ঘুমের ওষুধের নাম | ঘুমের ওষুধ 2022 | ঘুমের ঔষধ খাবার নিয়ম
প্রিয় বন্ধুরা আজকের আমাদের এই পোস্ট টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এই পোস্টে থাকছে ঘুমের ঔষধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সকল তথ্য। যেটা জেনে আপনাদের সবারই কমবেশি অনেক উপকার হবে।
ঘুমের ঔষধ খাওয়ার উপকারিতা | ঘুমের ঔষধ বেশি খেলে কি হয়
ঘুমের বড়ি আপনাকে কিছুটা ঘুম পেতে সহায়তা করে। মানুষের বিভিন্ন কষ্ট,দুঃখ,বেদনা,দুশ্চিন্তা থেকে রেহাই করে ঘুমে এনে দেই। তাছাড়াও অনিদ্রার মতো ঘুমের ব্যাধি যাদের রয়েছে তাদের ঘুমোতে সহায়তা করার জন্য এই ওষুধগুলি গ্রহণ করে থাকে।
যখন আপনার ঘুম ক্রমাগত ভাবে কম হবে আপনি তখন হয়তো ঘুমের ঔষধ থাওয়া শুরু করবেন। কিন্তু আপনি জানেন কি এই ঘুমের ঔষধের ক্ষতিকারক দিক গুলো? ঘুমের ঔষধ সেবন করতে হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ গ্রহণ করতে হবে। কিন্তু নিয়মিত ভাবে রোজ ঘুমের ওষুধ সেবন করলে অনেক রকম সমস্যা হতে পারে।
ঘুমের ঔষধ বেশি পরিমাণ প্রতিনিয়ত সেবন করলে যে সমস্যাগুলি হতে পারে —
★অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে মানুষের মৃত্যু হতে পারে। ঘুমের ঔষধ মানুষের হার্ট ও ব্রেনের রক্তনালীর রক্ত চলাচল বন্ধ করে দেয়। আবার অনেকসময় অতিরিক্তি ঘুমের ওষুধ খেলে প্যারালাইসিস হয়ে যেতে পারে। এমনকি অনেকে কোমায় চলে যেতে পারে সেই সাথে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার আশংকা থাকে।
★আপনি ঘুমের ঔষধ সেবন করলে আপনার ব্যবহার আচার দিন দিন পাল্টে যাবে। কারন ঘুমের চাহিদা আপনার শরীরে সবসময় থাকবে আর ঘুম লাগলে ক্লান্ত অনুভূত হয়। তখন ভালো কথাও আপনার শুনতে খারাপ লাগবে ও খিটখিটে মেজাজ প্রভৃতি নানারকমের লক্ষণ দেখা দিতে পারে।
★ঘুমের বড়িগুলি বেশ কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ কিডনি রোগ, নিম্ন রক্তচাপ, হার্টের ছন্দযুক্ত সমস্যা এবং খিঁচুনির মতো স্বাস্থ্যের অবস্থাকে খারাপ করতে পারে।
★ঘুমের ঔষধ একটি নেশা দ্রব্য মতই কাজ করে। ঘুমের ঔষধ গ্রহণকারীর হ্যালোসিনেশন সমস্যাগুলো দেখা দেয়। ঘুমের ওষুধের তালিকায় রয়েছে বহুল প্রচলিত নেশা দ্রব্যগুলো যা আমাদের শরীরের জন্য মারাত্বক ক্ষতিকর।
★ঘুমের ঔষধ খেলে শরীরে সবর্দা ঘুমের প্রভাব ফেলে। এর কারনে শরীর থেকে বর্জ্য বেড়িয়ে যেতে বাধাগ্রস্থ হয়। এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
★ঘুমের ঔষধ সেবন করলে তন্দ্রাছন্নতা দেখা দিবে। আপনি যে দিন ঘুমের ঔষধ সেবন করবেন সেই দিন ঘুম পরিমান মত না হলে সেই ঘুমের প্রভাব পরের দিন ফেলবে। আর তন্দ্রাছন্ন অবস্থায় কোন যানবাহন সহ ভাড়ী যন্ত্রপাতি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘুমের ঔষধের নাম ও দাম
ঘুমের ঔষধের নাম ও দাম—
★Anxio — 5 tk
★Anxopam — 4.50 tk
★Bromazep — 4.50 tk
★Bopam — 4.50 tk
★Broze — 5 tk
★Laxyl — 5 tk
★Norry — 4.50 tk
★Lexnil — 4.50 tk
★Lexopil — 4.50 tk
★Tenapam — 5 tk
★Tarbo — 5 tk
★Zepam — 5 tk
★Tenil — 5 tk
ঘুমের ঔষধ খাবার নিয়ম
যারা ঘুমের বা দুশ্চিন্তা সায়কাটিকস ওষুধ খেয়েও বলেন ঘুম ধরে না। তাদের জন্য এসব ওষুধ অবশ্যই আপনাকে বিছানায় যাওয়ার ২ ঘন্টা আগে খেতে হবে। কারণ ম্যাক্সিমাম ওষুধ এর কার্যক্রিয়া ১-২ ঘন্টা পরে শুরু হয়।
ঘুমের ওষুধ কোনটা ভালো
ডায়াজিপাম ঘুমের ঔষধ হিসেব অধিক সুপরিচিত।
ডায়াজিপাম ঔষধটি সাধারণত দুশ্চিন্তা, অযাচিত আতঙ্ক, অনিদ্রা, স্ট্যাটাস এপিলেপ্টাস, মাংসপেশীর সংকোচনজনিত অক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
খালি পেটে ঘুমের ওষুধ খেলে কি হয়
খালি পেঠে ঘুমের ঐষদ না শুধুমাত্র গ্যাস্টিকের ঐষদ ছাড়া কোন ঐষদ খাওয়া ঠিক নয়।খালি পেটে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।
নরমাল ঘুমের ঔষধের নাম
নরমাল কিছু ঘুমের ঔষধের নাম —
★ Felfresh
★Pase-2
★Sedil
★Laxyl
★Epinal
★Milam 7.5
★Disopan 2
কম পাওয়ারের ঘুমের ঔষধের নাম
★Tensfree 3mg
★Tynaxe 3mg
★Xionil 3mg
★Xiopam 3mg
★Zepam 3mg
★Zerotens 3mg
স্কয়ারের ঘুমের ঔষধের নাম
স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম নিচে দেওয়া হলো —
★Laxyl
★Sedil
ঘুমের ঔষধ বেশি খেলে কি হয়
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ঘুম ভালো হওয়ার উদ্দেশ্যে ঘুমের ওষুধ নেয়া হলেও এ অভ্যাসের দীর্ঘকালীন প্রভাব পড়ে শরীরে ওপর।
★অতিরিক্ত ঘুমের ঔষধ খাওয়ার ফলে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাছাড়াও মেজাজ খিটখিটে থাকে, শরীরে অস্তিত্বকর বোধ হয়, যেকোন ধরনের ঝুকিপূর্ণ কাজ করার ক্ষেত্রে ক্লান্ত অনুভব হয়।
★কিছু মানুষের ঘুমের বড়ি থেকে অ্যালার্জির প্রতিক্রিয়াও হয়। যা শ্বাস নিতে কষ্ট, বুকে ব্যথা, বমি বমি ভাব এবং ফোলাভাব ঘটায়। অতিরিক্ত ঘুমের ঔষধ মানুষের মৃত্যু পর্যন্ত ঘটায়।
★অতিরিক্ত পরিমাণে ঘুমের ঔষধ সেবন করলে মানুষ মৃত্যু ঝুকিতেও পড়তে পারে।
★ঘুমের বড়িগুলি বেশ কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ কিডনি রোগ, নিম্ন রক্তচাপ, হার্টের ছন্দযুক্ত সমস্যা এবং খিঁচুনির মতো স্বাস্থ্যের অবস্থাকে খারাপ করতে পারে।
বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ সেবন করবেন না।
Tags
Health Tips