(PDF) জুন মাসে অনুষ্ঠিত ১১ টি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ডাউনলোড করে নিন ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত ১১ টি লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF ফাইল
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা চলতি বছরের শেষে আয়োজনের পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি বছরের নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান।
জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছর ১৫ ও ১৬ মে ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও ৭ এবং ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সে বছরের ২৬ এপ্রিল প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার স্থগিত করা হয়। এরপর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হয়নি। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হওয়ায় অপেক্ষায় আছেন ১২ লাখেরও বেশি প্রার্থী।
এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিস্টেম এনালিস্ট না থাকায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি নেয়া যাচ্ছিলো না। আর ছিল জায়গার সংকট। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সে সমস্যাগুলো কেটেছে। সিস্টেম এনালিস্ট না পেলেও একজন অ্যাসিসটেন্ট প্রোগ্রামার পেয়েছে এনটিআরসিএ। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, অ্যাসিসটেন্ট প্রোগ্রামারকে দিয়েই প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
একটি সূত্র আমাদের জানায়, এ পরীক্ষার প্রশ্ন মুদ্রণের প্রস্তুতি শুরু হচ্ছে। এ নিয়ে চলতি সপ্তাহেই একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ সভায় এসব বিষয়ে আলোচনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার বিকেলে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, চলতি বছরের শেষে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছি। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। পরীক্ষা নিয়ে শিগগিরই আমরা সভা করবো।
সিস্টেম এনালিস্ট নিয়োগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, সিস্টেম এনালিস্ট না পেলেও আমরা একজন অ্যাসিসটেন্ট প্রোগ্রামার পেয়েছি। তার সহায়তায় নিয়েই পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সেভাবেই এগোচ্ছে এনটিআরসিএ।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আরও বলেন, প্রশ্নপত্র মুদ্রণ নিয়ে আমাদের একটি সভা এ সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে আলোচনা হতে পারে।
আগামী নভেম্বর মাসের শুরুতে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ পরীক্ষার জন্য শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার পরিকল্পনা বদলাতে পারে কী-না জানতে চাইলে মো. এনামুল কাদের খান আরও বলেন, সে জটিলতা যাতে না হয় সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার জন্য কেন্দ্রগুলোর কাছে সেভাবেই সময় চাওয়া হবে।