MLWBD | Pett Kata Shaw Web Series Download | পেট কাটা ষ ওয়েব সিরিজ ডাউনলোড
Chorki all free movie: www.chorki24.com
মাছ রাধলেই পেত্নী আর মিষ্টির দোকানে জ্বীন, সত্যিই আসে? খোলা চুলে বের হলে কী হয়? নিশি কয়বার ডাকে? এসব প্রশ্নের জবাব নিয়ে শীঘ্রই আসছে চরকি অরিজিনাল সিরিজ নুহাশ হুমায়ুন-এর 'পেট কাটা
An anthology series about haunted stories, called 'Pett Kata Shaw'. The four-episode series is directed by Nuhash Humayun. The names of the stories are also strange- 'Ai Building a Meye Nishedh', 'Mishti Kichu', 'Loke bole', and 'Nishir Daak'. Nuhash will present the Bengali ghost stories spread from generation to generation in a modern way.
One episode will be released on the OTT platform 'Chorki' on April 7, 14, 21, and 28.
Shohel Rana
Shirin Akter Shela
Tahsin Rahman
Gazi Sakil Ahmed Ratul
Yasir Al Haq
Morshed Mishu
Masudul Amin Rintu
Rasel Mahmud
নেটওয়ার্কের বাইরে, শাটিকাপ, ঊনলৌকিক, টান, খাঁচার ভেতর অচিন পাখি বা সম্প্রতি রিলিজ পাওয়া নিখোঁজ একের পরে এক ব্যতিক্রমী কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এবার তারা নিয়ে আসছে ভূত নিয়ে অ্যান্থলজি সিরিজ ‘ষ’। শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী কিংবা প্রেত এই সিরিজে পাওয়া যাবে সব ধরনের ভূতদের দেখা। ইতিমধ্যে গা ছমছমে অনুভূতি এনে দেয়া রহস্যময়তায় ভরপুর ট্রেলার রিলিজের পর আলোচনায় নুহাশ হুমায়ূন পরিচালিত ‘ষ’।
ভৌতিক ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম ওয়েব সিরিজ ‘ষ’ এর প্রথম গল্প ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’ আজ ৭ এপ্রিল রাত ১০টা ৫৯ মিনিট মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। একাকী বসবাস করা এক যুবক একদিন বাসায় মাছ রাঁধতে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময়ী নারীকে, কিন্তু সেই বিল্ডিংয়ে তো মেয়ে নিষেধ। তবে কোথা থেকে আসলো সেই মেয়ে!! এমন একটি প্রশ্ন আর তার সাথে রহস্য এবং কৌতুহল নিয়েই ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’ এর গল্প এগিয়েছে।
যুবকের চরিত্রে দেখা যাবে এই সময়ের অন্যতম আলোচিত এবং দক্ষ অভিনেতা সোহেল মন্ডলকে। ওটিটি প্ল্যাটফর্মের বদৌলতে যে কয়জন দক্ষ অভিনেতার দেখা আমরা পেয়েছি তাদের মধ্যে অন্যতম একটি নাম সোহেল মন্ডল। তাকদির, কাউয়া, বলি, ডোন্ট রাইট মি, টান একের পর এক নান্দনিক কাজে নিজের দক্ষতার প্রমান দেয়া সোহেল মন্ডল এবারো হতাশ করবেন না একথা বলার অপেক্ষা রাখেনা। সাথে নুহাশ হুমায়ূনের ভিন্নধর্মী কনটেন্ট এবং তার যথাযথ চিত্রায়ণ ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’ সোহেল মন্ডলের অভিনয় ক্যারিয়ারে অন্যতম আলোচিত একটি কাজ হিসেবে জায়গা করে নেয় কিনা সেটাই দেখার বিষয়।
অন্যদিকে ট্রেলার, টিজার বা পোষ্টারে রহস্যময়ী এক নারীর দেখা মিললেও সেই নারী চরিত্রে যে মডেলিং জগতের চেনা এবং সফল মুখ শিরিন আক্তার শিলা অভিনয় করেছেন তা বুঝতে পারেন নাই বেশির ভাগ দর্শক। তার মেকাপ, লুক এতোটাই সাবলীল যে, প্রথম দেখায় নতুন কোন মুখ বলেই মনে হবে। উল্লেখ্য এই ফিকশনে কাজের জন্য নিজের ভ্রু শেভ করে ফেলেছিলেন শিলা। দেশের নামীদামী বিভিন্ন ব্রান্ডের মডেল হিসেবে নিয়মিত কাজ করলেও অভিনেত্রী হিসেবে এবারই প্রথম দেখা যাবে শিলাকে। প্রথম কাজেই চ্যালেঞ্জিং একটি রোলে নিজের সবটুকু নিয়েই হাজির হয়েছেন তিনি সেটা বলা যায় নিঃসন্দেহে।
অন্যদিকে বরাবরই সংখ্যায় কম হলেও মানে ছাড় না দিয়েই নির্মানের সাথে যুক্ত নুহাশ হুমায়ূন এবারই প্রথম কোনো সিরিজ নিয়ে হাজির হচ্ছেন। অল্প সময়েই এই তরুন নির্মাতা সম্ভাবনা এবং দক্ষতার প্রমান দিয়েছেন। তবে হঠাৎ করেই এই ভূত বা প্রেতের গল্প ক্যানো!! এই প্রশ্নের উত্তরে তিনি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান- ‘কিছু বাংলা ভূতের গল্প আমাদের সবার শোনা আছে। মাছ রাঁধলে পেতনি আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই—এসব ক্ল্যাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক পর্দায় আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ষতে সেই ক্ল্যাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
উল্লেখ্য মোট চারটি পর্ব দেখা যাবে এই সিরিজে। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের পর্বগুলো মুক্তি পাবে এপ্রিল মাসের প্রতি বৃহস্পতিবার। মানে আগামী ৭, ১৪, ২১ ও ২৮ এপ্রিল। অন্যান্য এপিসোড গুলোতে দেখা মিলবে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, প্রীতম হাসান, নভেরা চৌধুরী, মাসুদা খান, মোর্শেদ মিশু সহ আরো অনেকের।
2nd Episode
নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজিক্যাল সিরিজ ‘ষ’ এর দ্বিতীয় কিস্তি ‘মিষ্টি কিছু’ শুধু সুনির্মিতই নয় এটি অন্যভাবে বলতে গেলে আমাদের মানে সাধারণ দর্শকদের মধ্যে ভাবনার খোরাকও জুগিয়েছে বেশ ভালোমতো। মাইন্ড গেম, আমাদের সমাজে মানব সত্তার সাথে বহুকাল ধরে চলে আসা নানা বিশ্বাস বা অবিশ্বাস, অলৌকিক নানা রহস্য নিয়ে চলে আসা প্রশ্ন বা জিজ্ঞাসার মিশেলে একটি ইউনিক কনটেন্ট ‘মিষ্টি কিছু’ নির্মানগুনে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে আলাদা একটা মাত্রা যোগ করেছে।
আফজাল হোসেন এবং চঞ্চল চৌধুরী দেশের দুই প্রজন্মের দুই খ্যাতিমান এবং শক্তিশালী অভিনেতাকে একসাথে স্ক্রিনে দেখতে পাওয়াটা যেমন আনন্দের তেমনি এই দুই দক্ষ অভিনেতার অভিনয় দক্ষতা স্বল্প সময়ের এই ফিকশনে আমাদের মন্ত্রমুগ্ধ করে। জ্বিন বা অশরীরীর চরিত্রে আফজাল হোসেনের উপস্থিতি ওয়েব ফিকশনে বাড়তি যে চমক হিসেবে উপস্থিত হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। এই দুই দেশসেরা গুনী অভিনেতার সাথে আরেকটি চরিত্রে দেখা মিলেছে দক্ষ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। তার সুন্দর অভিনয় এবং যথাযথ এক্সপ্রেশন নতুনভাবে তার দক্ষতাই তুলে ধরেছে সেলুলয়েডে।
হরর বা এই ঘরানার ফিকশনে কালার গ্রেডিং, বিজিএম, সিনেমাটোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নুহাশ হুমায়ূন তার পরিচালনার পাশাপাশি এই ডিপার্টমেন্টগুলোতে বেশ ভালো নজর রেখেছেন তা কাজটি দেখলেই বোঝা যাবে। সাথে গল্প এবং চিত্রনাট্য তো প্রশংসার দাবি রাখেই। সবমিলিয়ে আধাঘন্টা ব্যাপ্তির এই ‘মিষ্টি কিছু’ আমাদের বিনোদন ক্ষুধা মেটাতে বেশ ভালোভাবেই উতরে গেছে তা বলার অপেক্ষা রাখেনা। আপাতত অপেক্ষায় এই সিরিজের পরবর্তী দুইটি কিস্তির জন্য।
আপনি গুগল এ গিয়ে (learningtreebd,xyz) লিখে সার্চ করুন এবং এই ওয়েবসাইট এ প্রবেশ করুন
তারপর আপনি ওয়েবসাইট এ ডুকে ওয়েবসাইট এর সার্চ অপসন এ গিয়ে মুভি নাম লিখে সার্চ করুন.
তাহলে আপনি মুভি ডাউনলোড করতে পারবেন
learningtreebd,xyz এই ওয়েবসাইট থেকে আপনি নিচের মুভি গুলোও দেখতে পারবেন
______________________________________________________________
Chorki এর সকল মুভি এবং ওয়েব সিরিজ এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন একদম ফ্রি তে
Chorki all free movie: www.chorki24.com
Tags
Chorki Film