Recent Focus Writing pdf 2022 | Focus Writing, Short Notes & Recent Update

Recent Focus Writing pdf 2022 | Focus Writing, Short Notes & Recent Update





ব্যাংকারদের পরামর্শমূলক কমেন্ট-১:
 বিষয়: ইংরেজি
There are 18 Banker comments related to English preparation of Bank exam. Thanks all of them for co-operation..... 




…..
Shamim Ahmed📷
1. যে কোন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি ও অংকের কোন বিকল্প নেই। আপনারা দেখে থাকবেন যে পরীক্ষার প্রশ্নের শতকরা ৫০ থেকে ৮০ ভাগ এই ইংরেজি এবং অংক কভার করে। তাই আমি মনে করি এই দুইটি বিষয়ে ভালো দখল থাকলে যে কোনো চাকরি পরীক্ষায় আপনার হওয়া নিশ্চিত। তবে ইংরেজিতে ভালো দখল রাখতে হলে আপনাকে প্রচুর পরিমাণ শব্দ অর্থ জানতে হবে যার কোন বিকল্প নেই। এই শব্দার্থ শিক্ষার ক্ষেত্রে আপনি যে জিনিসটা বিবেচনায় আনতে পারেন তা হচ্ছে সাম্প্রতিক সবগুলো প্রশ্নেরsynonym, antonym এবংone word substitution শিখে ফেলা। পাশাপাশি আপনি রেগুলার ইংরেজি পত্রিকা পড়তে পারেন।বিশেষ করে এডিটরিয়াল এবং বিজনেস পার্ট টা অবশ্যই পড়বেন। নতুন শব্দ শেখার ক্ষেত্রে আপনি একটা আলাদা নোটবুক বা খাতা ব্যবহার করতে পারেন। আপনি পত্রিকা যে শব্দটি নতুন পাবেন, তারsynonyms, antonyms সহ পুরো সেন্টেন্সটি একটি খাতায় লিখে ফেলবেন। সুযোগ পেলেই পড়বেন। এতে আপনার শব্দার্থ শিক্ষার পাশাপাশি রিটেন ক্যাপাসিটি এবং রিসেন্ট জেনারেল নলেজের একটা প্যাকটিস হয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
.
2. Rezwanul Hoque Palash📷
ব্যাংক ইংলিশ প্রস্তুতির জন্যObjective English(Pearson) বইটি ব্যাংক ইংলিশের বাইবেল মনে করি। এই বই থেকেSynonym,Antonym,One word Substitution, Analogy,Idioms Phrases, Spelling সময় নিয়ে মুখস্থ করার পর কোন একটি বই থেকে প্রিভিয়াস সালের ইংলিশ(২০১০-১৯) পর্যন্ত সলভ করলে কোন একজন প্রার্থী ব্যাংক প্রিলিতে তুখর হবে নিশ্চিতভাবে বলতে পারি।বাস্তব অভিজ্ঞতা থেকে পরীক্ষিত।
.
3. Md Asaduzzaman Lingkon
জীবনে ইংরেজি দুর্বলতার জন্য বিসিএস রিটেন ফেল করলাম। কয়েকটা ব্যাংকের রিটেন ফেল করলাম। যেগুলো পার হয়েছি গণিতের উপর ভর করে। যাইহোক শেষ পর্যন্ত একটা চাকরি করছি। কিন্তু আজো ইংরেজির নাম শুনলে ভয়ে শিউরে উঠি। এজন্যই কমেন্ট না করে পারলাম না।
.
4. রেজাউল করিম রেজা
সব সাবজেক্ট একটা সময় কাভার হয়, কিন্তু ইংলিশ সহজে কাভার হয় না! তাই বি সিরিয়াস
.
5. Masudur Rahaman Rana
#for mcq: বিগত বছরের প্রশ্ন+ vocabulary (high frequency 500-1000)+ pearson(synonym, antonym, spelling, phrases iidioms, one word substitution, 
#for written : translation practise, bank+recent topic related focus writing.
.
6. Engr Tariqul Islam
Bank previous all vocabulary, professors competive English, Basic from any English grammer,bujhe bujhe previous question solve
.
7. Apu Paul📷
#পরীক্ষা খুব সন্নিকটে হলে প্রিভিয়াস প্রশ্ন দেখে যাওয়া উচিৎ। 
 #পরীক্ষার জন্য হাতে সময় থাকলে টপিক ধরে ধরে বেসিক থেকে এডভান্স লেভেল পড়তে হবে। তারপর রিসেন্ট প্রশ্ন।
Vocabulary, synonym, antonym, preposition, one word substitution, analogy, spelling, phrase & idiom, grammar ভালো করে দেখতে হবে।
 #সবার জন্য শুভকামনা।
.
8. Selim Reza
অল্প সময়ে কেউ যদি ভালো প্রিপারেশন নিতে চায়, তাহলে আরিফুর রহমানের ব্যাংক ভোকাবুলারি বইটা পড়ার সাজেশন আমি করবো ।
 আসলে জব এর প্রিপারেশন নেওয়ার সময় শুরু থেকে শুরু করাটা আমাদের কোনো ভাবেই সম্ভব হয় না । ওতো সময় ও থাকে না, এনার্জি ও থাকে না । তাই নতুন করে সিনোনিম অ্যান্তনিম অ্যানালজি এগুলা পড়তে গেলে দিনের পর দিন চলে যাবে, বাট কোনো আউটপুট আসবে না । কারণ এগুলা এমন জিনিস, সকালে পড়লে বিকালে ভুলে যাবেন । 
 ব্যাংক প্রিলিতে সাধারণত গুটিকয়েক শব্দই আসে, যেগুলা চাইলেই আমরা একটা নোট খাতায় নোট করে নিতে পারি । তাই এই শব্দ গুলায় বার বার পড়া উচিত ।
 আরিফুর রহমানের বইটা তে ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করা আছে । জাস্ট শব্দ গুলা আর আনসার গুলা মিনিং সহ পড়লেই হবে । তবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরা প্রশ্ন টা পড়তে হবে । 
 ২০১৫-২০১৯ পর্যন্ত পড়লেই ইনাফ । কেউ চাইলে আরো কমাতে পারে । তবে মিনিমাম ৩ ইয়ার পড়া উচিৎ । 
 আশা করি প্রশ্ন ৬০% কমন আসবে ।
 আর কেউ যদি বেসিক স্ট্রং করতে চায়, তাহলে অবশ্যই থাকে ইংলিশ পেপার আর মেগাজিন পড়তে হবে প্রতিদিন । 
 গ্রামার এর জন্য কম্পিটিটিভ এক্সাম এর থেকে ভালো বই আছে কিনা জানা নেই ।
 আমি এভাবেই পড়েছি । সফলতাও পেয়েছি । 
 ধন্যবাদ ।
.
9. Sabbir Ahmed
ভাই, শুরুতে আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম। পরবর্তীতে আমাকে একজন বলল, " প্রতিদিন তুমি ১ ঘন্টা ট্রান্সলেশন প্রাক্টিস করবা আর তার জন্য মহিদ'স সম্পাদকীয় এর হেল্প নিতে পারো".। আমি তাই করলাম। কেউ কেউ বলল, "ভারবাল পার্ট এর জন্য পিয়ারসন পড়তে পারো+ সালের প্রশ্ন"। আমি পড়লাম। আর গ্রামার এর জন্য সব জায়গা থেকেই কিছু কিছু হেল্প পেয়েছি, যেমন- ইংরেজি ক্লাস, সাইফুর'স শীট, পিয়ারসন গ্রামার,। সব জায়গা থেকেই কিছু কিছু হেল্প পেয়েছি। আর যেহেতু আমি ইংরেজিতে দুর্বল ছিলাম তাই কাছে যা পেতাম সেখান থেকেই পড়তাম।
.
10. Goutam Mondol📷
Preliminary এর জন্য vocabulary, preposition, idioms নিয়মিত চর্চা করতে হবে আরGrammar part basic Strong থাকলেই preliminary তে ভালো করা যাবে।Written এর জন্যLetter format গুলো ভালো করে আয়ত্ত করতে হবে। কিছুcandidates এর সাথে কথা বলে জেনেছি তারাpassage এ কম গুরুত্ব দেয়। শুধু পরীক্ষার হলেই প্র্যাক্টিস করে। বাসায়passage প্র্যাক্টিস করলে পরীক্ষায় অনেক ভালো করা যায় এবং কম সময়ে লেখা কমপ্লিট করা যায়। আর ফোকাস রাইটিং এর জন্য বাজারে প্রচলিত বই এর পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়ে গুরুত্বপূর্ণ বিষয়(ডেটা) গুলো নোট করে রাখতে হবে। আর পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, টেকনিক এগুলো মাথায় রাখতে হবে।
 সবার জন্য শুভকামনা রইল।
.
11. Habib Jibon
ইংরেজি প্রশ্ন যে পরীক্ষার হোক না কেন, পড়ে নেন, যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে সেটা নোট করে নেন।
 আরEnglish for competative exam, অথবা ইংরেজির যে কোন একটি বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিবেন।
 মনে রাখবেন প্রশ্ন কারা করছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং পরীক্ষার আগে তাদের প্রিয়Topics গুলো ভাল করে পড়বেন।শুভকামনা সবার জন্য
.
12. Monnu Ara Khatun Moon
Previous Question with details, Pearson+Indiabix, Saifurs Translation, A2B focus writing, Daily Newspaper & collect important info of recent topics..
For focus writing & translation, one thing is important -"Practice makes a man perfect."
 আমি যেভাবে পড়েছিঃ
 প্রিভিয়াস সব প্রশ্ন ডিটেইলস পড়েছি প্রফেসরস কি টু ব্যাংক জব এবং রিসেন্ট জব সলুশন বই থেকে। এরপর ইনডিয়াবিক্স ও পিয়ারসন ওয়েবসাইটের সীট থেকেsynonym, antonym, one word substitution, pair of words, fill in the blank, Spelling, word meaning(idiom, phrases) পড়েছি। এগুলো বার বার পড়েছি কারণ এগুলোই অন্যদের সাথে আমার পার্থক্য তৈরি করেছে।
 ভোকাবুলারির জন্য ডেইলি পেপারস থেকে নোট করে পড়ার চেষ্টা করেছি। অনুবাদ এর জন্য সাইফুরস এর বইটা ফলো করেছি। বইটা আমার কাছে ভালো লেগেছে। ফোকাস রাইটিং এর জন্য নিজেকে আপডেট রাখা জরুরী। এক্ষেত্রে বিসিবি গ্রুপ সহ অন্য গ্রুপ থেকে আমি হেল্প পেয়েছি। গুরুত্বপূর্ণ ও আলোচিত টপিকস এর ওপর নোট তৈরি করেছি। ইনফো গ্রুপগুলোর পিডিএফ ও পত্রিকা থেকে নিয়ে নিজের মতো করে নোট তৈরি করেছি।A2B focus writing বইটাও বেশ হেল্পফুল।
 ইংরেজি বিষয়ে আমি বরাবরই দূর্বল তাই এই বিষয় টিকে আলাদা গুরুত্ব দিয়েছি। প্রতিদিন একটু একটু করে পড়েছি। ভোকাবুলারি পার্ট টা বার বার পড়েছি। অল্প সময়ে কেউ প্রস্তুতি নিতে চাইলে প্রতিদিন ইংরেজি টাকে রুটিনে রাখতে হবে।
 ধৈর্য্য, আত্মবিশ্বাস আর পরিশ্রম আপনার সফলতার মূলমন্ত্র।
.
13. Sujan Soumya
#MCQ:ব্যাংক mcq পরীক্ষায় মূলতvocabulary গুরুত্ব সবচেয়ে বেশী।তাই synonym, antonym,one word substitution,analogy, spelling, phrase & idiom এই টপিক গুলোকে পাশ কাটানোর কোন সুযোগ নেই।যদি ওVocabulary মুখস্থ করা বিরক্তিকর একটা কাজ,তবু ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই বিরক্তিকে জয় করতে হবে।আবার এইvocabulary এর দক্ষতা আপনাকে রিটেনে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।পাশাপাশি Grammar এর Preposition,Sentence correction,Right form of verb টপিক গুলো ও দেখতে হবে এবং সাম্প্রতিক সময়ের পরীক্ষা গুলোরmcq প্রশ্নগুলো ভালভাবে আয়ত্তে আনলে নিজেই বুঝতে পারবেন কি পড়তে আর কি পড়তে হবে না।
 #Written:এখানেVocabulary এর গুরুত্ব আরো বেশি Translation এবংFocus writting এ,এক্ষেত্রে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস এই টপিকগুলোতে আপনাকে দক্ষ করে তুলবে।Report writting,Letter,Application এর বিভিন্ন ফরমেট নিজের দখলে রাখতে হবে। পাশাপাশি সাম্প্রতিক সময়ের পরীক্ষা গুলোর Writtenপ্রশ্নগুলো ভালভাবে আয়ত্তে আনলে নিজেই বুঝতে পারবেন কি পড়তে আর কি পড়তে হবে না।
 পরিশেষে নিয়মতান্ত্রিক পরিশ্রম, ধৈর্য এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আপনার চূড়ান্ত সফলতার মূল পাথেয়।
 #সকলের জন্য শুভ কামনা
.
14. Tanvir Rahman
Bank_ Job _Preparation: Part_2_(English)
## _ব্যাংক জব এরPreparation নিতে গিয়ে প্রথম দিকেEnglish কে আমার এক মহাসমুদ্র মনে হতো । মাঝে মাঝে মন হতো কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব,আর কিভাবে শেষ করব। আমিও অনেকেরHelp, Suggestion নিয়ে আজ এই পর্যায়ে আসতে পেরেছি, আমাকে পণ্ডিত ভাবা মারাত্মক ভুল হবে, BCB তে আমার চেয়ে অনেক বিজ্ঞ ও অভিজ্ঞ সদস্য কে দেখেছি। 
## আপনি চাইলে ১ বছর পড়াশুনা করেওEnglish এ ভালোPreparation নিতে পারবেন না, আবার দেখবেন আপনারই কোন ফ্রেন্ড মাত্র ৪/৫ মাস Systematic way তে Preparation নিয়ে একটার পর একটাviva face করছে। এখনেই আসলে মূলCreativity. তাই শুরুতে আপনাকে আপনারSWOT( Strength, Weakness, Opportunities and Threats) Analysis করে English এ আপনার দুর্বল জায়গা গুলো খুজে বের করবেন এবং তারপর সামনে এগোতে থাকবেন। 
##_আমি কিভাবে English এ একটা লেভেল পর্যন্ত আসতে পেরেছিলাম, এবং কি কিBook follow করেছিলাম নিচে তার একটা ধারনা দিতে চেস্টা করলাম। আগের পোস্ট এ বলেছিলাম, ভাই যদি আমার পোস্ট ভালো না লাগে, তবে এটাকে তুচ্ছ মনে করে এড়িয়ে যাওয়াই ভালো। 
1_Vocabulary: 
> যার কাছে বেশি সম্পদ থেকে, তাকে সবাই ধনী বা সম্পদশালী বলে। আমার মতে, আপনি যত বেশিVocabulary আপনার মাথায় রাখতে পারবেন,মনে রাখবেন আপনিEnglish তত বেশিEnrich. তাইBank Job Preparation এEnglish ভালো করার জন্য বেশি বেশিVocabulary Practice করুন।
> আমি প্রতিদিন The Daily Star থেকে Editorial/Op-ed থেকে দুইটা সম্পাদকীয় পড়তাম। তার পর যেWord গুলো আপনার অচেনা সেইWord গুলো কোন খাতা বাPC তেSave করে রাখুন পাশে বাংলা শব্দার্থ লিখে রাখুন। দুই এক মাস পরে দেখবেন আপনারVocabulary Level কোথায় যায়। এভাবে ৪/৫ মাস Practice করলে আপনারFocus Writing Level এর অদ্ভুত এক পরিবর্তন দেখতে পারবেন। So, এক ডিলে দুই পাখি শিকার নয় কেন? 
> Vocabulary_Reference_Book: 
i. Kaplan GRE Verbal ( Chapter-07 : INCREASING YOUR GRE VOCABULARY, Chapter-08: TOP GRE WORDS, Chapter-09: GRE WORD GROUPS) 
ii. Word Smart-I & II (আমি শুধুpart-1 শেষ করেছিলাম) 
2_Fill_in_the_blank: 
> বিগত সালের ব্যাংক প্রশ্ন গুলো ভালো করে সমাধান করুন, Fill in the blank মুলতPractice এর বিষয়। এটা আপনারVocabulary enrich এর সাথে সম্পর্কিত। 
> Reference Book: 
i. IBA MBA year question ( IBA follow করে) 
ii. Indiabix ( IBA follow করে)
iii. GRE Big Book ( IBA follow করে)
iv. Objective English/ MBA Entrance Examination By Thorpe (For Govt. Bank) 
3_One_word_substitution & idiom_and_phrases: বর্তমানে সব ব্যাংকXm এOne word substitution & idiom and phrases থেকে প্রশ্ন আছে। 
> Reference Book:
i. Professor Bankers Recruitment Text (English Part) 
ii. Indiabix ( IBA follow করে)
iii. Dictionary of One-word Substitution: Vocabulary Building By Manik Joshi (BIBM follow করে) 
iv. Objective English By Thorpe (For Govt. Bank) 
4_Analogy: 
i. GRE BIG Book (Analogy part 8-16) for Private bank 
ii. Objective English/ MBA Entrance Examination By Thorpe (For Govt. Bank) 
5_Grammer: 
> আপনার যেGrammer Book ভালো লাগে তা থেকেGrammer Part ভালো করে শেষ করুন। আমিA Passage to the English Language By SM Zakir Hussain পরেছিলাম। আপনার অন্য কোন ভালো লাগলে সেই বই পড়তে পারেন। 
 Ø যে Chapter গুলো পড়বেন: 
i. Parts of speech 
ii. Tenses 
iii. Voice 
iv. Preposition ( For fill in the blank )
v. Conjunction 
vi. Derivatives ( Prefixes, Suffix) 
vii. Narration 
viii. Right from of the verb ( For fill in the blank )
ix. Common error 
## Book_Summary: 
i. Professor Bankers Recruitment Text (English Part) 
ii. IBA MBA year question ( IBA follow করে, For Private bank) 
iii. GRE BIG Book (For Private bank) 
iv. Dictionary of One-word Substitution: Vocabulary Building By Manik Joshi (BIBM follow করে) 
v. Word Smart-I & II (For Private bank)
vi. Kaplan GRE Verbal 
vii. Bank year question solution (Any book) 
viii. Objective English / MBA Entrance Examination By Thorpe (For Govt. Bank) 
ix. A Passage to the English Language By SM Zakir Hussain 
x. Assurance MCQ English for BCS (For Govt. Bank) 
## কোন ব্যাংকে (Private/Govt.) কোন বই থেকেEnglish question করে তার উপর ভিত্তি করেBook reference দেয়ার চেস্টা করলাম। আপনিPrivate/Govt. Bank কোনটারPreparation নিবেন তার উপর ভিত্তি করেBook list follow করতে পারেন। অনেকেই হয়তো বলবেনEnglish এর জন্য এত বই, আমি বলব, জী ভাই, আমি এই বই গুলোইFollow করেছিলাম। অনেকেই হয়তো দুই একটা বই পড়েই ব্যাংক এ জব পেয়েছে, কিন্তু ভাই সত্য কথা হল- আমি পাইনি,আমি হয়তো তাদের মতোCreative না। 
## আপনারা বই গুলো আগে দেখবেন তারপর ভালো লাগলে কিনবেন, আমিsuggest করেছি বলেই কিনতে হবে বিষয়টা কিন্তু তা নয়। আপনি আপনার দুর্বলতা ও ভালো দিক অবশ্যই জানেন । তাই সেই ভাবেইBank Job এরPreparation নিতে থাকুন। আপনার বিজয় হবেই, আজ অথবা কাল। 
## Next_Bank_ Job _Preparation: Part_3_(GK)
## Md. Tanvir Rahman 
Senior Officer 
Agrani Bank Ltd 
Ex-Officer (IT),Sonali Bank Ltd.
Ex-Trainee Senior Officer,Shahjalal Islami Bank Limited.
.
15. Ashish Sikder
#আমি_যেভাবে_ভালোই_উপকার_পেয়েছিঃ
 ইংরেজীতে ভালো করার জন্য আমি একটা কাজই করেছি প্রতিদিন একটা প্রথম আলো পত্রিকার যেসব গুরুত্বপূর্ণ সংবাদ আছে সেটা পড়ে ডেইলিস্টার পড়েছি কমপক্ষে ২/৩ ঘন্টা & রাতে পারলে আবার ১/২ ঘন্টা, বিভিন্ন কলাম, যেগুলো প্রথম আলোতে পড়েছি তার সংশ্লিষ্ট। আর একটা ডাইয়েরিতে অজানা শব্দ, ফ্রেজ, প্রিপজিশন এগুলো লিখে রাখতাম অর্থসহ আর পাশে যে সেন্টেন্স এর জন্য ঐ শব্দটা লিখলাম সেই সেন্টেন্সটা লিখে রাখতাম, আর লাল কালির কলম দিয়ে পেপারেও ঐ শব্দের পাশে অর্থটা লিখে রাখতাম। বছর খানেক পড়েছিলাম। প্রথম ভালোই কষ্ট হবে, ১৫-২০ দিন পরে ইজি হতে শুরু করবে এবং নিয়মিত পড়লে ব্যাংকসহ অনেক যায়গার ট্রান্সলেশন, প্যাসেজ পড়ে প্রশ্ন উত্তর করা, ইংরেজী দ্রুত পড়ে অর্থ বোঝা এগুলো স্কিল বাড়বে বলে আমি মনে করি।
 #কম্বাইন্ড_সিনিয়র_অফিসার, সোনালী ব্যাংক(রিকমেন্ডেড)
.
16. Simanto Chowdhury📷
at first everyone should to look ever the previous year question and try to understand what types of questions r common in every by the topics then noted down Ur notebook ... then u can select one book but more.. it can be "English bichitra"... it's very useful book to capture English grammar.. then u can buy a book for practice the all rules... it can be" master's".. and finally the vocabulary part .. it suitable for Barron's vocabulary by mehedi shameem... and keep ur eye on the daily star for 2 hour in every day... and learn phrases idioms.. group verbs... etc with the "UCC suppliment".. it's very helpful... that'll about English preparation.. thanks
.
17. Shaheen Mahmud📷
ব্যাংক জবের ক্ষেত্রে গণিতের মত ইংরেজিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমার যতদূর মনে পড়ে আমরা যখন প্রিপারেশন নিতাম, এই গ্রুপের শুরুর দিকে, বিশেষ করে আমি, Kabil Mahmud, আল ইসলাম, আমরা প্রিলির জন্য মুখস্থ বিষয়গুলো যেমন- Synonyms, Antonyms, Analogy, Idioms & phrases, One word substitutions, Literature ইত্যাদির আলাদা আলাদা ডাটাবেইজ তৈরি করে আগে নিজেরা বারবার পড়ে পরবর্তীতে পরস্পর পরস্পরকে মুখস্থ ধরতাম। এরকম করেword গুলো অনেকটাই মাথার মধ্যে গেঁথে যেত। গ্রামারের বিষয়টা প্র‍্যাকটিস। পড়তে পড়তে বিষয়টা আয়ত্ত হয়ে যায়। কোশ্চেন প্যাটার্ন প্রেডিকশন একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রিভিয়াস কোশ্চেন থেকে কোশ্চেন প্যাটার্ন ফলো করে সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিকের উপর প্রিপারেশন নিলে অনেকটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে।
 রিটেনের জন্য লেটারের সঠিক প্যাটার্ন জানা এবং শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ। ফোকাস রাইটিং এর ক্ষেত্রেও শব্দচয়ন গুরুত্বপূর্ণ এবং সেই সাথে অল্প কথায় তথ্যবহুল আলোচনা। ট্রান্সলেশন শুধুই প্র‍্যাক্টিস। কমন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে বিষয়বস্তু কমন পাওয়া যেতে পারে। অনেক সময় আক্ষরিক অর্থে অনুবাদের চেয়ে ভাবার্থতেই জোর দিতে হতে পারে, আর সেটা নির্ভর করে টপিকের উপর। বাক্যের key word টা ঠিকমতো ধরতে পারলে ভাবার্থ দিয়েও বাক্যের অনুবাদ শেষ করা যায়। এক্ষেত্রে Synonyms, Antonyms, Analogy, Idioms & phrases, One word substitutions থেকে ভোকাবুলারি সাহায্য নেয়া যেতে পারে। 
 প্রথম আলোয় প্রকাশিত "প্রজেক্ট সিন্ডিকেট" কলাম অনুবাদের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করতে পারে।Project Syndicate ওয়েবসাইটে ইংরেজি এবং প্রথম আলোয় এর হুবহু বাংলা অনুবাদ শেখার জন্য গুরুত্বপূর্ণ।
.
18. Shahidul Islam Raju
১.Firstly previous year question solve করতে হবে 
 ২.Math এ ভালো হতেই হবে. .. ( 
follow IBA,AUST question, Indian web, 
U tube math solution, Agarwal math solution) আমি মনে করিchapter অনুযায়ী note করে পড়া ভাল। 
 ৩. Translation এর জন্য সম্পাদকীয় সমাচার এর ইংলিশVocabulary + Prothom alo এর বাংলা শব্দ ইংলিশে নোট করে পড়া 
 ৪.synonym antonaym এর জন্যsaifurs students vocabulary এর(৯০/ ১০০ টাকাmay be..) এর সব গুলো শব্দ পড়লেইabout 50-60% common পাবেন। 
 ৫. তবে যেটাই করেন নোট করে পড়াই ভাল এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত কারণ আপনি পরীক্ষার আগের রাতে বই থেকে সবmath +word +gk দেখে শেষ করতে পারবেন নাbut নোট করে পড়লে অনেক টাই শেষ করা সম্ভব। 
(ভুল ত্রুটি মার্জনীয়)




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form