিধাত্রী
গ. কুলটা
ঘ. বিরহিণী

৯. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ?
ক. মাতুলানী
খ. অরণ্যানী
গ. ভিখারিনী
ঘ. কাঙালিনী


১০. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
বা, ‘নাটিকা’তে কী অর্থে স্ত্রী প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. সমার্থে
খ. বৃহদার্থে
গ. ক্ষুদ্রার্থে
ঘ. বিপরীতার্থে

১১. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক. মেধাবিনী
খ. মানবী
গ. সারী
ঘ. গরীয়সী

১২. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ?
ক. মধ্যম পুরুষের সাধারণ রূপ
খ. মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
গ. নাম পুরুষের সাধারণ রূপ
ঘ. নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ

১৩. কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই
খ. সাহেব
গ. কবিরাজ
ঘ. সঙ্গী


১৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সৎমা
খ. অভাগী
গ. হুজুরাইন
ঘ. চৌধুরানি

১৫. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা
খ. দাতা
গ. কবি
ঘ. বাদশা

১৬. তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত?
ক. পুরুষবাচক শব্দ
খ. সংখ্যাবাচক শব্দ
গ. ‘গোটা’ বচনবাচক শব্দ
ঘ. স্ত্রীবাচক শব্দ

১৭. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. আধুনিকা
খ. অধ্যাপিকা
গ. কলিকা
ঘ. মল্লিকা


১৮. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. কামিন
খ. কামিনী
গ. কুলিনী
ঘ. কুলিনা

২০. ‘ইনী’-স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. জেলেনী
খ. চাকরানী
গ. কাঙালিনী
ঘ. ডাক্তারনী

২১. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালা
খ. মালিকা
গ. মালীনি
ঘ. মালিনী

২২. ‘শুক’ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি?
ক. সারী
খ. সাড়ী
গ. শাড়ী
ঘ. কোনোটিই নয়

২৪. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
ক. গায়ক
খ. বিদ্বান
গ. কোকিল
ঘ. সতীন

২৫. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
ক. গুরু
খ. ঢাকী
গ. সাধু
ঘ. দাতা

২৬. নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ?
ক. পুস্তিকা
খ. মায়াবিনী
গ. রূপবতী
ঘ. বান্ধবী

২৭. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. নবীনা
খ. মালিকা
গ. কনিষ্ঠ
ঘ. বালিকা


২৮. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক. কুলটা
খ. শুভ্র
গ. চাতক
ঘ. কবিরাজ

২৯. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
ক. বচন
খ. লিঙ্গ
গ. পুরুষ
ঘ. বাচ্য

৩০. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
ক. স্ত্রীবাচক হয়
খ. পুরুষবাচক হয়
গ. নিত্য পুরুষবাচক হয়
ঘ. নিত্য স্ত্রীবাচক হয়

৩১. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না?
বা, বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে?
ক. বিশেষণ
খ. অব্যয়
গ. সর্বনাম
ঘ. বিশেষ্য

৩২. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাবে বিভক্ত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৩৩. ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক. বিশেষ নিয়মে
খ. স-বর্ণ যোগে
গ. সাধারণ নিয়মে
ঘ. নিত্য স্ত্রীবাচক

৩৫. তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. দাই
খ. সধবা
গ. বিধবা
ঘ. সৎমা

৩৬. কোন শব্দটি দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায়?
ক. নেত্রী
খ. শুদ্র
গ. গুরু
ঘ. পুস্তিকা

৩৭. ‘বেঙ্গমা’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. বেঙ্গমী
খ. বেঙ্গমানী
গ. বেঙামি
ঘ. বেঙ্গী

৩৮. কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনও কখনও অবজ্ঞার ভাব প্রকাশ পায়?
ক. আনী
খ. নী
গ. ইনী
ঘ. ঈ

৪০. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. বাঘিনী
খ. চাকরানী
গ. ভাগনী
ঘ. জেলেনী

৪১. শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে?
ক. অজ
খ. খোকা
গ. শিল্পী
ঘ. বোন

৪২. কোনটির স্ত্রীবাচক শব্দ ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়?
ক. বর
খ. নবীন
গ. নবাব
ঘ. সিংহ

৪৩. কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
ক. জেলেনী
খ. কৃষাণী
গ. চাকরানী
ঘ. সাপিনী

৪৪. সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক. ভাগনী
খ. জেলেনী
গ. কিশোরী
ঘ বাঘিনী

৪৫. সংস্কৃত ভাষায় ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. রজকি
খ. রজকী
গ. রজকিনী
ঘ. রজকাইন

৪৬. ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালিকা
খ. মালবিকা
গ. মালানী
ঘ. মালিনী

৪৭. পুরুষবাচক শব্দ কোনটি?
ক. রজকী
খ. বৈষ্ণবী
গ. মায়াবী
ঘ. শ্রোতৃ

৪৮. যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সেসব শব্দে কী হয়?
ক. তী
খ. ত্রী
গ. ত
ঘ. বতী

৪৯. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. নর-নারী
খ. বালক-বালিকা
গ. দুঃখী-দুঃখিনী
ঘ. খান-খানম

৫০. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয়? জ
ক. ইয়ানী
খ. ইয়সী
গ. ঈয়সী
ঘ. ঈয়ানী

৫১. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক. মেধাবিনী
খ. মানবী
গ. সারী
ঘ. গরিয়সী

৫২. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত?
ক. অধ্যাপক
খ. বালক
গ. নেত্রী
ঘ. ছাত্র

৫৩. কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়?
ক. হুজুর
খ. ঠাকুর
গ. রাজা
ঘ. কুমার

৫৪. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
ক. শুক
খ. দেবর
গ. খোকা
ঘ. গায়ক

৫৫. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে?
ক. খুড়ো
খ. খানম
গ. সতিন
ঘ. বন্ধু

৫৬. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. নানি
খ. দাদি
গ. শিক্ষিকা
ঘ. মামি

৫৭. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ হয়?
ক. স্ত্রীবাচক
খ. স্ত্রীবাচক হয় না
গ. বিশেষ্য স্থানীয়
ঘ. সর্বনামজাত

৫৮. ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. নিত্যলিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ

৫৯. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয় কোনটি?
ক. সতীন
খ. কুলটা
গ. বিধবা
ঘ. শিক্ষয়িত্রী

৬০. নিচের কোনটি ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ?
ক. চাকরানী
খ. ডাক্তারনী
গ. হুজুরানী
ঘ. কাঙালিনী

৬১. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. গায়িকা
খ. সেবিকা
গ. বালিকা
ঘ. মলিনা

৬২. কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়?
ক. শিক্ষক
খ. কবিরাজ
গ. সন্তান
ঘ. বন্ধু

৬৩. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক. কৃতদার
খ. জমিদার
গ. সৎ
ঘ. মহৎ

৬৪. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ?
ক. ভিখারিনী
খ. কাঙালিনী
গ. গোয়ালিনী
ঘ. নাপিতানী

৬৫. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
ক. বিশেষণে
খ. অব্যয়ে
গ. সর্বনামে
ঘ. বিশেষ্য




বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq


১. অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?
ক. অব্যয় পদ
খ. ক্রিয়াপদ
গ. সর্বনাম পদ
ঘ. অনুক্ত ক্রিয়াপদ

২. ‘শনশন বায়ু বয়’- এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি-
ক. অনুসর্গ অব্যয়
খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুকার অব্যয়
ঘ. সমুচ্চয়ী অব্যয়


৩. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?
ক. অনুকার অব্যয়
খ. বিয়োজক অব্যয়
গ. সমুচ্চয়ী অব্যয়
ঘ. সংযোজক অব্যয়

৪. ‘এ এক বিরাট সত্য’-এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্যরূপে
খ.. অব্যয়রূপে
গ. বিশেষণরূপে
ঘ. বিশেষণের বিশেষণরূপে

৫. কোনটি বিদেশি অব্যয়?
ক. শাবাশ
খ. বেশ বেশ
গ. কন কন
ঘ. অতএব

৬. চাউল, চিনি, কাঠ, পানি- এগুলো কোন ধরনের বিশেষ্য
ক. ব্যক্তিবাচক
খ. জাতিবাচক
গ. বস্তুবাচক
ঘ. সমষ্টিবাচক


৭. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. কালো কালো চেহারা
খ. কবি কবি ভাব
গ. রাশি রাশি ধান
ঘ. গরম গরম জিলাপি

৮. ‘ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’-এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. বাক্যের বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. বিশেষণীয় বিশেষণ

৯. ‘তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি-
ক. সংযোজক অব্যয়
খ. বিয়োজক অব্যয়
গ. সমুচ্চয়ী
ঘ. সংকোচন অব্যয়

১০. কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক. পর্বত
খ. মাটি
গ. মানুষ
ঘ. বহর


১১. ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’- এখানে অনন্বয়ী অব্যয়ে কী ভাব প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা
খ. উচ্ছ্বাস
গ. বিরক্তি
ঘ. সম্মতি

১২. নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ?
ক. আবার, আর
খ. যদি, তথা
গ. খুব, খাসা
ঘ. কুহু, ঘেউ

১৩. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’- ‘নিশীথ’ কোন পদ?
ক. ক্রিয়া
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. ক্রিয়া বিশেষণ

১৪. কোনটি ভাববাচক বিশেষণ?
ক. শয়ন/গমন
খ. লবণ
গ. যৌবন
ঘ. বিশ্বনবী


১৫. ‘করুণাময় তুমি’- এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ?
ক. বিশেষ্যর বিশেষণ
খ. বাক্যের বিশেষণ
গ. সর্বনামের বিশেষণ
ঘ. ক্রিয়া বিশেষণ

১৬. যেকোনো বিশেষ্য পদ কোন পুরুষ?
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. মধ্যম ও নাম পুরুষ
ঘ. নাম পুরুষ

১৭. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. গরু
খ. সমিতি
গ. বীরত্ব
ঘ. গীতাঞ্জলি

১৮. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. মাইকেল
খ. লন্ডন
গ. তারল্য
ঘ. দর্শন

১৯. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ-এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক. গুণবাচক
খ. রূপবাচক
গ. ভাববাচক
ঘ. অবস্থাবাচক

২০. ‘ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে’- ‘ভেউ ভেউ’ কোন জাতীয় অব্যয়?
ক. প্রশ্নবোধক
খ. উপসর্গ
গ. অনুকার
ঘ. সম্বোধনবাচক

২১. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়-এর উদাহরণ?
ক. যত গর্জে তত বর্ষে না
খ. মরি মরি, কি সুন্দর
গ. প্রভাতে রূপ
ঘ. অতি ভক্তি চোরের লক্ষণ

২২. ‘স্বর্ণময় পাত্র’- এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
ক. রূপবাচক
খ. গুণবাচক
গ. অবস্থাবাচক
ঘ. উপাদানবাচক


২৩. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. ভোজন/গমন
খ. চিনি
গ. সৌরভ
ঘ. জনতা

২৪. ‘আপন ভালো সবাই চায়’- বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
ক. বিশেষণ
খ. বিশেষ্য
গ. সর্বনাম
ঘ. অব্যয়

২৫. কোনটি জাতিবাচক বিশেষ্য?
ক. পর্বত
খ. মাটি
গ. জনতা
ঘ. বহর

২৬. বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. বহর
খ. গমন
গ. চিনি
ঘ. সুখ

২৭. নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ-
ক. হিমালয়
খ. জনতা
গ. মানুষ
ঘ. তারুণ্য

২৮. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
ক. অতি ভক্তি চোরের লক্ষণ
খ. যত গর্জে তত বর্ষে না
গ. ওদিকে আর যাব না
ঘ. এত চেষ্টাতেও হলো না

২৯. ‘যে’ কোন শ্রেণির সর্বনাম শব্দ?
ক. সংযোগজ্ঞাপক
খ. সামীপ্যবাচক
গ. অনির্দিষ্টতাজ্ঞাপক
ঘ. ব্যতিহারিক

৩০. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য
ক. সমিতি
খ. দর্শন
গ. বিশ্বনবী
ঘ. বীর্য

৩১. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?
ক. যে, তারা, তা
খ. তিনি, তা, কারা
গ. তাঁরা, তাঁদের, তিনি
ঘ. তুই, তোরা, তারা

৩২. সমিতি, ঝাঁজ, বহন কোন পদের উদাহরণ?
ক. গুণবাচক বিশেষ্য
খ. নাম বিশেষণ
গ. ভাব বিশেষণ
ঘ. সমষ্টিবাচক বিশেষ্য

৩৩. ‘যথা ধর্ম তথা জয়’- এটি কোন অব্যয়ের উদাহরণ?
ক. নিত্য সম্বন্ধীয় অব্যয়
খ. অনুকার অব্যয়
গ. বাক্যালংকার অব্যয়
ঘ. বিয়োজন অব্যয়

৩৪. কোনটি গুণবাচক বিশেষ্য-
ক. সৌন্দর্য
খ. দর্শন
গ. লবণ
ঘ. ভোজন

৩৫. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’- এখানে ‘হে দারিদ্র্য’ কোন ধরনের অনন্বয়ী অব্যয়?
ক. উচ্ছ্বাস প্রকাশক অব্যয়
খ. সমর্থনসূচক অব্যয়
গ. সম্বোধনবাচক অব্যয়
ঘ. বাক্যালংকার অব্যয়

৩৬. অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত?
ক. পদান্বয়ী অব্যয়
খ. অনুকার অব্যয়
গ. অনন্বয়ী অব্যয়
ঘ. নিত্য সম্বন্ধীয় অব্যয়

৩৭. কোন কোন পদের পুরুষ আছে?
ক. বিশেষ্য, সর্বনাম ও অব্যয়
খ. বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
গ. বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
ঘ. বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া

৩৮. বিশেষ্য পদ কত প্রকার?
ক. ছয়
খ. পাঁচ
গ. সাত
ঘ. চার

৩৯. ‘যেমন কর্ম তেমন ফল’- বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক. নিত্য সম্বন্ধীয়
খ. অনুকার
গ. অনন্বয়ী
ঘ. বাক্যালংকার

৪০. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?
ক. সবুজ শস্য
খ. নিপুণ কারিগর
গ. প্রথমা কন্যা
ঘ. কবেকার কথা

৪১. নবম শ্রেণি, প্রথমা কন্যা- এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ?
ক. ক্রমবাচক
খ. সমষ্টিবাচক
গ. পরিমাণবাচক
ঘ. সংখ্যাবাচক

৪২. সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?
ক. সব, সকল, তাবৎ
খ. ইরা, ইহারা, ইনি
গ. ঐ, ঐসব, সব
ঘ. নিজে, খোদ, অপনি

৪৩. অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
ক এবং, ও, আর
খ কিংবা, অথবা, নতুবা
গ যে, যদি, যেন
ঘ কিন্তু, পরন্ত, অথচ

৪৪. এবং, ও, আর অব্যয়গুলোর নাম কী
ক. সমুচ্চয়ী অব্যয়
খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুকার অব্যয়
ঘ. অনুসর্গ অব্যয়

৪৫. ‘হাসেম কিংবা কাসেম এর জন্যে দায়ী- এখানে ‘কিংবা’ কোন অব্যয়?
ক. সমুচ্চয়ী অব্যয়
খ. সংযোজক অব্যয়
গ. বিয়োজক অব্যয়
ঘ. সংকোচক অব্যয়

৪৬. ‘গীতাঞ্জলি’, ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?
বা, সোনার তরী, বিষের বাঁশি, নক্সী কাঁথার মাঠ- এগুলো কোন শ্রেণির বিশেষ্য?
ক. সংজ্ঞাবাচক
খ. গুণবাচক
গ. বস্তুবাচক
ঘ. সমষ্টিবাচক

৪৭. কোনটি রূপবাচক নাম বিশেষণ?
ক. ঠাণ্ডা হাওয়া
খ. সবুজ পাতা
গ. মাটির থালা
ঘ. ভরা নদী

৪৮. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. সৌন্দর্য
খ. রাত্রি
গ. গম্ভীর
ঘ. শয়ন

৪৯. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
ক. নাম বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. সমাসসিদ্ধ বিশেষণ
ঘ. উপসর্গযুক্ত বিশেষণ

৫০. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
ক. মেটে কলসি
খ. হাজার টনী জাহাজ
গ. দক্ষ কারিগর
ঘ. সিকিপথ

৫১. ‘তাকেও আসতে বলেছি’- এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সম্ভাবনায়
খ. স্বীকৃতি জ্ঞাপনে
গ. সংযোগ অর্থে
ঘ. হতাশা অর্থে

৫২. কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
ক. বাঃ কী সুন্দর পাখি
খ. বেলা যে পড়ে এল
গ. ঝমঝম করে বৃষ্টি নামল
ঘ. যত গর্জে তত বর্ষে না

৫৩. পদ কয় প্রকার?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত

৫৪. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য- কোন পদ?
ক. বিশেষ্য পদ
খ. অব্যয় পদ
গ. ক্রিয়াপদ
ঘ. বিশেষণ পদ

৫৫. নিচের কোনটি বিশেষ্য পদ?
ক. রূপবান
খ. নিখুঁত
গ. মঙ্গলগ্রহ
ঘ. কিংবা

৫৬. পদ্মা, মেঘনা, যমুনা- কোন বিশেষ্য?
ক. সংজ্ঞাবাচক বিশেষ্য
খ. বস্তুবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য
ঘ. ভাববাচক বিশেষ্য

৫৭. কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান?
ক. লোহার শরীর
খ. বাটির দুধ
গ. রুপার থালা
ঘ. গাছের ফল

৫৮. ‘সমিতি’ কোন বিশেষ্যের উদাহরণ?
ক. নামবাচক বিশেষ্য
খ. জাতিবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য
ঘ. গুণবাচক বিশেষ্য

৫৯. ‘রূপবাচক‘ বিশেষণ কোনটি চিহ্নিত কর?
ক. ঠাণ্ডা হওয়া
খ. কালোমেঘ
গ. মেটে কলসি
ঘ. কেমন অবস্থা

৬০. কোনটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ?
ক. রোগা ছেলেটি
খ. সত্তর পৃষ্ঠা
গ. মেটে কলসি
ঘ. কেমন অবস্থা

৬১. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
ক. হাজার টনি জাহাজ
খ. মেটে কলসি
গ. দক্ষ কারিগর
ঘ. সিকিপথ

৬২. উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি?
ক. ঠাণ্ডা হাওয়া
খ. আচ্ছা মানুষ
গ. নির্জলা মিথ্যা
ঘ. সুন্দর সকাল



বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় mcq

১. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
ক. ঘোড়ার গাড়ি
খ. শবদাহ
গ. ঘোটকের গাড়ি
ঘ. মড়াপোড়া

২. ‘নষ্ট হওয়া স্বভাব যার’- এককথায় কী হবে?
ক. অবিনশ্বর
খ. নষ্টস্বভাব
গ. নশ্বর
ঘ. বিনষ্ট

৩. ‘যা পূর্বে দেখা যায় নি’- এককথায় কী হবে?
ক. অদৃষ্ট
খ. দৃষ্টপূর্ব
গ. অপূর্ব
ঘ. অদৃষ্টপূর্ব


৪. ‘বিশ্বজনের মধ্যে হিতকর’- এককথায় কী হবে?
ক. বিশ্বজনীন
খ. বিশ্বজনিন
গ. বিখ্যাত
ঘ. বনস্পতি

৫. সরল উদ্দেশ্য কাকে বলে?
ক. পদক্রম অনুসারী কর্তৃপদকে
খ. একবচন সংবলিত কর্তৃপদকে
গ. একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে ঘ সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে

৬. ভাষার মূল উপকরণ কী?
ক. ধ্বনি
খ. বাক্য
গ. শব্দ
ঘ. বর্ণ

৭. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
ক. গুরুচণ্ডালী
খ. আকাক্সক্ষার ভুল প্রয়োগ
গ. উপমার প্রয়োগ ভুল
ঘ. দুর্বোধ্যতা


৮. ‘যা বলা যায় না’- এককথায় কী হবে?
বা, ‘যা বলার যোগ্য নয়’- তাকে এককথায় কী বলে
ক. অকথ্য
খ. অব্যক্ত
গ. অনুক্ত
ঘ. দুর্বাচ্য

৯. ‘যার কোথাও উঁচু কোথাও নীচু’-এর সংকুচিত পদ কোনটি?
ক. বন্ধুর
খ. উঁচু-নীচু
গ. বন্দুর
ঘ. অসমতল

১০. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- তাঁকে এককথায় কী বলা হয়?
ক. ইতিহাসবেত্তা
খ. ঐতিহাসিক
গ. ইতিহাস স্রষ্টা
ঘ. ইতিহাস রচয়িতা

১১. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’- এককথায় কী বলে?
ক. অবিমৃশ্যকারী
খ. অচিন্ত্য
গ. অপরিণামদর্শী
ঘ. অবিসংবাদী


১২. ‘হনন করার ইচ্ছা’কে- এ কথায় কী বলে?
ক. জিঘাংসা
খ. জিগীষা
গ. দিদৃক্ষা
ঘ. জুগুন্সা

১৩. ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকে নি’- এটা কোন বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. সাধারণ বাক্য
গ. মিশ্র্য বাক্য
ঘ. সরল বাক্য

১৪. ‘সকল আলেমগণ আজ উপস্থিত’- বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. গুরুচচণ্ডালী দোষে
খ. দুর্বোধ্যতা দোষে
গ. বিদেশি শব্দ দোষে
ঘ. বাহুল্য দোষে

১৫. ‘যা বার বার দুলছে’- এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক দুল্যমান খ দোদুল্যমান
গ দোলায়মান ঘ ঝুলন্ত


১৬. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
ক. আসত্তি, যোগ্যতা ও আকাক্সক্ষা
খ. আকাক্সক্ষা ও আসত্তি, বাকবিধি ও যোগ্যতা
গ. আসত্তি ও যোগ্যতা
ঘ. আকাক্সক্ষা ও আসত্তি

১৭. বাক্যের মৌলিক উপাদান কী?
ক. যোগ্যতা
খ. আসত্তি
গ. আকাক্সক্ষা
ঘ. শব্দ

১৮. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’- এর এককথায় প্রকাশ কোনটি?
ক. অনিবার্য
খ. দুর্নিবার
গ. দুর্দমনীয়
ঘ. রোরুদ্যমান

১৯. ‘যার উপস্থিত বুদ্ধি আছে’- বাক্যের এককথায় প্রকাশ কোনটি?
ক. প্রত্যুৎপন্নমতি
খ. প্রতুৎপন্নমতি
গ. বুদ্ধিমতি
ঘ. বুদ্ধিমান

২০. ‘যা বলা হয় নি’- এককথায় কী হবে?
ক. না কথা
খ. অনুক্ত
গ. নির্বাক
ঘ. মুক

২১. ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’- তাকে এককথায় কী বলে?
ক. উরগ
খ. ক্ষণপ্রভা
গ. অনুসূয়া
ঘ. অনুচ্চার্য

২২. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি’- উদাহরণটি কোন বাক্যের?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. সংযুক্ত বাক্য

২৩. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’- এটা কোন বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. সরল বাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্র বাক্য


২৪. বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
ক. আসত্তি
খ. আকাক্সক্ষা
গ. পূর্ণতা
ঘ. যোগ্যতা

২৫. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. মিশ্র বাক্য

২৬. বাক্যের একক কী?
ক. উক্তি
খ. বিভক্তি
গ. উপসর্গ
ঘ. শব্দ

২৭. আকাক্সক্ষা, আসত্তি, যোগ্যতা- বাক্যের কী?
ক. অংশ
খ. বৈশিষ্ট্য
গ. গুণ
ঘ. প্রকারভেদ

২৮. ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল’- বাক্যটিতে কোন দোষ আছে?
ক. বাগ্ধারার দোষ
খ. গুরুচণ্ডালী দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. বাহুল্য দোষ

২৯. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্র বাক্য

৩০. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে-
বা, বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
ক আকাক্সক্ষা
খ যোগ্যতা
গ আসত্তি
ঘ অর্থসংগতি

৩১. বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাক্সক্ষা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. ইচ্ছা

৩২. ‘ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’- এককথায় প্রকাশ কোনটি?
ক. জিতেন্দ্রিয়
খ. ইন্দ্রজিত
গ. জীবন্মৃত
ঘ. কৃতদার

৩৩. ‘মৃতের মতো অবস্থা যার’- এক কথায় কী হবে?
ক. মুর্মূষু
খ. মুমূর্ষু
গ. মৃতবৎ
ঘ. মৃতপ্রায়

৩৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’- তাকে এককথায় কী বলে?
ক. মনোযোগী
খ. মেধাবী
গ. শ্রুতিধর
ঘ. স্মৃতিবান

৩৫. ‘যে ব্যক্তির দুহাত সমান চলে’- তাকে কী বলে?
ক দোহাতী
খ কুশাল
গ সব্যসাচী
ঘ দ্বিজ

৩৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’- এক কথায় কী হবে?
ক. অনূঢ়া
খ. কুমারী
গ. নির্বাক
ঘ. অবীরা

৩৭. ‘যা চেটে খেতে হয়’-এর বাক্য সংকোচন কী?
ক. লেহ্য
খ. লেহ
গ. চূষ্য
ঘ. চকলেট

৩৮. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’-এর সংক্ষেপণ কী হবে?
ক. সর্বংসহা
খ. সর্বসহ্যকারী
গ. সহনশীল
ঘ. সহ্যশীল

৩৯. ‘যে উপকারীর অপকার করে’- তাকে এককথায় কী বলে?
ক. অকৃতজ্ঞ
খ. কৃতজ্ঞ
গ. কৃতঘ্ন
ঘ. পাপী

৪০. ‘সকল আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন’- এটি কোন দোষ সৃষ্টি করেছে?
ক. বাহুল্য দোষ
খ. দুর্বোধ্যতা
গ. অতিশায়ন
ঘ. ভুল উপমা

৪১. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’- এটা কোন ধরনের বাক্য?
ক. জটিল
খ. সরল
গ. যৌগিক
ঘ. বিযুক্ত বাক্য

৪২. ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’- বাক্যের সংকোচন কোনটি?
ক. অসাধারণ
খ. অনন্য সাধারণ
গ. অদৃষ্টপূর্ব
ঘ. দুর্লভ

৪৩. কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন?
ক. কদম ফুলের নাম কদম্ব
খ. বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়
গ. তুমি কি আশ্চর্য
ঘ. সূর্যের বালু ঘড়ি

৪৪. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?
ক. বাহুল্য
খ. যোগ্যতা
গ. আকাক্সক্ষা
ঘ. আসত্তি

৪৫. “তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম”- বাক্যটিতে কোন গুণের অভাব আছে?
ক আসত্তি খ আকাক্সক্ষা
গ যোগ্যতা
ঘ শৃঙ্খলা

৪৬. কোনটি ভুল বাক্য?
ক. সব মানুষই মরণশীল
খ. মানুষ মরণশীল
গ. মানুষেরা মরণশীল
ঘ. সকল মানুষেরাই মরণশীল

৪৭. কোনটির যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়?
ক. পদের
খ. বাক্যের
গ. বাগধারার
ঘ. সমার্থক শব্দের

৪৮. শ্মশানযাত্রীরা মড়া দাহ করে ঘরে ফিরছেন। বাক্যটি-
ক. যোগ্যতা গুণসম্পন্ন
খ. বাহুল্য দোষে দুষ্ট
গ. দুর্বোধ্য
ঘ. গুরুচণ্ডালী দোষে দুষ্ট

৪৯. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
ক. ঘোড়ার গাড়ি
খ. শবদাহ
গ. মরাপোড়া
ঘ. ঘোটকের গাড়ি

৫০. বাক্যে দুটি অংশ থাকে- এ দুটি কী?
ক. ক্রিয়া ও কর্ম
খ. কর্তা ও কর্ম
গ. উদ্দেশ্য ও বিধেয়
ঘ. বিশেষ্য ও বিশেষণ

৫১. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার

৫২. অমিতের ভাই এসেছে- বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
ক. বিশেষণ সহযোগে
খ. সমার্থক বাক্যাংশ সহযোগে
গ. সম্বন্ধ পদ সহযোগে
ঘ. অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে

৫৩. “হাসিমের ভাই এসেছে।”- এ বাক্যে ‘হাসিমের’ পদটি কিসের সম্প্রসারক?
ক. ক্রিয়ার সম্প্রসারক
খ. বিধেয়ের সম্প্রসারক
গ. বিশেষণের সম্প্রসারক
ঘ. উদ্দেশ্যের সম্প্রসারক

৫৪. “যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে”- বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
ক. সমার্থক বাক্যাংশ যোগে
খ. ক্রিয়া বিশেষণ যোগে
গ. বিশেষণ যোগে
ঘ. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

৫৫. ‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’-বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. কর্মী খ কর্মঠ
গ. পরিশ্রমী
ঘ. কর্মপটু

৫৬. ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এককথায় কী বলে?
ক. দুর্গম
খ. বিপদসংকুল
গ. অরণ্যজনপদ
ঘ. শ্বাপদসংকুল

৫৭. বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. পাঁচটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. ছয়টি

৫৮. ‘চাটুকার পরিবৃত হয়েই বড় সাহেব থাকেন’- এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে কীভাবে?
ক. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
খ. অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে
গ. বিশেষণ যোগে
ঘ. সমার্থক বাক্যাংশ যোগে

৫৯. কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে?
ক. ঘোড়া দ্রুত চলে
খ. ইনি আমার ভাই
গ. তোমাকে যেতে হবে
ঘ. কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে

৬০. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার

৬১. যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ড বাক্য

৬২. কোনটি সরল বাক্যের উদাহরণ?
ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
খ. পুকুরে পদ্মফুল ফুটে
গ. যে ভিক্ষা চায়, তাকে দান করো
ঘ. উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না

৬৩. “রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল”- বাক্যটি গঠন অনুসারে-
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. আশ্রিত খণ্ডবাক্য

৬৪. সরল বাক্য কোনটি?
ক. যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ
খ. বঙ্গবন্ধু তাঁর তেজোদীপ্ত ভাষণে জাতিকে স্বাধীনতার পথ দেখালেন
গ. যদি বিপদ আসে, তাহলেও আমি এই মহৎ সংকল্প থেকে পেছাব না
ঘ. মুক্তিসেনারা পাকসেনাদের ওপর চূড়ান্ত আঘাত হানলেন এবং স্বাধীনতা ছিনিয়ে আনলেন
















Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form