Ma Niye Kobita | Kobita Gorbini Ma Jononi Sikandar Abu Jafar | কবিতা গরবিনী মা-জননী
গরবিনী মা-জননী সিকান্দার আবু জাফর কবিতা
কবিতা গরবিনী মা-জননী
Kobita Gorbini Ma Jononi Sikandar Abu Jafar
গরবিনী মা - জননী
সিকান্দার আবু জাফর
ওরে আমার মা - জননী
জন্মভূমি বাঙলারে
তাের মত আর পুণ্যবতী
ভাগ্যবতী বল মা কে ।
কার চোখে মা নদীর কাজল
সবুজ তৃণের আঁচল বুকে
কার পায়ে মা ধুলাের নুপুর
সন্ধ্যা দুপুর বেজেই চলে ।
রােজ ভােরে কে শিশির খোপায়
বকুল খুঁথীর গন্ধ মাখে
কার দুপুরের তন্দ্রা ভেজে
ক্লান্ত ঘুঘুর বিলাপ - জলে ।
কামার কুমাের জেলে চাষী
বাউল মাঝি ঘর - উদাসী ,
কার ছেলেরা নিত্য হাজার
মরণ - মারের দণ্ড গােনে ,
ছেলের বুকের খুন ছােপানাে
কোন্ জননীর আঁচল - কোণে
দুর্ভাগিনী কার মেয়েরা
কান্নাফুলের নকশা বােনে ।
সেই মাকে যার হাজার হাজার
মা - নাম - ডাক পাগল ছেলে
মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে
ভয়ঙ্করের দুর্বিপাকে ।
কার ছেলে মা উপড়ে ফ্যালে
বুলেট ফাসির শাসন - কারা
দুখের ধূপে সুখ পুড়িয়ে
কার ছেলে মুখ উজল রাখে ।
তুই তাে সে - মা
ও মা তুই তাে রে সেই গরবিনী
রক্তে - ধােওয়া সরােজিনী
যুগ - চেতনার চিত্তভূমি
নিত্যভূমি বাঙলারে ।
Tags
Poem