ডাক জীবন বীমা পূর্বাঞ্চল এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | PLIEC Exam Question Solution 2022

ডাক জীবন বীমা পূর্বাঞ্চল এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | PLIEC Exam Question Solution 2022


বাংলা অংশ সমাধানঃ 

১। তৃষ্ণার্ত- সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ তৃষ্ণা + ঋত

২। কার্তুজ কোন ভাষার শব্দ? উত্তরঃ ফরাসি 

৩। বাংলা সাহিত্যের ছন্দের যাদুকর বলে খ্যাত কে? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৪। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরঃ ধ্বনি

৫। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? উত্তরঃ অবরোধবাসিনী

৬।শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ গীতাঞ্জলি

৭। ‘দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ কর্তৃকারকে ৭মী

৮। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তরঃ চর্যাপদ

৯। কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয়? উত্তরঃ অর্ণব

১০। বাক্যের একক কোনটি? উত্তরঃ শব্দ

১১। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে- উত্তরঃ অবিমৃষ্যকারী

১২। ‘চাঁদের হাট’ – অর্থ কি? উত্তরঃ প্রিয়জন সমাগম

১৩। ‘ভুষণ্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? উত্তরঃ দীর্ঘজীবী

১৪। কোন বানানটি সঠিক? উত্তরঃ সমীচীন

১৫। ‘For good’ এর সঠিক অর্থ কোনটি? উত্তরঃ চিরতরে
১৬। সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? উত্তরঃ সংস্কৃত

১৭। ‘বনফুল’ কার ছদ্মনাম? উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৮। ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে? উত্তরঃ নুরুল মোমেন

১৯। ‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থের লেখক কে? উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

২০। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত? উত্তরঃ ১৮৬১ সাল 

ইংরেজি অংশ সমাধানঃ  

২১। What kind of noun is ‘Cattle’? উত্তরঃ Collective

২২। ‘Natural’ কোন পদ? উত্তরঃ adjective

২৩। সঠিক শব্দ দ্বারা শূণ্যস্থান পূরণ করুন। 

A friend — need is a friend indeed. উত্তরঃ in

২৪। Choose the correct spelling. উত্তরঃ Tsunami

২৫। The parts of speech that modifies a noun or pronoun is called—. উত্তরঃ Adjective

২৬। ‘Vicious circle’ means? উত্তরঃ A situation

২৭। ‘ডাক্তার ডাক’- এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তরঃ call in a doctor

২৮। নিচের কোনটি ব্যতিক্রম? উত্তরঃ Feminine

২৯। Who is the famous satirist in English literature? উত্তরঃ Jonathan Swift
৩০। He is —- weak to move? উত্তরঃ too

৩১। T.S Eliot was born is —-? উত্তরঃ USA

৩২। ‘None but Allah can help us’ What kind of Pronoun ‘None’ is? উত্তরঃ Indefinite 

৩৩। নিচের কোনটি Article নয়? উত্তরঃ to

৩৪। Author of ‘Hamlet’? উত্তরঃ William Shakespeare

৩৫। Kazi Nazrul Islam is — Shelley of Bangladesh? উত্তরঃ the

৩৬। He is — M.B.B.S. Fill in the gap? উত্তরঃ an

৩৭। What is the antonym of ‘Honorary’? উত্তরঃ Salaried

৩৮। Your conduct admits —- no excuse? উত্তরঃ of

৩৯। John keats is primarily a poet of? উত্তরঃ beauty

৪০। He is devoid — common sense? উত্তরঃ of

 

গণিত অংশ সমাধানঃ 

৪১। কোনটি ৩৫ ডিগ্রি কোণ এর পূরক কোণ? উত্তরঃ ৫৫ ডিগ্রি

৪২। কোনটি ক্ষুদ্রতম? উত্তরঃ মিলিমিটার

৪৩। পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? উত্তরঃ ১৫
৪৪। ১২৫ এর ১২৫% = কত? উত্তরঃ ১৫৬.২৫

৪৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? উত্তরঃ ১১৩ঃ১৩ 

৪৬। যদি x4– 2x2+1 = 0 হয় তবে x এর মান কত? উত্তরঃ 1

৪৭। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়। সংখ্যা দুটি কত? উত্তরঃ ৭, ৩

৪৮। ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? উত্তরঃ ২৪.৫

৪৯। ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে? উত্তরঃ ৯ ঘণ্টায়

৫০। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? উত্তরঃ ভূমি উচ্চতা 

৫১। দুইটি সংখ্যার অনুপাত ৫:৬, তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? উত্তরঃ ১২০

৫২। ৩৫০ এর ২০% = কত? উত্তরঃ ৭০ 

৫৩। 4x= 8 হলে x এর মান কত? উত্তরঃ ৩২ 

৫৪। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? উত্তরঃ ‍২০%

৫৫। A={2,3}, B={3,4} হলে ‍A U B = কত? উত্তরঃ 2, 3, 4

 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

৫৬। কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? উত্তরঃ রাঙ্গামাটি

৫৭। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়? উত্তরঃ ফিনল্যান্ড
৫৮। পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? উত্তরঃ ১৭৫৭ সাল

৫৯। CIRDAP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকা

৬০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২

৬১। মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১

৬২। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উত্তরঃ সংবিধান

৬৩। ১৯৭১ সালে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরঃ নিউইয়র্ক

৬৪। বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তরঃ প্রধানমন্ত্রী

৬৫। অসমাপ্ত আত্মজীবনী গ্রস্থের ইংরেজি অনুবাদক কে? উত্তরঃ প্রফেসর ফকরুল আলম

৬৬। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম যে খেতাবে ভূষিত হন? উত্তরঃ বীরপ্রতীক 

৬৭। বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়? উত্তরঃ ১০ এপ্রিল [অপশনে সঠিক উত্তর নাই, তবে ১৭ এপ্রিল উত্তর অপশনে নাই বলে ধরতে পারে] 

৬৮। বাংলাদেশের ডাক বিভাগের স্লোগান কি? উত্তরঃ সেবাই আদর্শ

৬৯। ইউপিইউ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? উত্তরঃ সুইজারল্যান্ড

৭০। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তরঃ বাংলাদেশ 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form