জুন মাসের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২ | New GK 2022

জুন মাসের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২ | New GK 2022


☑️পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি “পদ্মা সেতু” নামে নামকরণ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখা জন্য টানা তিনবারের “সিরডাপ” তাকে এ পদক দেয়।

রেকর্ড ১৪তম বারের মতো ’উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (২০২১-২২)’
ফুটবলের শিরোপা জিতলো-
‘রিয়াল মাদ্রিদ’।

২৯ মে “আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস”।

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণপাম’ জিতলো সুইডেনের সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’।

👉মরণোত্তর ’দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন-২ বাংলাদেশি শান্তিরক্ষী : মেজর একেএম মাহমুদুল হাসান ও ল্যান্স কর্পোরাল মো. রবিউল মোল্লা।

হিন্দি ভাষায় লেখা ‘রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টম্ব অব স্যান্ড’-এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী।

‘CVF’এর নতুন সভাপতি দেশ-ঘানা।গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘানার প্রেসিডেন্ট ‘আকুফো-আদ্দো’র নিকট সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেলেন- দেশটির প্রধানমন্ত্রী ‘রনিল বিক্রমাসিংহে’।

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ‘নিকোলা সেলাকোভিচ’ এর ঢাকা সফরে বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে ২টি সমঝোতা স্মারক সই (২৫ মে)

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

👉বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান (মহাপরিচালক) পদে পুননির্বাচিত হয়েছেন- ডা. টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

✅১০ম পণ্য হিসেবে বাগদা চিংড়ি ‘জিআই’ সনদ পাওয়ার পর এবার ‘জিআই’ পণ্য হিসেবে স্বীকৃতি পেল : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার ‘ফজলি আম’।

🏏‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’-এর পরবর্তী (৯ম) আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালে পাকিস্তানে।১০ম আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালে ভারতে।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন :
“হ্যান ডাক-সু”।

আন্তর্জাতিক পেশাদার বক্সিং এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী ঢাবি ছাত্র -সুরো কৃষ্ণ চাকমা

২১/০৫/২২ অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে স্কট মরিসনকে হারিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন-লেবার পার্টির ‘অ্যান্থনি আলবানিজ’।

প্রথমবার এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

✳ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ডিসি (জেলা প্রশাসক) হলেন : চাকমা সম্প্রদায়ের 'শ্রাবস্তী রায়' (জন্মস্থান রাঙ্গামাটি)।

👉বাংলাদেশে ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছা দূত হলেন- অভিনেত্রী 'বিদ্যা সিনহা সাহা মীম'। তিনি শিশুদের অধিকার রক্ষায় কাজ করবেন।

⭐️ইউক্রেনে চলমান যুদ্ধে নতুন প্রজন্মের শক্তিশালী লেজার অস্ত্র 'পেরেসভেট' ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।

☑️যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জনবহুল ‘প্যাটারসন’ শহরের একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে- ‘প্যালেস্টাইন ওয়ে’।

✅রাশিয়ার হুমকি উপেক্ষা করে ‘ন্যাটো’তে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে-ফিনল্যান্ড ও সুইডেন : ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লাল বলের ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন- মুশফিকুর রহিম।

👉জাপান সরকারের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ পুরস্কার পেলেন- ৩ বাংলাদেশি (আবুল কালাম আজাদ, আব্দুল হক এবং এখলাছুর রহমান)।

👉ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন-“এলিজাবেথ বর্নি”।

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন : হাসান শেখ মোহাম্মদ।

☑️সংযুক্ত আরব আমিরাতের নতুন (৩য়) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন-‘শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান’।

👉প্রথম ব্রিটিশ বাংলাদেশী ও প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন- ‘আখলাকুর রহমান’ ওরফে আকি রহমান (১৩ মে,২০২২)।

বঙ্গবন্ধুর কলকাতার জীবন নিয়ে নির্মাণ হচ্ছে তথ্যচিত্র- ‘কলকাতায় বঙ্গবন্ধু’।
নির্মাতা-গৌতম ঘোষ।






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form