(PDF) HSC Admission 2022-2023 BD | HSC Admission 2022-23

(PDF) HSC Admission 2022-2023 BD | HSC Admission 2022-23










#HSC-2022 & SSC-2022 Exam Update.
এবছর  হচ্ছেনা এসএসসি  ও এইচএসসি -২০২২ ব্যাচের নির্বাচনী পরীক্ষা। । নির্বাচনী পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা সরাসরি অংশ নিতে পারবে মূল পরীক্ষায়।  পরীক্ষার আগে নির্বাচনি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোর্সঃ দৈনিক ইত্তেফাক

❤️❤️HSC batch 2022 Board exam...
এসএসসির ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল!          
এবারও এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান পরীক্ষা হবে না। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।ৎ
এবার বিজ্ঞান বিভাগে ফরম পূরণ ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় ও মানবিক বিভাগে ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে। শিক্ষাবোর্ড হুঁশিয়ারি দিয়েছে, কোন প্রতিষ্ঠান বাড়তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিকল্পনা নেয়া হয়েছে, ১৫ মে'র মধ্যে শেষ হবে সিলেবাস। স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রও বাড়ানো হবে।
এছাড়া বোর্ড আরো জানিয়েছে, ব্যবহারিক থাকা বিষয়ে লিখিত পরীক্ষা হবে ৩০ নম্বরের ও এমসিকিউ ১৫ নম্বরের। অন্য বিষয়ে লিখিত ৪০ ও এমসিকিউ ১৫ নম্বরের পরীক্ষা হবে।


HSC Batch 2022 ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য---
(১)-আইসিটি পরীক্ষা হচ্ছে না,সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এটার রেজাল্ট প্রণয়ন করা হবে। (এসএসসি +জেএসসি / শুধু এসএসসি এর রেজাল্ট) 
(২) - বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ও ইংরেজি ২য় পত্র ৫০ মার্কের পরীক্ষা হবে। 
(৩)- ব্যাবহারিক আছে এমন সাবজেক্ট গুলোয় ৪৫ মার্কের পরীক্ষা হবে। (৩ টা CQ,  + ১৫ টা  MCQ)
(৪)- ব্যাবহারিক নাই  এমন  সাবজেক্ট গুলোয়,৫৫ মার্কের পরীক্ষা হবে।( ৪ টা CQ + ১৫ টা MCQ)।
অর্থাৎ বাংলা ১ম পত্র ৫৫ মার্কের এক্সাম হবে। 
(৫)-পরীক্ষার সময় ২ ঘন্টা (  MCQ:২০ মিনিট + CQ: ১ ঘন্টা ৪০ মিনিট)
(৬-)সিলেবাস( ৭০% আগের সিলেবাস) 
এবং বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের নতুন সিলেবাস। 
(৭)- পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ শে আগস্ট। 
(৮)- টেস্ট পরীক্ষা হবে না।  তবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। 
----সোর্সঃ ঢাকা বোর্ডের ওয়েবসাইট




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form