কোরবানির গরু কেনার ১০ টি নিয়ম 2022

কোরবানির গরু কেনার ১০ টি নিয়ম 2022



  1.  বন্ধুরা কোরবানি গরু কেনার সময় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো গরুর বয়স আগে দেখতে হবে।হাদিসে আসছে গরুর বয়স কোরবানির জন্য দুই বছর হতে হবে। তাই বয়স জানতে গরুর দাতঁ দেখে বিচার করে নিন। ২ বছর বয়সী একটি সুস্থ গরুর দু’টি স্থায়ী কর্তন দাঁত থাকে, ৩ বছর বয়সে চারটি, ৪ বছর বয়সে ছয়টি ও ৫ বছর বয়সে পুরো মুখে সর্বমোট আটটি স্থায়ী কর্তন দাঁত থাকে। দাঁতগুলো অক্ষত এবং দেখতে সুন্দর হয়।
  2. কোরবান গরু কেনার সময় অবশ্যই গুরুটি সমস্ত সবল আছে কি না ভালো করে দেখে কিনবেন। কিছু খাবার খাইয়ে দেখে নিতে পারেন।
  3. কিছু গরু আছে যে গুলো দ্বারা কুরবানী করতে রাসুল সাঃ নিষেধ করেছেন। এই গুলো দেখে কিনবেন। 
  4. যে ধরনের পশু দ্বারা কুরবানী নিষেধ জানতে ক্লিক করুন।
  5. গরু বেশি মোটা হলে ভালো করে যাচাই করে কিনবেন কারন বাজারে মোটাতাজা করার জন্য অনেক ঐষদ পাওয়া যায় যা খেলে অপ্ল দিনে গরু মোটা হয়ে যায়। আর মোটা গরু হলে চর্বি বেশি থাকে যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর। তাই মিডিয়াম সাস্থ দেখে গরু কিনবেন।
  6. শরীরে দাগহীন বা কোথাও ক্ষত যেন না থাকে তা দেখে কিনে উচিত। এছাড়া শিং ভাঙ্গা, লেজ, দাঁত, খুরে কোনো আঘাত আছে কিনা লক্ষ্য করে কিনতে হবে।
  7. গরু কেনার সময় অবশ্যই যে গরু সম্পর্কে ভালো জানে এই রকম কাউকে নিয়ে যাবেন।
  8. পশুর নাকের দিকে লক্ষ করুন। সুস্থ পশুর নাকের উপরটা ভেজা ভেজা থাকে।
  9. গরু কেনার সময় দেশি গরু কেনার চেষ্টা করবেন।
  10. গর্ভবতী গরু কোরবানি দেওয়া হারাম তাই যদি গাভী হয় এটি লক্ষ করে গরুটি কিনবেন।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form