ফেমিকন খাওয়ার নিয়ম 2022-23
অনেক মেয়েরা আছে যারা নতুন বিবাহ করেছে বা অনেকেই যানেন না ফেমিকন কি?তার উপকারীতা কি অপকারিতা কি?
ফেমিকন কিভাবে খায় তার নিয়ম ও জানেনা।
আমি আজ শুধু ফেমিকন খাওয়ার নিয়ম টা তুলে ধরলাম।
ফেমিকন খাওয়ার নিয়মঃ
মাসিক শুরু প্রথম বা দ্বিতীয় দিন থেকে শুরু করে টানা ২১ দিন পর্যন্ত সাদা টেবলেট একটি করে প্রতিদিন খেতে হবে।এরপর ২২ তম দিন থেকে লাল বা খোয়েরি টেবলেট প্রতিদিন একটি করে ৭ দিন খেতে হবে। সাতটি টেবলেট খাওয়া শেষ হলে ২/৩ দিন পর মাসিক স্রাব শুরু হবে।
এরপর আবার মাসিক শুরুর দ্বিতীয় দিন থেকে আরেকটি পাতা সাদা টেবলেট খাওয়া শুরু করতে হবে।
এভাবে প্রতি মাসে একটি করে পাতা (মোট ২৮ টি পিল) খেতে হবে।
অর্থাৎ যতদিন ধরে বাচ্চা নিতে না চান,ততদিন ধরে ফেমিকন খাওয়া এভাবে চালিয়ে যেতে হবে।সহবাস করলেও প্রতিদিন একটা করে টেবলেট খেয়ে যেতে হবে।আবার সহবাস না করলেও প্রতিদিন একটা করে টেবলেট খেয়ে যেতে হবে প্রতি রাতে।
কোন কারনে যদি এক দিন পিল খেতে ভুলে যান তাহলে পরের দিন এক সাথে ২ টা টেবলেট খেয়ে নিবেন।
আপনে যতদি৷ বাচ্চা না নিবেন ততদিন ফেমিকন খেয়ে যেতে হবে।এতে কোন সমস্যা হবে না।।
কনডম ছাড়া সহবাস করতে চাইলে ফেমিকন খাওয়ার নিয়ম কি? যেদিন সহবাস করব সেদিন থেকেই ফেমিকন খেলে হবে?
প্রথমত আপনাকে জানতে হবে আপনি কোন ধরনের পিল খেতে চাচ্ছেন? পিল এর অনেকগুলো ক্যাটাগরির রয়েছে। কিছু পিল আছে যা আপনাকে ডেইলি প্রটেকশন দেয় ,আবার কিছু পিল রয়েছে যেগুলো আপনাকে মান্থলি অথবা ইয়ারলি প্রোটেকশন দিতে পারে। পিল সম্পর্কে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ডক্টরের পরামর্শ নেবেন ।এতে করে তিনি আপনাকে ভালো করে বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন এবং আপনার সমস্যার সলুশন দিতে পারবেন।
Tags
Health Tips