Prarthona Kobita Lyrics | প্রার্থনা কায়কোবাদ কবিতা | কবিতা প্রার্থনা | Kobita Prarthona | Kaikobad
প্রার্থনা
কায়কোবাদ
বিভাে , দেহ হৃদে কল !
না জানি ভকতি , নাহি জানি স্তুতি ,
কী দিয়া করিব , তােমার আরতি
আমি নিঃসম্বল ।
তােমার দুয়ারে আজি রিক্ত করে
দাড়ায়েছি প্রভাে , সঁপিতে তােমারে
শুধু আঁখি জল ,
দেহ হৃদে কল ।
বিভাে , দেহ হৃদে বলা
দারিদ্র্য পেষণে , বিপদের ক্রোড়ে ,
অথবা সম্পদে , সুখের সাগরে
ভুলি নি তােমারে এক পল ,
জীবনে মরণে , শয়নে স্বপনে
তুমি মাের পথের সম্বল ;
দেহ হলে বল ।
বিভাে , দেহ হৃদে বল ।
কত জাতি পাখি , নিকুঞ্জ বিতানে
সদা আত্মহারা তব গুণগানে ,
আনন্দে বিহ্বল ।
ভুলিতে তােমারে , প্রাণে অবসাদ ,
তরুলতা শিরে , তােমারি প্রসাদ
Also read :বিখ্যাত বিরহের কবিতা | বিরহের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনানন্দের বিরহের কবিতা | মহাদেব সাহার বিরহের কবিতা
চারু ফুল ফল !
দেহ হৃদে কল !
বিভাে , দেহ হৃদে বল ।
তােমারি নিঃশ্বাস বসন্তের বায়ু ,
তব স্নেহ কণা জগতের আয়ু ,
তব নামে অশেষ মঙ্গল !
গভীর বিষাদে , বিপদের ক্রোড়ে ,
একাগ্র হৃদয়ে স্মরিলে তােমারে
নিভে শােকানল !
দেহ হৃদে বল !
Tags
Education