হাঁস পালন পদ্ধতি বই (PDF) | হাঁসের বাচ্চা পালন পদ্ধতি | হাঁসের ঔষধ তালিকা
হাঁস পালন পদ্ধতি বই (PDF) Download
হাঁসের বাচ্চা পালন পদ্ধতি: খাবার ও ঔষধ ব্যবস্থাপত্র
অনেকেই নতুন হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, কিন্তু হাঁসের বাচ্চাকে খামারে এনে প্রথম দিন থেকে ১ মাস বয়স পর্যন্ত কি খাওয়াবেন, কি ভাবে খাওয়াবেন, কি কি রোগের টিকা দিতে হবে, কখন দিতে হবে, জানেন না। যারা জানেন না করণীয় কি, কিন্তু খামার শুরু করেছেন বা করবেন নিচের নির্দেশনাগুলো তাদের জন্য একজন সফল হাঁস খামারী করে তুলবে।
হাঁসের বাচ্চার ঘর:
হাঁসের বাচ্চা ব্রডিং কালিন ঘরে মেঝে পাকা থাকলে, মেঝেতে চট অথবা ধানের তুষ বিছিয়ে দিতে হবে। মেঝে কাচা থাকলে মেঝেতে ধানের খড় বিছিয়ে দিতে হবে। তাহলে মেঝেতে পানি পড়লে বাচ্চা ভিজে যাবে না ও বাচ্চার ঠান্ডা লাগবে না।
বাচ্চার খাবার
বাচ্চা পরিবহণ করে খামারে আনার পরে, প্রথমেই বাচ্চাকে স্যালাইন বা গুলুকোজের পানি দিতে হবে। আধা ঘন্টা পরে হাঁসের বাচ্চাকে খাদ্য দিতে হবে। খাবার হিসাবে মুড়ি অথবা চিড়া ভিজিয়ে নরম করে মেঝেতে ছিটিয়ে দিতে হবে, প্রথম ২ দিন পর্যন্ত। এর পর থেকে এক মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধু মাত্র ব্রয়লারের স্টাটার পিলেট ফিড পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, কারন হাঁসের বাচ্চা শুকনা খাবার খেতে পারেনা। খেয়াল রাখতে হবে খাবার যেন বেশি ভিজে না যায়।
বাচ্চার বয়স যখন ১৫ দিন থেকে ১৭ দিন হবে তখন থেকে বাচ্চাকে পানিতে দিতে হবে। এর আগে বাচ্চাকে পানিতে দেওয়া যাবে না, দিলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। বাচ্চাকে বেশি সময় পানিতে রখা যাবে না। প্রথম দিন বাচ্চাকে আধা ঘন্টা পানিনে গোসল করাতে হবে এবং প্রতি দিন সময় বাড়াতে হবে।
মেডিসিন ব্যবহার:
ডক্সিসাইক্লিন (Doxycycline) গ্রুপের যে কোন একটি ঔষধ প্রথম দিন খামারে এনে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এই ঔষধটির কাজ হলো ব্যাকটেরিয়া প্রোটিন তৈরিতে বাধা দেওয়া এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিরোধ করে। এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
ডক্সিসাইক্লিন (Doxycycline) গ্রুপের ঔষধগুলো হলো-
ঔষধের নাম কোম্পানির নাম
- ডক্সাসিল ( Doxacil) স্কয়ার
- ডক্সিভেট (Doxivet) রেনাটা
- এন্টিডক্স (Antidox) এ সি আই
উপরের যে কোন একটি ঔষধ ২-৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে খাওয়াতে হবে।
ভিটামিন (ডব্লিউ এস) গ্রুপের ঔষধ সমুহের নাম নিচে দেওয়া হলো-
ঔষধের নাম কোম্পানির নাম
- এসি ভিট ডব্লিউ এস (ACIvit WS) এসি আই
- রেনা ডব্লিউ এস ( Rena WS) রেনাটা
- বি কম ভিট, পিথি ডব্লিউ এস ( Becomvit,Prithi WS) স্কয়ার
উপরের যে কোন একটি ঔষধ ৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে প্রতি সপ্তাহে ২-৩ দিন খাওয়াতে হবে।
থায়াভিন প্লাস পাউডার, ১ গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে দিতে হবে। এটি প্রতি সপ্তাহে ২-৩ দিন ৪ সপ্তাহ বয়স পর্যন্ত।
এডি৩ই (AD3E), গ্রুপের ঔষধ সমুহের নাম নিচে দেওয়া হলো-
ঔষধের নাম কোম্পানির নাম
- রেনাসল এডি৩ই (Renasol AD3E) রেনাটা
- ভিটামিন এডি৩ই (Vitamina AD3E) এসি আই
ই এস এডিই (E S ADE) স্কয়ার
উপরের যে কোন একটি ঔষধ ৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে প্রতি সপ্তাহে ১-২ দিন খাওয়াতে হবে।
রোগ-বালাই প্রতিকারের জন্য টিকা প্রদান
রোগ-বালাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটা সবথেকে গুরত্বিপূর্ণ কাজ। নিচে হাঁসের বাচ্চার টিকা দেওয়ার সময় ও নিয়ম দেওয়া হলো-
- হাঁসের বাচ্চার ২৫ দিন বয়সে ডাক প্লেগ টিকা দিতে হবে। ১ মিলি করে বাচ্চার রানের মাংসে দিতে হবে।
- হাঁসের বাচ্চার ৪২ দিন বয়সে ডাক প্লেগ টিকা দিতে হবে। ১ মিলি করে বাচ্চার রানের মাংসে দিতে হবে। ( বুস্টার ডোজ)
- হাঁসের বাচ্চার ৬০ দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হবে। ১ মিলি করে বুকের চামরার নিচে।
- হাঁসের বাচ্চার ৭৫ দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হবে। ১ মিলি করে বুকের চামরার নিচে। ( বুস্টার ডোজ)
এছারা মিনারেল প্রমিক্স, ভিটামিন, আয়রন, জিংক এসকল ঔষধ ভেটোনারী ডাক্টার অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে প্রয়োগ করতে হবে
"হাঁসের বাচ্চার প্রথম ২৫ দিনের লালন-পালনের তালিকা"
===================================
যারা নতুন হাঁসের খামার করছেন তারা বাচ্চাকে কি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন ইত্যাদি নানা রকম প্রশ্ন আছে, তাদের জন্য শুধু প্রথম ২৫ দিনের একটা তালিকা দেয়া হল।
***********************************************************************
★ বাচ্চা পরিবহন করে খামারে এনে সর্বপ্রথম রেনা লাইট স্যালাইন মিশ্রিত পানি পান করিয়ে আধাঘন্টা পরে খাদ্য দিতে হবে।
★ ১ম দিন থেকে ২০ দিন পর্যন্ত শুধু মাত্র ব্রয়লার স্টাটার পিলেট ফিড খাবার পানির সাথে মিশিয়ে অথবা শুকনো গুড়ো করে খাওয়াতে হবে, তবে পানি যেনো বেশি না হয়, কেননা তাতে বাচ্চা ভিজে মারা যাবার সম্ভবনা অত্যাধিক।
************************** ************************************* ********পানির সাথে সে সকল মেডিসিন থাকবে তা নিচে দেওয়া হল***********
--------------------------------------------------------------
* রেনামাইসিন পাউডার : ১ গ্রাম প্রতি ১ লিটার পানিতে, বয়স ৩-৭/৮ দিন পর্যন্ত।
* রেনা ডব্লিউ এস পাউডার : ১ গ্রাম প্রতি ৩ লিটার পানিতে, প্রতি সাপ্তাহে ২/৩ দিন ।
* থায়াভিন প্লাস পাউডার : ১ গ্রাম প্রতি ১ লিটার পানিতে, প্রতি সাপ্তাহে ২/৩ দিন, ৪ সাপ্তাহ পর্যন্ত ।
* রেনা এ ডি৩ ই সিরাপ : ১ গ্রাম প্রতি ৩ লিটার পানিতে, প্রতি সাপ্তাহে ১/২ দিন ।
* রেনামক্স ৩০% পাউডার : ১ গ্রাম প্রতি ২ লিটার পানিতে, ৩০ দিন বয়স থেকে ৩৪ দিন পর্যন্ত ।
* ২১ দিন থেকে যে দানাদার খাদ্য খাওয়াবেন তা এই page এ সার্চ করলেই পেয়ে যাবেন।
----------------------------------------------------------------------------
******************** টিকা প্রদান ************************
----------------------------------------------------------------------------
* ডার্ক প্লেগ : বয়স ২৫ দিন, ১ মিলি করে রানের মাংসে।
* ডাক প্লেগ : বয়স ৪২ দিন, ১ মিলি করে রানের মাংসে।( বুস্টার ডোজ )
* কলেরা : বয়স ৬০ দিন, ১ মিলি করে বুকের চামরার নিচে।
* কলেরা : বয়স ৭৫ দিন, ১ মিলি করে বুকের চামরার নিচে।( বুস্টার ডোজ)
তবে ডার্ক প্লেগ টিকা ২য় বার দেওয়ার পর থেকে ৪ মাস পর পর এব কলেরা টিকা ৬ মাস পর পর দিতে হবে।
ভিটামিন - মিনারেল প্রমিক্স, জিংক, আয়রন এ সকল যাবতীয় ঔষধ প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে সরবারহ করতে হবে।
-----------------------------------------------------------------------------
২৫ দিন বয়সের আগে বাচ্চাকে পানিতে নামানো যাবে না।
আরামদায়ক তাপমাত্রার জন্য বাচ্চাকে ব্রডিং এর ব্যবস্থা করতে হবে।
এখানে রেনাটা কোম্পানির ঔষধের নাম ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে একই ঔষধ স্কয়ার, এসিআই, একমি বা অনান্য কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারেন।
Tags
Books