পোস্টমাস্টার (PMGSCK) জেনারেলের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
বাংলা অংশের সমাধানঃ
১। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তরঃ ১১ টি
২। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তরঃ রাজা রামমোহন রায়
৩। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে? উত্তরঃ বড়ু চণ্ডীদাস
৪। ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ জন + এক
৫। নিচের কোন শব্দটি ফারসি? উত্তরঃ পেরেশান
৬। নিচের উপসর্গ কোনটি? উত্তরঃ অতি
৭। ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ – এখানে ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ উপহাস অর্থে
৮। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরঃ ধ্বনি
৯। ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন? উত্তরঃ প্রমথ চৌধুরী
১০। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? উত্তরঃ সভাপতি
১১। নিচের কোন শব্দটি শুদ্ধ? উত্তরঃ ত্রিভুজ
১২। ‘ঘোড়া গাড়ি টানে’ কোন কারক? উত্তরঃ কর্মকারক
১৩। ‘যিনি বক্তৃতা দানে পটু’ – এককথায় কী বলে? উত্তরঃ বাগ্মী
১৪। ‘মজুর’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ মজুরনী
১৫। বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার
১৬। কোনটি দেশি শব্দ? উত্তরঃ ঢেঁকি
১৭। ‘তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে? উত্তরঃ পর্তুগিজ
১৮। শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ দুরবস্থা
১৯। ‘চপল’ এর বিপরীতার্থক শব্দ কি? উত্তরঃ গম্ভীর
২০। ‘মাথায়’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ মাথা + এ
২১। “তিনি বললেন যে, বইটা তার দরকার”- বাক্যটি কিসের উদাহরণ? উত্তরঃ পরোক্ষ উক্তি
২২। ‘কাষ্ট হাসি’ বাগধারার অর্থ হলো? উত্তরঃ শুকনো হাসি
২৩। ‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা? উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
২৪। সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে? উত্তরঃ তুরস্ক [ নতুন নাম তুর্কিয়ে (Turkiye)]
২৫। পদ্মা সেতুর প্রস্থ কোনটি? উত্তরঃ ১৮.১০ মিটার
২৬। বাংলাদেশের কোন নাগরিক সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন? উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান
২৭। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে সকল স্থানে প্রচার হয়েছিল? উত্তরঃ ইপিআর
২৮। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উত্তরঃ যশোর
২৯। ‘By Air Mail’ কথাটি খামের উপর কখন লিখতে হয়? উত্তরঃ বিদেশে চিঠি পাঠাতে
৩০। ‘দ্য গল’ কোন দেশের প্রাচীন নাম? উত্তরঃ ফ্রান্স
৩১। আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ? উত্তরঃ রাশিয়া
৩২। পৃথিবীতে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশে? উত্তরঃ চীন
৩৩। ‘গাদ্দাফী স্টেডিয়াম’ কোন দেশে অবস্থিত? উত্তরঃ পাকিস্তান
৩৪। স্পেন- এর রাজধানীর নাম কী? উত্তরঃ মাদ্রিদ
ইংরেজি অংশের সমাধানঃ
৩৫। Which sentence is correct? উত্তরঃ This is he speaking.
৩৬। Where there is a will, there is …. শূন্যস্থানে কি হবে? উত্তরঃ a way
৩৭। ‘সুইচ বন্ধ করা’- এর ইংরেজি কি হবে? উত্তরঃ Turn off the Switch.
৩৮। ‘দাড়ানো’ এর ইংরেজি কি হবে? উত্তরঃ Get up
৩৯। What is the meaning of ‘Hard and Fast’? উত্তরঃ বাঁধাধরা
৪০। Which one is the correct sentence? উত্তরঃ Paper is made from wood.
৪১। We sat … teacher. শূন্যস্থানে কি হবে? উত্তরঃ beside
৪২। Razu … here yesterday. উত্তরঃ came
৪৩। My birthday is …. February. উত্তরঃ in
৪৪। What is the noun of ‘Remove’ উত্তরঃ Removal
৪৫। আমার বন্ধু নাই বললেই চলে- ইংরেজিতে শুদ্ধ অনুবাদ কোনটি? উত্তরঃ I have few friends.
৪৬। What is the time …. Your watch. উত্তরঃ by
৪৭। Choose the correct one? উত্তরঃ He is not only intelligent but also creative.
৪৮। We gave …. A meal. উত্তরঃ the visitors
৪৯। “Climate” হলো? উত্তরঃ জলবায়ু
৫০। Change the voice: “Please keep quiet: উত্তরঃ You are requested to keep quiet.
৫১। If you wanted, I ….. You. উত্তরঃ would help
৫২। ‘মঞ্জুর করা’ এর ইংরেজি কোনটি? উত্তরঃ Grant
৫৩। Parcel এর অর্থ কি? উত্তরঃ Piece of Land
৫৪। He is taller — two. শূণ্যস্থানে কি হবে? উত্তরঃ of the
৫৫। The synonym of ‘Energetic’ is- উত্তরঃ Sprightly
৫৬। I will be here — next week. শূণ্যস্থানে কি হবে? উত্তরঃ until
৫৭। Complete the sentence- “Call — a doctor, we need” উত্তরঃ on
গণিত অংশের সমাধানঃ
৫৮। ৪৫০ টাকায় বার্ষিক ৬% সুদে কত বছরে সুদ আসলে ৫৫৮ টাকা হবে? উত্তরঃ ৪ বছরে
৫৯। .১ X .০১ X .০০১ =? উত্তরঃ .০০০০০১
৬০। দুইটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গসাগু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত? উত্তরঃ ১২
৬১। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? উত্তরঃ √3a^2/4
৬২। টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৫০%
৬৩। ১ হতে ৩০ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? উত্তরঃ ১০টি
৬৪। a + b = 5 এবং a – b = 3 হলে ab এর মান কত? উত্তরঃ 4
৬৫। দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটোর লসাগু ৯৬ হলে গসাগু কত? উত্তরঃ ১৬
৬৬। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে? উত্তরঃ ২৫ টাকা
৬৭। x + y -1 = 0, x – y +1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি? উত্তরঃ সমকোণী
৬৮। ৬৪ কিলোমিটার বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণের পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে? উত্তরঃ ৫৬
৬৯। কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান? উত্তরঃ ২২৪
৭০। (2 + x) + 3 = 3 (x + 2) হলে x এর মান কত? উত্তরঃ -1/2
৭১। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? উত্তরঃ ১০%
৭২। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? উত্তরঃ ৫%
৭৩। x + y = 12 এবং x – y = 2 হলে xy এর মান কত? উত্তরঃ 35
৭৪। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? উত্তরঃ ৩৩ বছর
৭৫. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে—-? উত্তরঃ ৬ ঘণ্টা
৭৬. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৫০%
৭৭. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? উত্তরঃ ৩৬
৭৮. একটি পঞ্চভুজের সমষ্টি? উত্তরঃ ৬ সমকোণ
৭৯. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? উত্তরঃ ৮
৮০. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত? উত্তরঃ ৪
Tags
Job Solution