প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি পর্ব ০১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি পর্ব ০১ 


০১) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কত সালে?
→ ১৯৭৪ সালে।
০২) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
→ ১ জানু, ১৯৯২ সালে।
০৩) কানাডা' কোন শিল্পের জন্য বিখ্যাত?
→ কাগজ।
০৪)কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
→ ০.১ সেকেন্ড।
০৫) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য?
→ উগান্ডা
০৬)যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
→ হাওয়াই।
০৭) যুক্তরাষ্ট্র ইউনিয়নে "হাওয়াই" অঙ্গ রাজ্যটি কত সালে যোগ দেয়?
→ ১৯৫৯ সালের ২১ আগস্ট।
০৮) <A এবং <B পরস্পর সম্পূরক কোণ। A=১১৫ডিগ্রি হলে, B=কত?
→ ৬৫ডিগ্রি।(B=১৮০-১১৫=৬৫)
০৯) The synonym of "Tedious"is-
→ Dull (Tedious অর্থ বিরক্তিকর)
১০) বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
→ ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ২য় বৃহত্তম শহর।
১১) "তাসের ঘর" ও "কুল কাঠের আগুন" অর্থ কী?
→ ক্ষণস্থায়ী ও তীব্রজ্বালা।
১২) ঘোটক"শব্দের অর্থ কী?
→ ঘোড়া।
১৩)পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
→ প্রাদি সমাস।
১৪) কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
→ সাধু ভাষায়।
১৫) বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
→ চন্দ্রাবতী(১৫৫০ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।)
→ মাত্র ২৫ দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে দ্রুত যুক্ত হোন এখানে →
[ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ]
১৬) "লীগ অব নেশনস"কোন সালে বিলুপ্ত হয়?
→ ১৯৪৬।
১৭) কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
→ মিজোরামে।সবচেয়ে খরস্রোতা নদী।
১৮) কর্ণফুলী' নদীর উৎপত্তি কোথায়?
→ মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।
১৯)"ক্রনুমিটার" কী?
→ সময় নির্ণায়ক যন্ত্র।
২০)একজন মানুষ কী হিসেবে পৃথিবীতে সবচেয়ে কম চাপ ন্যায়?
→ শোয়া অবস্থায়।
২১)স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত তারিখে?
→ ২ মার্চ ১৯৭১।
২২) "হামাস" কোন দেশের রাজনৈতিক সংগঠন?
→ ফিলিস্তিনের।
২৩) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
→ শূন্য।
২৪) সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় কখন?
→ অপরাহ্ণে।
২৫)আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
→ ১৭৭৬ সালের ৪ জুলাই।
২৬)আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার
সচিবালয় কোথায়?
→ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
২৭) কত সালে জাতীয় ৭জন বীরকে 'বীরশ্রেষ্ঠ"উপাধি দেওয়া হয়?
→ ১৯৭৩




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form