৬ দফা সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

৬ দফা সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান



৬ দফা নিয়ে কিছু তথ্য  

১.। ৬ দফা দিবস ৭ জুন
২।স্বাধীনতার প্রথম সনদ - ৬দফা
৩।৬ দফার ঘোষক-- শেখ মুজিবুর রহমান 
৪।৬ দফা ঘোষিত হয়-৫ ফ্রেবুয়ারি,১৯৬৬,লাহোরে 
৫।৬ দফার প্রথম দাবি- প্রাদেশিক স্বায়ত্তশাসন, শেষ দাবি সেনাবাহিনী গঠনের দাবি 
৬।আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় - ১৮ মার্চ, ১৯৬৬
৭।বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন- ২৩ মার্চ, ১৯৬৬
৮।কোন পত্রিকা ৬ দফার পক্ষে জনমত গড়ে তুলে?
- ইত্তেফাক 
৯।৬ দফা আন্দোলনের প্রথম শহিদ -- মনু মিয়া,সিলেট
১০।৬ দফাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র -- জয়বাংলা, পরিচালক ফখরুল আলম,মুক্তি পায় ১৯৭২ সালের ২৬ জানুয়ারি 
১১।৬ দফা রচিত হয়েছিল -- লাহোর প্রস্তাবের ভিত্তিতে,।
১২।লাহোর প্রস্তাব উত্থাপিত হয়-- ২৩ মার্চ, ১৯৪০ বাংলার বাঘ আবুল কাশেম ফজলুল হক 
১২।৬ দফাকে তুলনা করা হয়-- বিট্রিশ শাসনতন্ত্রের বাইবেল খ্যাত ম্যাগনা কার্টার সাথে। ম্যাগনা কার্টা সনদ স্বাক্ষরিত হয় ১৫ জুন,১২১৫.
১৩.তাস খন্দ চুক্তি পর্যালোচনার জন্য পাকিস্তানের বিরোধী দল গুলো জাতীয় সম্মেলন আহ্বান করে--৫-৬ ফেব্রুয়ারি,১৯৬৬
১৪।তাসখন্ড চুক্তি স্বাক্ষরিত হয় -১০ জানুয়ারি, ১৯৬৬
ভারত - পাকিস্তানের মধ্যে।



৬ দফা সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান











Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form