সিজিএ (CGA) কস্পিউটার টাইপিস্ট পদে প্রশ্নের সমাধান ২০২২

সিজিএ (CGA) কস্পিউটার টাইপিস্ট পদে প্রশ্নের সমাধান ২০২২


বাংলা অংশ সমাধানঃ 

১। ‘সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ – এর মূল অর্থ কোনটি? উত্তরঃ সহমর্মিতা

ব্যাখ্যাঃ উদ্ধৃতাংশটি কামিনী রায় রচিত ‘পরার্থে’ কবিতার একটি অংশ। লাইনটি দ্বারা প্রকাশ পেয়েছে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের ভিত্তি। 

২। ……. ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব।  উত্তরঃ বিদ্যুৎ  

ব্যাখ্যাঃ বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাপনে ব্যবহৃত প্রায় সকল জিনিস অচল।  

৩। ‘সে যে কোথায় তা আমার জানা নাই’-  কোন ধরনের বাক্য? উত্তরঃ জটিল 

৪। কুসংস্কারঃ শিক্ষা হলে ব্যাধিঃ ——– উত্তরঃ চিকিৎসা 

৫। “শীকর” শব্দের অর্থ কি? উত্তরঃ জলকণা 

ব্যাখ্যাঃ “শীকর” শব্দের অর্থ জলকণা; জলবিন্দু।

৬। শুদ্ধ বানান কোনটি?  উত্তরঃ ত্রিভুজ  

ব্যাখ্যাঃ ভুল বানানের সঠিক উত্তর হবে শূণ্য- শূন্য  , পূণ্য-পুণ্য , ভূবন -ভুবন । 

৭। সঠিক নয় কোনটি? উত্তরঃ প্রানী এবং ধরনি  

ব্যাখ্যাঃ ধরণী সঠিক বানান যার অর্থ শরিত্রী, ধরা, পৃথিবী। প্রানী বানানটিও ভুল আছে সঠিক হবে  প্রাণী।   

৮। ‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কি? উত্তরঃ প্রিয়জন সমাগম

৯। “কর্মে যাহার ক্লান্তি নাই” এই বাক্যাংশের সংক্ষিপ্তরূপ কি? উত্তরঃ অক্লান্ত কর্মী 

১০। ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারার অর্থ কি? উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি

১১। রাবনের চিতা –উত্তরঃ চির অশান্তি

১২। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? উত্তরঃ  সিংহ চিহ্নিত আসন   

ব্যাখ্যাঃ কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে মধ্যপদ লোপ পেলে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এই সমাসে  ব্যাসবাক্যের মধ্যপদ সমস্ত পদে থাকবে না। এতে পরপদের অর্থ প্রাধান্য পাবে।  সিংহ চিহ্নহিত আসন  বাক্যটি থেকে মাঝখানের ” চিহ্নিত ” শব্দটি লোপ পেলে হয় ” সিংহাসন ” যেহেতু মধ্যপদলোপ পেয়েছে , অত‌এব সিংহাসন মধ্যপদলোপী কর্মধারয় সমাস ।  

১৩। ‘চাঁদমুখ’ এর ব্যাস বাক্য হলো – উত্তরঃ  চাঁদ রূপ মুখ [রূপক কর্মধারয়] 

১৪। বুদ্ধি খাটিয়ে কাজ কর — কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ করণে শূন্য 

১৫। মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি? উত্তরঃ জীবন ও রাজনৈতিক বাস্তবতা 

ব্যাখ্যাঃ জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাঙালি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত জহিরের অভিষেক উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।

১৬। ‘জলোচ্ছ্বাস’ উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ সেলিনা হোসেন

ব্যাখ্যাঃ জলোচ্ছ্বাস (১৯৭৩) সেলিনা হোসেনের  ১ম উপন্যাস । 

১৭। ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? উত্তরঃ তুর্কি

১৮। একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? উত্তরঃ আলতাফ মাহমুদ

ব্যাখ্যাঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” এ গানের গীতিকার -আব্দুল গাফফার চৌধুরী। এ গানের ১ম সুরকার- আব্দুল লতিফ। গানটির বর্তমান সুরকার -আলতাফ মাহমুদ। 
 
১৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? উত্তরঃ মীর মশাররফ হোসেন

২০। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? উত্তরঃ ১৯০৭

ইংরেজি অংশের সমাধানঃ 

২১। What type of noun “freedom” is- Ans: Abstract noun ব্যাখ্যাঃ Freedom অর্থ স্বাধীনতা যা ধরা ছোঁয়া যায়না। তাই Freedom একটি Abstract Noun.

২২। The Sundarban is ____ the south of the country. Ans: to ব্যাখ্যাঃ সুন্দরবন দেশের দক্ষিণ দিকে অবস্থিত এই অর্থে prepositon হিসাবে to বসবে।

২৩।The fire ___ to spread at 9:30 pm. ‍Ans: started. ব্যাখ্যাঃ এখানে 9:30 pm দ্বারা অতীত নির্দেশক সময়কে বুঝাচ্ছে বিধায় Past Indefinite Tense হবে অর্থ্যাৎ Verb এর Past Form হবে।

২৪। I wish you ___ the problem. Ans: could solve ব্যাখ্যাঃ Sub+ Wish….Sub+ Could+ V এর base form

২৫। What is the meaning of “a white lie?” Ans: useless lie. 

২৬। Scribble: Write হলে Stammer: Ans: Speak

২৭। Transform into positive-’ He is more brilliant than you’ Ans: You are not so brilliant as he

২৮। Which one is the example of ‘Superlative degree’ Ans: He was one of the greatest leaders of our country

২৯। “Honorary” means- No regular salary

৩০। The correct passive form of “Someone has stolen his pen” Ans: His pen has been stolen


৩১। ‘Camouflage’ means- Ans: disguise

৩২। The title ‘graveyard poet’ is for-

৩৩। ‘Pygmalion’ is a- Romantic Comedy

৩৪। ‘Life is a cause with endless obstacles to hurdle’ is a quote made by

৩৫। Which two cities are referred in ‘A Tale of Two Cities’ Ans: London and Paris

৩৬। What is the meaning of “At home”? Ans: Expert

৩৭। All love flower. The interrogative is- Ans: Who does not love flower?

৩৮। ‘Curator’ means- Ans: A person who is in charge of a museum.

৩৯। Active form of ‘I was made to laugh by him.’ Ans: He made me laugh.

৪০। ‘Rafiq called me a liar’- the direct speech is Ans: Rafiq said to me, “You are a liar.”

গণিত অংশের সমাধানঃ  

৪১। ২টি ক্রমির পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭। সংখ্যা দুটি কি কি? উ. ২৩, ২৪

৪২। ১২ টি কমলার ক্রয়মূল্য ৮টি কমলার বিক্রয়মূ্ল্যের সমান হলে শতকরা লাভের হার কত? উ.

৪৩। ত্রিভুজের দুইটি কোণের অনুপাত ২ : ৩। একটি কোণ ৭৫º হলে, অন্য দুইটি কোণের পরিমাণ কত?

৪৪। কোন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য ৬º হলে ক্ষুদ্রতম কোণের মান কত? উ. ৪২º

৪৫। আয়নায় দেখা গেল ঘড়িতে ৯:৩০ মিনিট বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

৪৬। ১ টেরাবাইট সমান? উ. ১০২৪ গিগাবাইট

৪৭। ২৫ : ১২৫ হলে ৩৬ : ? উ. ২১৬

৪৮। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? উ. ৫০৫০

৪৯। সিরিজের শূন্যস্থানে কোনটি বসবে? উ. ৩৮৪০

৫০। কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায অন্তর্ভুক্ত নয়? ৪৮

৫১। যদি ৬ জন ছাত্র ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে, তবে ১ জন ছা্ত্রের ১ পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? উত্তর: ৬ 

৫২। জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ২০.১৫ সে.মি

৫৩। ৯ জন খেলোয়ারের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে?

৫৪। একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ৪৮ জন টেনিস খেলে, ১৪ জন ফুটবল খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

৫৫। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?

৫৬। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? উ. ১২৮ মি.

৫৭। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত? উ. .০১

৫৮। সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা হবে – উ. ৮

৫৯। একটি সংখ্যাকে ২১ দ্বারা গুণ করলে তা ৪২০ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? উ.২০

৬০। – ২ + (-২) – {-২(২)} – ২ এর মান কত? উ. -৬

সিজিএ (CGA) কস্পিউটার টাইপিস্ট পদে প্রশ্নের সমাধান ২০২২










সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৬১। ‘গ্রেট ডিপ্রেশন’ বলতে কি বুঝায়?

৬২। সামরিক ভাষায় WMD অর্থ কি?

৬৩। ‘সিটিবিটি’ কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?

৬৪। ‘পিপিলিকা’ একটি –

৬৫। IUCN এর কাজ হলো

৬৬। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত

৬৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

৬৮। ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে-

৬৯। কোনটি নিরস্ত্রীকরনের সাথে সম্পৃক্ত-

৭০। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয়-

৭১। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে-?

৭২। বাংলাদেশের সংবিধানের অভিভাবক- উ. জাতীয় সংসদ

৭৩। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম কি-

৭৪। ‘জয় বাংলা’ শ্লোগান বাধ্যতামূলক-

৭৫। BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? উ. দক্ষিণ কোরিয়া
 
৭৬। “হোয়াইট হল” কোনটি? লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়

৭৭। “দিয়াগো মার্সিয়া” – ভারত মহাসাগরের একটি দ্বীপ

৭৮। শরৎচন্দ্র চট্টপাধ্যায় এর ছদ্মনাম কোনটি? অনিলাদেবী

৭৯। ‘স্যাটেলাইট স্টেট’ – কোনটি? 

৮০। ‘গুলট্রাম কোন দেশের মুদ্রা- ভুটান

৮১। টীকা লিখুনঃ  ‘বাঙ্গালী জাতির পিতা’



সিজিএ (CGA) কস্পিউটার টাইপিস্ট পদে প্রশ্নের সমাধান ২০২২








Solution Coming Soon







Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form