কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ PDF | Current Affairs April 2022 pdf Bangladesh

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২  | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ PDF | Current Affairs April 2022 pdf Bangladesh



Pdf is coming, Stay with us


কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশ বিষয়াবলী


প্রশ্ন : দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কে বহুপাক্ষিক বিনিয়ােগ গ্যারান্টি সংস্থার (MICA) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়ােগ পান?
উত্তর : জুনায়েদ কামাল আহমদ (প্রথম বাংলাদেশি ফয়সাল চৌধুরী)।

প্রশ্ন : ২০২২ সালে পঞ্চম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন কে?
উত্তর : সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথমবারের মতাে ভার্চুয়াল জাদুঘর চালু হয়?
উত্তর : ২৮ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন : কোন মােবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম ই-সিম (embedded-SIM) চালু করে?
উত্তর: গ্রামীণফোন।

প্রশ্ন : দেশে-বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমােরিয়াল স্থাপন করা হয় কোথায়?
উত্তর : ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে।

প্রশ্ন : ২০২২ সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়?
উত্তর : বাংলাদেশ পুলিশ।

প্রশ্ন : স্বাধীনতা পুরস্কার ২০২২ লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান?
উত্তর : ৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

প্রশ্ন: বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
উত্তর : ৫৭০।

প্রশ্ন : বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত কে?
উত্তর : পিটার ডি. হাস।

প্রশ্ন : ৮-১১ মার্চ ২০২২ বাংলাদেশে প্রথমবারের মতাে কোন সংস্থার ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (APRC) অনুষ্ঠিত হয়?
উত্তর : খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।

প্রশ্ন : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
উত্তর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে।

প্রশ্ন : দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎকেন্দ্র কোনটি?
উত্তর : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র (প্রথম বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র)।


প্রশ্ন : বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়?
উত্তর : ২ মার্চ ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ কবে ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থন করে?
উত্তর : ২২ মার্চ ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ আইএলও’র ৫টি মৌলিক কনভেনশনসহ কতটি দলিল অনুসমর্থন করেছে?
উত্তর: ২৯টি।

প্রশ্ন : ‘জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে?
উত্তর: ২ মার্চ ২০১২।

কারেন্ট অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : Most Favoured Nation (MFN) বলতে কী বােঝায়?
উত্তর : MFN বলতে বােঝায় সবচেয়ে পছন্দের দেশের তালিকা। অর্থাৎ, আন্তর্জাতিক বাণিজ্যে এক রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদার স্তরই MFN।

প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম কী?
উত্তর : চানাক্কালে ১৯১৫ সেতু, তুরস্ক।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযােগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নাম কী?
উত্তর: স্টিঙ্গার।

প্রশ্ন : ৮ মার্চ ২০২২ ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে?
উত্তর: Noor-21

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি ২০২২ ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে পান কে?
উত্তর : খালেদ কাবুব।

প্রশ্ন: ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : ভলােদিমির জেলেনস্কি।

প্রশ্ন : SWIFT’র পূর্ণরূপ কী?
উত্তর : Society for Worldwide Interbank Financial Telecommunication.
 
প্রশ্ন : যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে খাদ্য, জ্বালানি, গােলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে?
উত্তর : Acquisition and Cross Servicing Agreement (ACSA)

প্রশ্ন: যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে সামরিক গােয়েন্দা তথ্যের বিনিময় করে থাকে?
উত্তর : General Security of Military Information Agreement (GSOMIA)

প্রশ্ন : অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে?
উত্তর : ১৮ জানুয়ারি ২০২২।

প্রশ্ন : ৭০তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে?
উত্তর : কারােলিনা বিলাফস্কা (পােল্যান্ড)।

প্রশ্ন: ২০২১ সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন: ২০২১ সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত রাজধানী কোনটি?
উত্তর : নয়াদিল্লি (ভারত)।

ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ২০২২ সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হন কে?
উত্তর : তাসকিন আহমেদ।

প্রশ্ন : বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে?
উত্তর : ৩০টি (এর মধ্যে বিদেশের মাটিতে জয় লাভ করে ৭টি)।

প্রশ্ন : আন্তর্জাতিক মােটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন কে?
উত্তর: অভিক আনােয়ার।



____________________________________________________________________________


🔘 হাই ভোল্টেজ সাম্প্রতিক তথ্য:
✅বাংলাদেশ বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ সূচক ✅
 ১।দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান
=৭৫তম 
২।জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ
=ফিনল্যান্ড। 
সবচেয়ে  কম সুখী দেশ: আফগানিস্তান
৩।সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।
৪।বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে 
=- চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। 
৫।বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  এবং বাংলাদেশের
=মো. শামীম আহসান, বাংলাদেশ
৬। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৭। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
৮।  'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- 
=২ মার্চ ২০২২
৯। E-Sim=Embedded Subscriber Identity Module.
১০। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-=কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)
১১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
- গিরিকন্যা।
১২। বাংলাদেশের তৈরি প্রথম রকেট
=ধূমকেতু
১৩। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা - =৮ জন
১৪। দেশের  ২৯ তম গ্যাসক্ষেত্র আবিষ্কার
 : ভোলার ভেদুরিয়ায়,নাম :ভোলা নর্থ -১।
১৫। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)
১৬. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।
১৭।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়
=২৫৯১ মার্কিন ডলার এবং 
মাথাপিছু GDP
=২৪৬২ মার্কিন ডলার। 
.
✅আন্তর্জাতিক বিষয়াবলি ✅
 
৩। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---
=২৮ ফেব্রুয়ারি ২০২২। 
৪। ন্যাটোর বর্তমান  সদস্য দেশ
-৩০ টি।
 
১৬। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--
=মিশর
১৭। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- 
সংযুক্ত আরব আমিরাত
১৮। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে =২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে
১৯। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-
=২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২।
২০।২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
= ভারতে 
২১।বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়
=জার্মানিতে।
২২।২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।
২৩।বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম
=RCEP(সদস্য ১৫টি)
২৪।ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে
=বোর্নিও দ্বীপের কালিমানতানে। 
২৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-- =
নুসানতারা


১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
বঙ্গবন্ধ-২  স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ 'ন্যায়কণ্ঠ'।
৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :
হাভিয়ের কাবরেরা (স্পেন)।
৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম 'রিহলা'। 
১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য 'আইসিটি পণ্য ও সেবা'। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো 'চামড়া ও চামড়াজাত দ্রব্য'।
১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম।
১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে - ২৪ তম।
১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম - স্ফুলিঙ্গ।
১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট "STAR" (The Smart Tissue Autonomous Robot)
১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ - শাহিন শাহ আফ্রিদি।
১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসান্তারা' (অবস্থান - বোর্নিও দ্বীপে)𑅁
২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির' বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম - 'এমোরিভির ২০০
২২. ১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
২৫. 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য  চলচ্চিত্র - "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়।
পরিচালক 
- রেজওয়ান শাহরিয়ার।
২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর 
- ২০১৫-১৬
২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
 - চীন।
২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে 'Fintech Ecosystem Development Corporation'.
৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই



🔺🔺এক নজরে “স্বাধীনতা পুরস্কার ২০২২”-
✅‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পাচ্ছেন-১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।
#স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) এবং সিরাজুল হক (মরণোত্তর)।
#চিকিৎসাবিদ্যায়- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। 
#সাহিত্যে- মো. আমির হামজা (মরণোত্তর)।
#স্থাপত্যে- স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর)। 
#গবেষণা ও প্রশিক্ষণে- ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ’।



৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
১০। 'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- ২ মার্চ ২০২২
১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর "গ্রামীণফোন"(৭ মার্চ ২০২২)।
১২। E-Sim=Embedded Subscriber Identity Module.
১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে - চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- সংযুক্ত আরব আমিরাত।
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান - ১০৫ তম।

২০২২ সালের জন্য প্রথমবার বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সভাপতি - মো. শামীম আহসান

বাংলাদেশে প্রথমবারের মতো 'ই-সিম' (embedded-SIM) চালু করেছে গ্রামীণফোন।



দেশে প্রথমবার দেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে

বাংলাদেশে(ঢাকায়) প্রথমবার FAO-এর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৮-১১ মার্চ

‘বীমা পদক-২০২২’ অর্জন করেছেন নজরুল ইসলাম খান।

দেশের ৫ম 'ওয়াসা' (Water Supply & Sewerage Authority - WASA) গঠিত হয়েছে সিলেটে






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form