রমজানুল মোবারকের শুভেচ্ছা | মাহে রমজানের শুভেচ্ছা | রমজান নিয়ে পোস্ট

রমজানুল মোবারকের শুভেচ্ছা | মাহে রমজানের শুভেচ্ছা | রমজান নিয়ে পোস্ট


  • প্ল্যান একটাই, এই রমজানে 30টি রোজা রাখবো। আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো।
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। ----- আল হাদিস।
  • সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। ---- আল হাদিস
  • চলছে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ। এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.
  • সবচেয়ে খুশির সংবাদ হলো। আল্লাহর রাগের চেয়ে। দয়ার পরিমাণ অনেক বেশি ।
  • ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন (আল হাদিস)
  • রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত (আল হাদিস)
  • তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। ---- হজরত আলী (রহঃ)


 রমজানের স্টাটাস 

  • রহমত বরকত নাজাত পেতে,চাইতে হবে দিনে রাতে।ঈমান তোমার করতে তাজা,রাখতে হবে ত্রিশ রোযা।
  • মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
  • এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
  • রমজান এলে যায় গো চলে,সব ভেদাভেদ দ্বন্দ্ব , পুণ্য দিয়ে নেয় সাজিয়ে,পাপের দুয়ার বন্ধ।
  • রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান। সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরস্কার, রাইয়্যান। আল্লাহ তায়ালার দান, মোবারক হো... মোবারক হো... মাহে রমজান।
  • এলো রে এলো, ওই মাহে রমজান। মানবজাতির তরে আল্লাহতায়ালার শ্রেষ্ঠ দান। পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান। জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শান। রহমতেরই ডালি নিয়ে আসছে ওই, মাহে রমজান।


রমজানের শুভেচ্ছা কবিতা



  • শুভ রজনী, শুভ দিন, রাখো রোজা 30 দিন। 11 মাসের পাপ 1 মাসে করো সাফ। দিন যায় দিন আসে, রোজা পাবে না প্রতি মাসে। তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো। সবাইকে জানাই পবিত্র রমজান মোবারক।
  • এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান, কি করে দিবো আমি তার প্রতিদান. ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত. কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত. -- খোশ আমদেদ মাহে রমজান ---
  • এসে গেল রোজা….হালকা করবো মোদের গোনাহের বোঝা…মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ….
  • ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা
  • ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজ,হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!
  • মানবজাতির তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান পুণ্যের সূর্য উদয় হয়ে , পাপের হবে অবসান জং গুলাে সব ঝােরে গিয়ে , ঈমান করবে শাণ . . . এলো রে এলো হে মাহে রমজান।  
  • উড়ছে পাখি গাচ্ছা গান..  মাহে রমজানের আহবান.. ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান...  কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form