অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (IRD) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (IRD) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ 


বাংলা অংশের সমাধানঃ 

 

১. অর্থসহ বাক্য রচনা করুন: 

(ক) শরতের শিশির = সুসময়ে বন্ধু [সরকারি দলে শরতের শিশিরের অভাব নেই]  

(খ) ধর্মের ষাড় = অকর্মণ্য [সমাজে ধর্মের ষাড়ের কোন মূল্যায়ন নেই]  

(গ) ঢাকের কাঠি = তোষামুদে [অফিসে ঢাকের কাঠি দিয়ে ভরে গেছে] 

২. এক কথায় প্রকাশ করুন:

 (ক) যা অধ্যয়ন করা হয়েছে = অধীত 

(খ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা

(গ) ডালিমের কুঁড়ি = আনারকলি 

 

৩. সন্ধি বিচ্ছেদ করুন:  

বাগাড়ম্বর  = বাক্‌ + আড়ম্বর

পরম্পর = পর + পর


প্রাতরাশ = প্রাতঃ+আশ

পরীক্ষা = পরি+ঈক্ষা

 

ইংরেজি অংশের সমাধানঃ  

 

৪. Fill in the blanks.  

(a) Holidays are essential— our lives. = to 

 (b) We should obey– laws of our country. = the

(c) He does not know — swim. = how to 

 

৫. ইংরেজিতে অনুবাদ করুন:

 (ক) এখন তিনটা বেজে বিশ মিনিট =  -It is twenty minutes past three. 

(খ) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। = It’s been raining on and off since the morning.

 

৬. Write a paragraph on “Padma Bridge” 

The Padma Multipurpose Bridge is the longest bridge in Bangladesh. On June 25, 2022, Prime Minister Sheikh Hasina inaugurated the largest infrastructure in the country. The bridge is mainly constructed with steel and concrete. This great Padma Bridge was actually a dream of the people of Bangladesh. Ultimately, Bangladesh successfully implemented this biggest project without any foreign investment. Bangladesh spent over 30,000 crores to build this longest construction. The length of the main bridge is 6.15 km and the width is 16.10 m. The bridge connects Mawa in Munshiganj district to Jajira in Shariatpur district. It has two layers a four-lane road at the top and a railway at the bottom. The bridge will also be used for gas, power lines, and fiber optic cable expansion in the future. The Padma Bridge will surely have a significant contribution to the social, economic, and industrial development of the southern part of Bangladesh. The bridge will play playing an important role not only in the country but also in the regional connectivity of Asia and Southeast Asia. The Padma bridge will connect the southwest region of the country with the capital and eastern part. So, regional cooperation and transportation management will be improved. Experts say that it will play an important role in the economic sector of Bangladesh.

 

গণিত অংশের সমাধানঃ  

৭. দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লােক একটি কাজ ৭ দিনে করতে পারে । দৈনিক কত ঘন্টা।

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs  EXam Alert 

পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে? 

উত্তরঃ ৫ ঘন্টা 


৮. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১.৫ মিটার এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? 

উত্তরঃ ৩ ঘন মিটার 

৯. একজন ক্ষুদ্র ব্যবসায়ী ৫৬০০ টাকা বিনিয়ােগ করে ১ বছর পর কিছু টাকার উপর ৫% এবং অবশিষ্ট  টাকার উপর ৪% লাভ করলেন। মােট ২৫৬ টাকা লাভ করলে, তিনি কত টাকার উপর ৫% লাভ করলেন?  

উত্তরঃ ৩২০০ টাকা 


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১০. সংক্ষেপে উত্তর দিন:

(ক) বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচী কবে ঘােষণা করেন?  

উত্তরঃ ১৯৬৬ সালের ৫  ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে “৬ দফা দাবি” পেশ করেন 

(খ) সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার।

উত্তরঃ ২৮২৪ ডলার

(গ) মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব কি কি?  

উত্তরঃ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম,  বীর বিক্রম, বীর প্রতীক 

(ঘ) বিশ্বে কোথায় প্রথম Covid-19 ভাইরাস সনাক্ত হয়?

উত্তরঃ চীনের উহান শহরে 

(ঙ) বাংলাদেশের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?

উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট 




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form