Teerondaj (তীরন্দাজ) (2022) Bangla New Web Series Download and Review | Ziaul Hoque Polash
সময়ের অন্যতম দুই তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ ও খায়রুল বাশারকে নিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন ‘ন ডরাই’খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু।
৫ পর্বের এই সিরিজের নাম ‘তীরন্দাজ’। এতে আরও অভিনয় করেছেন রোদসী, মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য নির্মিত এই সিরিজে উঠে আসবে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা বিষয়। উঠে আসবে শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
সময়ের অন্যতম দুই তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ ও খায়রুল বাশারকে নিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন ‘ন ডরাই’খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু।
৫ পর্বের এই সিরিজের নাম ‘তীরন্দাজ’। এতে আরও অভিনয় করেছেন রোদসী, মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য নির্মিত এই সিরিজে উঠে আসবে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা বিষয়। উঠে আসবে শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও।
সম্প্রতি শুটিং শেষ হওয়া এই সিরিজ প্রসঙ্গে অংশু বলেন, ‘প্রথম বলে নয়, আমার কাছে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। সিরিজটি নির্মাণ করেছি মিডিয়ার মানুষের চলমান জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আমার বিশ্বাস দর্শক কাজটি পছন্দ করবেন। এর মাধ্যমে ইন্ডাস্ট্রিও নতুন কিছু বার্তা পাবে।’
চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
অংশু নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মূলত বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর খ্যাতি আসে মিউজিক ভিডিও নির্মাণ করে। তারপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ন ডরাই’ দিয়েও বাজিমাত করেছিলেন এই নির্মাতা। চলচ্চিত্রটির জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
গত রোজার ঈদে দীপ্ত টিভির জন্য সাত দিনের বিশেষ ফিকশন ‘গল্প গল্প খেলা’ এবং কোরবানির ঈদে ‘সাহসিকা’ নির্মাণ কনেও বেশ প্রশংসা কুড়ান এই নির্মাতা।
Source: Bangla Tribune
Review:
"তীরন্দাজ" হল একটি সম্পর্কের গল্প এবং যা পেশাদার ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার জন্য নষ্ট হয়ে যায়। সিরিজের গল্প আবর্তিত হয়েছে একজন উঠতি মডেল এবং দুই বন্ধুকে ঘিরে। দুই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ ও খায়রুল বাসার। দুজন বন্ধু যখন একত্রে কাজ করতে শুরু করে এবং পরবর্তীতে তারা তাদের সম্পর্কে জড়ায় তখন তাদের সম্পর্ক কীভাবে তিক্ত হয়ে যায় তা এই সিরিজটি চিত্রিত করবে। এটি ফ্যাশন শিল্পের একটি গল্প এবং এর অন্ধকার দিকটিকে নির্মাতা তুলে ধরার চেষ্টা করেছেন।
প্রধানত টিভি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তানিম রহমান অংশু। চট্টগ্রামের আঞ্চলিক উপভাষায় নির্মিত "না ডরাই" ছবির মাধ্যমে লাইমলাইটে আসেন পরিচালক। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।
আজ ২৩শে মার্চ মুক্তি পেতে চলেছে আলফা-আই ব্যানারে, তানিম রহমান অংশু পরিচালিত ও শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় "তীরন্দাজ''। চোখ রাখুন শুধুমাত্র Bioscope-এ।
অনেক অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য।💖
___________________________________________________________
______________________________________________________________
আপনি গুগল এ গিয়ে (learningtreebd,xyz) লিখে সার্চ করুন এবং এই ওয়েবসাইট এ প্রবেশ করুন
তারপর আপনি ওয়েবসাইট এ ডুকে ওয়েবসাইট এর সার্চ অপসন এ গিয়ে মুভি নাম লিখে সার্চ করুন.
তাহলে আপনি মুভি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন
learningtreebd,xyz এই ওয়েবসাইট থেকে আপনি নিচের মুভি গুলোও দেখতে পারবেন
______________________________________________________________
বর্তমানে ভালো কয়েকটা মুভি আমাদের সাইটে দেখতে পাবেন। সেগুলো মধ্যে হচ্ছে-
- রেডরাম
- লোহার তরী
- শাটিকাপ
- টান
- বলি
- মহানগর
- ৯ এপ্রিল
- খাঁচার ভেতর অচিন পাখি
- পোড়ামন ২
- জুজু আসছে
- ন ডরাই
- মরীচিকা
- মিশন এক্সট্রিম ইত্যাদি
তাছাড়া জনপ্রিয় তুর্কী সিরিজ কুরুলুস ওসমানের এপিসোড গুলোও আমাদের সাইটে আপলোড করা হচ্ছে।
কীভাবে মুভি খুঁজে বের করবেন?
আপনি Learningtreebd,xyz সাইটে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে পারবেন অথবা আমাদের ক্যাটাগরিতে গিয়ে দেখতে পারবেন।
আশা করি আমাদের সাইটে আপনি ভালো উপভোগ করবেন।
Tags
Movie Review