২০২২ ঈদের শুভেচ্ছা পোস্ট | ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২

২০২২ ঈদের শুভেচ্ছা পোস্ট | ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২



বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
। ঈদ মোবারাক ।

ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
* ঈদ মোবারাক *

ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক

নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক

সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
ঈদ মোবারাক 

রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশীর টানে
ঈদ মোবারাক


কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।

নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক

সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি

কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****

চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*

হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।

আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক *****

বৃষ্টি আসবে……
আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?
চাঁদ উঠবে……
আর জসনা থাকবে না এমন কি হয় ?
বাগানে ফুল ফোটবে……
আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?
আর ঈদ আসবে……
তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?
ঈদের দাওয়াত রইলো
ঈদ মোবারাক




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form