মহানিয়ন্ত্রক কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

মহানিয়ন্ত্রক কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২


১। ”বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” – কার লেখা? উত্তরঃ জীবনানন্দ দাশ

২। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ – চরণটির রচয়িতা কে? উত্তর: সুকান্ত ভট্টাচার্য

৩। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তর: আগুনের পরশমনি

৪। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির গীতিকার কে? উত্তর: আবদুল গাফফার চৌধুরী

৫। ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গ্রন্থ? উত্তর: উপন্যাস

৬। ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’- কে সম্পাদনা করেছেন? উত্তর: হাসান হাফিজুর রহমান

৭। নিচের কোন বানানটি সঠিক? উত্তর: পরিষ্কার

৮। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর: ধ্বনি

৯। বাংলা স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১ টি

১০। ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন ‍দুটি বর্ণ রয়েছে? উত্তর: দ + ধ

১১। নিম্নের কোনটি শব্দের আগে বসে? উত্তর: উপসর্গ

১২। নিচের কোনটি গুনবাচক বিশেষ্য? উত্তর: মধুরতা

১৩। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? উত্তর: জীবন

১৪। ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর: আরবি

১৫। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর: ধাতু

১৬। ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তর: ঘ্রা + আন

১৭। সমাস ভাষাকে – উত্তর: সংক্ষেপ করে

১৮। কোনটি উভয় লিঙ্গ? উত্তর: সন্তান

১৯। ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি? উত্তর: কবিতাগুচ্ছ

২০। ছাদ থেকে পানি পড়ে – কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদানে ৫মী


 
২১। ‘Out and Out’ means – উত্তর: Thoroughly

২২। The antonym for ‘Recalcitrant’ উত্তর: compliant

২৩। ‘আমার ক্ষুধা নেই’ এর ইংরেজী – উত্তর: I have no appetite

২৪। Which one is the correct spelling? উত্তর: quorum

২৫। I need some books, ———-? উত্তর: Don’t I

২৬। Change into passive, “Whom do you want? উত্তর: Who is wanted by you?

২৭। ‘We shall be blamed” এর Active Voice কোনটি? উত্তর: everyone will blame us

২৮। This is the man who went there, It is a/an —- clause উত্তর: Adjective Clause

২৯। He ran —- the field. উত্তর: across

৩০। He has abhorrence ___ war. উত্তর: to

৩১। Neither Mily nor Lily ___ qualified for the job. উত্তর: is

৩২। Parcel – means উত্তর: Postage

৩৩। “Knowledge comes but wisdom lingers”, কার উক্তি? উত্তর: Alfred Lord Tennyson

৩৪। ‘War and Peace’ উপন্যাসটি কার লেখা? উত্তর: Leo Tolstoy

৩৫। অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজী অনুবাদ কোনটি? উত্তর: The unfinished Memories

৩৬। If he runs fast, he —- win the prize. উত্তর: will

৩৭। ‘Come here’ – এর indirect speech কোনটি? উত্তর: He told me to go there

৩৮। Truth এর সঠিক adjective form হবে- উত্তর: None of them

৩৯। ‍‘See’ শব্দটির Noun কোনটি? উত্তর: sight

৪০। The verb of the word “Economy” is উত্তর: economize

৪১। একটি সংখ্যার তিনগুনের সাথে দ্বিগুন যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? উত্তর: ১৮

৪২। ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তর: ১০

৪৩। ০.০০০১ এর বর্গমূল কত? উত্তর: ০. ০১

৪৪। কোন সংখ্যাটি বৃহত্তম? উত্তর: ০.৩

৪৫। দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যাক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘন্টা পরিশ্রম করে ৯ জন ব্যাক্তি কাজটি কত দিনে করবে? উত্তর: ১৬ ঘন্টা

৪৬। এক টাকায় ৩ টি করে আম ক্রয় করে এক টাকায় ২ টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০%

৪৭। ০.৫ ০.০৫ = ? উত্তর: ১০

৪৮। a + b + c = 15 এবং ‍a2+b2+c2=83 হলে ab + bc+ ac এর মান কত? উত্তর: ৭১

৪৯। ২৫ ফুট লম্বা একাটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট হলো? উত্তর: ৫

৫০। x+1x=1 হলে x3+1×3 এর মান কত? উত্তর: ৪

৫১। সালেহ ও আনুর বয়সের অনুপাত 5 : 4। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 11 : 9 হবে। আনুর বর্তমান বয়স কত? উত্তর: ২৪


৫২। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তর: ৫%

৫৩। বর্গমূল নির্ণয় করুন: .০০২৫ উত্তর: ০.০৫

৫৪। ১২৫০ কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? উত্তর: ২

৫৫। তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা পর পর একত্রে বাজতে থাকবে। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে? উত্তর: ৩ বার

৫৬। (a – 5) (a + x) = a2 – 25 হলে x এর মান কত? উত্তর: ৫

৫৭। একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত? উত্তর: ৩৪

৫৮। কোন সংখ্যাটি ব্যতিক্রম? উত্তর: ৭৪৩

৫৯। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত? উত্তর: ২৬০

৬০। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
উত্তর: ৭০

৬১। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন

৬২। ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর: ম্যাগনাকার্টা

৬৩। ১৯৭১ সালে ‘The concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: নিউইয়র্ক

৬৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁ

৬৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? উত্তর: ৪ টি

৬৬। সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটার কত সালে তৈরি হয়? উত্তর: ২০০৬

৬৭। বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশী? উত্তর: মৌলভীবাজার

৬৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর: পি. জে হার্টজ

৬৯। বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? উত্তর: ১৯৯৮

৭০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? উত্তর: ধারা ২৭

৭১। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর: মাইনুল হোসেন

৭২। কোন ভাষায় সবচেয়ে বেশী মানুষ কথা বলে? উত্তর: মান্দারিন

৭৩। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর: মাললা ইউসুফজাঈ

৭৪। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? উত্তর: থাইল্যান্ড

৭৫। কোন দেশটি NATO এর সদস্য? উত্তর: তুরস্ক

৭৬। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল? উত্তর: ৫১

৭৭। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর: নীলনদ

৭৮। বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী? উত্তর: মিশর

৭৯। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তর: বরিশাল

৮০। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তর: ৭৮.০২%

৮১। অনুচ্ছেদ লিখুনঃ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হয়েছিল কিন্তু বাঙালির স্বাধীনতা সংগ্রাম যুগ-যুগ ধরে চলে এসেছিল। অবশেষে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহিদের রক্ত ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এর সমাপ্তি ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে।




মহানিয়ন্ত্রক কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২


মহানিয়ন্ত্রক কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২



CGA "জুনিয়র অডিটর" পরীক্ষা পদ্ধতিঃ
প্রথমত, ১০০ নম্বরের এমসিকিউ। মোট ৮০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাঁটা যাবে।
সময়ঃ ৬০ মিনিট।
বিঃদ্রঃ প্রবেশপত্রে অতিরিক্ত ৫ মিনিট দেওয়া আছে। যেটা 'ফ্লাই পেপার' নামক একটা পেজ দেওয়া হবে। সেখানে রোল, নাম, পিতা-মাতার নাম, নিজ জেলা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করে যেকোন একটা টপিকস সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে হবে। এর জন্য অতিরিক্ত কোন মার্কস নেই। তবে যতটুকু যা লিখতে বলবে তা যা পারেন লিখবেন।
পরবতীতে সত্যতা নিশ্চিত করতে এটা করে থাকে।
দ্বিতীয়ত, এমসিকিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লিখিত পরীক্ষা হবে কিনা এখনই বলা যাচ্ছে না। হলে  ৭০ /৮০ নম্বরের (সম্ভাব্য) ১ ঘন্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষা হবে।
তৃতীয়ত, তবে লিখিত পরীক্ষার হলে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভাইভা হবে। অথবা  প্রিলি+ ভাইভা।
তবে কোন কম্পিউটার টেস্ট হবে না।
#পরিমার্জিত

Practice:

নতুন ব্যাকরণ Vs পুরাতন ব্যাকরণ (৯ম ও ১০ম শ্রেণি)
-
► উষ্মধ্বনি: 
বর্তমানে ৩টি (শ, স, হ);  
পূর্বে ছিলো:  ৪টি (শ, স, ষ, হ)
► সমাস: 
বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ); 
পূর্বে ছিলো: ৬ প্রকার।
► উৎস অনুযায়ী বাংলা শব্দ: 
বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি); 
পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)
► পদ মোট: 
বর্তমানে ৮ প্রকার; 
পূর্বে ছিলো: ৫ প্রকার
► সর্বনাম: 
বর্তমানে  ৯ শ্রেণিতে বিভক্ত;  
পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত
► বিভক্তি: 
বর্তমানে ৩ প্রকার; 
পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)
► বর্তমান কাল: 
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান); 
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)
► ভবিষ্যৎ কাল: 
৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ); 
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)
► কারক: 
বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক); 
পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)
► যতিচিহ্ন: 
বর্তমানে ১৪টি; 
পূর্বে ছিলো: ১২টি।
► বাংলা ভাষার অবস্থান 
বর্তমানে ষষ্ঠ;
পূর্বে ছিলো: চতুর্থ
► স্পর্শ ধ্বনি:
বর্তমানে ২০টি;
পূর্বে ছিলো: ২৫টি

Science:

বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। 
১।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg
২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন
শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন
৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।
৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।
৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।
৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।
৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL
৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।
৯। রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে
১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।
১১।ধমনির রক্তের pH - ৭.৪।
১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার
১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।
১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।
১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।
১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া
১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।
১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।
১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%
২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়
২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।
২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।
২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।
২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল
২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।
২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল
২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।
২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি
২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।
৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।
৩২।রক্ত কণিকা - ৩ প্রকার
৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।
৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।
৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা
৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।
৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।
৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।
৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।
৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।
৪১।RBC - Red Blood cell।
৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh
৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)
৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।
৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।
৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম
৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।
৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে
৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein।

বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিচে দেওয়া হলো।
✪আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি - (গেজেটেড) ; ১,৪৭,৬১০বর্গ_কি:মি-(বেসরকারি) 
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৫০ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯৫ টি
✪থানা : ৬৫২ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে এখনি যোগ দিন। 
Sh Sakil's BCS  preliminary  preparation. 
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৩৯টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৭টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধা: ৬৭২ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৮টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৫টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৭টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ৩০টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।


The solution of the question will be solved after the exam on 01-04-2022

 


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form