Download Mukhosh (মুখোশ) (2022) Bangla Movie and Review
Review:
একজন লেখকের লেখনী ও মনস্তত্ত্ব নিয়ে তৈরি।
লেখকের নিজের তৈরি চরিত্র যদি তার সামনে চলে আসে কেমধ হবে তার অনুভূতি?
লেখকের লেখনী কি টাকায় মাপা সম্ভব?
বর্তমান আসলে কি?
মৃত্যুই কি শেষ?
*প্লট: গল্পে দেখা যাবে একজন পাঠিকা যে তার প্রিয় লেখকের সাক্ষাৎকার নিতে যায় এবং সে সাক্ষাৎকার নিতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা শুনে। পরবর্তী সময়ে সে লেখকের লেখা পুনরায় পড়তে গিয়ে লক্ষ্য করে Page no. ৪৪ এর আগের পরের লেখা ভিন্ন।
কেন এই ভিন্নতা, এখানে রহস্য শুরু।এই রহস্য কোন অসাধারণ বা জটিল কিছু নয় কিন্তু এই রহস্যের জের ধরে আরো রহস্য শুরু হয়।
যা ভাবছেন তা না, বিষয়টা হচ্ছে আপনি রহস্য বুঝতে পারবেন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত শেষ হবে না।
**অভিনয়:
মোশাররফ করিম, আজাদ আবুল কালাম এনাদের নিয়ে বলার দরকার নেই। ওনারা সব জায়গায় বেষ্ট।
প্রান রায়,ইরেশ যাকের দুজনেই মারাত্মক অভিনেতা এবং এবারো দেখিয়ে দিয়েছেন।
পরীমণি যথেষ্ট ভালো অভিনয় দেখিয়েছেন।
রোশান এর অভিনয় টা তেমন ভালো না লাগলেও গল্পে মানিয়ে যায়।
** Redrum এর পর আবারো একটা সুন্দর মুভি।**
সবাইকে সিনেমা হলে গিয়ে মুভিটা দেখার অনুরোধ রইল।
সাপোর্ট পেলে আশাকরি এরকম ভালো ভালো মুভি আরো পাবো আমরা।
Happy Watching..🙂
Mukhosh 2022 Bangla Full Movie Musharraf Korim - Porimoni
গত ১৮ই ফেব্রুয়ারি সিনেমার আড়াই মিনিটের একটি ট্রেইলার মুক্তি পায় মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা উচ্চাকাঙ্ক্ষী লেখক ইব্রাহিম খালেদের চরিত্রে মোশাররফ করিমকে দেখা যায়। অন্যদিকে সাংবাদিক চরিত্রে পরীমনি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইছে। এই প্রথম মোশারফ করিমের সঙ্গে পরিমনির মোশারফ করিম এবং পরীমনিকে নতুনভাবে পর্দায় দেখতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে।
ইফতেখার শুভর এ বছরের প্রথম সিনেমা মুখোশ ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা হচ্ছে মুখোশ। মুখোশ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় সঙ্গীত আয়োজন করেছে আহমেদ হুমায়ুন গানটিতে ভিন্ন রকম দেখা যায় মোশারফ করিমকে। গানটি প্রকাশ পেয়েছে গত ২ জানুয়ারি।
___________________________________________________________
______________________________________________________________
আপনি গুগল এ গিয়ে (learningtreebd,xyz) লিখে সার্চ করুন এবং এই ওয়েবসাইট এ প্রবেশ করুন
তারপর আপনি ওয়েবসাইট এ ডুকে ওয়েবসাইট এর সার্চ অপসন এ গিয়ে মুভি নাম লিখে সার্চ করুন.
তাহলে আপনি মুভি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন
learningtreebd,xyz এই ওয়েবসাইট থেকে আপনি নিচের মুভি গুলোও দেখতে পারবেন
______________________________________________________________
বর্তমানে ভালো কয়েকটা মুভি আমাদের সাইটে দেখতে পাবেন। সেগুলো মধ্যে হচ্ছে-
- রেডরাম
- লোহার তরী
- শাটিকাপ
- টান
- বলি
- মহানগর
- ৯ এপ্রিল
- খাঁচার ভেতর অচিন পাখি
- পোড়ামন ২
- জুজু আসছে
- ন ডরাই
- মরীচিকা
- মিশন এক্সট্রিম ইত্যাদি
তাছাড়া জনপ্রিয় তুর্কী সিরিজ কুরুলুস ওসমানের এপিসোড গুলোও আমাদের সাইটে আপলোড করা হচ্ছে।
কীভাবে মুভি খুঁজে বের করবেন?
আপনি আমাদের সাইটে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে পারবেন অথবা আমাদের ক্যাটাগরিতে গিয়ে দেখতে পারবেন।
আশা করি আমাদের সাইটে আপনি ভালো উপভোগ করবেন।
Tags
Movie Review