তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (MIB) (তথ্য অধিদপ্তর) এর অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (MIB) (তথ্য অধিদপ্তর) এর অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২



বাংলা অংশের সমাধানঃ 

১। সন্ধি বিচ্ছেদ করুন।

ষষ্ঠ = ষষ্ + থ

সঞ্চয় = সম্ + চয়

শীতার্ত = শীত + ঋত

বনৌষধি =  বন + ওষধি 

নায়ক = নৈ + অক

২। অর্থ লিখুন। 

অকুল পাথার = ভীষণ বিপদ 

চিনির পুতুল = পরিশ্রম কাতর

তামার বিষ = অর্থের কুপ্রভাব

রাবণের চিতা =  চির অশান্তি

সাক্ষী গোপাল = নিষ্ক্রিয় দর্শক

৩। এক কথায় প্রকাশ করুন। 

কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ

যা বালকের মধ্যেই সুলভ = বালসুলভ

উভয় হাত সমানভাবে চলে যার = সব্যসাচী

নিন্দা করা ইচ্ছা = জুগুপ্সা

যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব

 

৪। বিপরীত শব্দ লিখুন। 
প্রায়শ = কদাচিৎ

সঞ্চয় = ব্যয়

আশা = হতাশা 

উৎকর্ষ = অপকর্ষ 

যুক্ত = বিযুক্ত 

 

৫। Fill in the blanks. 

a) He is capable — doing it. Ans: of

b) Nazrul is — Byron of Bangladesh. Ans: the

c) He is good — mathematics. Ans: at

d) The sky is — us. Ans: above 

e) What is the time — your watch. Ans: by

 

৬। Translate into English.

ক) আমি যদি ধনী হতাম। ‍Ans: I wish I were rich.  

খ) ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থি। Ans: Dhaka stand on the bank of Buriganga.

গ) দেশপ্রেম একটি মহৎ গুণ। Ans: Patriotism is a great virtue.

ঘ) নিরক্ষরতা একটি অভিশাপ।Ans:  Illiteracy is a curse

ঙ) আমি সাঁতার কাটতে জানি। Ans: I know how to swim.

 

৭। Write down the Bengali meaning of the following phrases.

a) At home = দক্ষ 

b) For good = চিরতরে 

c) Black and white = লিখিতভাবে 

d) Cats and dogs ‍= মুষলধারে 

e) A round dozen =  পূর্ণ ডজন

৮। Write five sentences on “Digital Bangladesh”.

Digital Bangladesh means a technology-based prosperous country where computers will be widely used. All the economic activities of the country will be monitored and controlled via the internet. Internet facilities will be provided to every nook and corner of the country so that everyone may have easy access to the internet. With the help of the internet, a man can have any information he needs sitting anywhere. He need not go to a place in person to have a service or information.

 

গণিত অংশের সমাধানঃ

৯। একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ৫৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তর: লাভ ১২% 

১০। উৎপাদকে বিশ্লেষণ করুন: x² + x – 2

উত্তর: ( x + 2) (x -1)

১১। একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

উত্তর: ৩০০ টাকা 

১২। x + 1x = 4 হলে, x2+ 1x² এর মান কত?

উত্তর: 14

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১৩। পূর্ণরূপ লিখুন: 

PID = Press Information Department

SDG = Sustainable Development Goals

 

১৪। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? উত্তর: ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১) 

১৫। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর: ৬.১৫ কিলোমিটার


 
১৬। কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? উত্তর: হামিদুর রহমান

১৭। জাতীয় শিশু দিবস কোন তারিখে উদযাপিত হয়? উত্তর: ১৭ মার্চ

১৮। ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজন মু্ক্তিযোদ্ধা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব পেয়েছন? উত্তর: ৭ জন 

২০। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তর: তাজউদ্দিন আহমদ

২১। ছয়দফা কত সালে ঘোষিত হয়? উত্তর: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (MIB) (তথ্য অধিদপ্তর) এর অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২




















Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form