আওয়াজ এবার তোলো PDF | আখতারুজ্জামান আজাদ | কবিতা
'আওয়াজ এবার তোলো' এ বছরের জন্য সম্পূর্ণ নতুন। গত ৩ বছরে যেসব কবিতা লিখেছি, বইটা তাদেরই সংকলন।
আর 'প্রেমের কবিতা' বইটা নতুন, কবিতাগুলো নতুন না। জীবনে অদ্যাবধি যত কবিতা, ছড়া বা গান লিখেছি; এর মধ্যে যেগুলো প্রেম-ভালোবাসা বিষয়ক, শুধু সেগুলোকে ধরে এনে এই বইয়ে স্থান দিয়েছি। কবিতা-প্রবন্ধ-গল্প নির্বিশেষে আমার প্রায় সব বই রাজনৈতিক ডামাডোলে পরিপূর্ণ থাকে বলে সম্পূর্ণ অরাজনৈতিক একটা বই থাকা প্রয়োজনীয় বলে মনে করেছি, অন্তত যে বইটা হাতে নিতে পারবে যেকোনো মতাদর্শের মানুষ, যে বইটা প্রেমিক উপহার দিতে পারবে রাজনীতি-না-জানা প্রেমিকাকে কিংবা প্রেমিকা উপহার দিতে পারবে রাজনীতিবিমুখ প্রেমিককে। নামে 'প্রেমের কবিতা' হলেও এই বইয়ের কবিতাগুলো অবশ্য ফুল-ফল ছাল-বাকল, আকাশ-বাতাস, পাহাড়-পর্বত, সাগর-নদী, মান-অভিমান সংক্রান্ত না। এই প্রেমেও দ্রোহ আছে, ভাংচুর আছে, ধ্বংস আছে। অর্থাৎ মোলায়েম প্রেমের পদাবলি না এগুলো, গদার মতো অস্ত্রসদৃশ বলে এদেরকে প্রেমের গদাবলিও বলা যেতে পারে।
'প্রেমের কবিতা' বইয়ের সব কবিতা গণকবিতাতন্ত্রী বাংলাদেশ, এই যে আমায় আগুন দ্যাখো এবং আওয়াজ এবার তোলো বইয়ে আছে। ঐ তিন বই নেওয়ার পরও এই বইটি নেওয়া যেতে পারে সংগ্রহে রাখার জন্য, উপহার দেওয়ার জন্য, কোন কোন কবিতাকে প্রেমের কবিতা বলে স্বীকৃতি দিয়েছি— দেখার জন্য। ঢাকার বইমেলায় এই বইটি (এবং আমার অন্য সব বই) পাওয়া যাবে ৩২২-৩২৩ নাম্বার স্টলে, চট্টগ্রামে ১৪-১৫ স্টলে; আমার মূল আইডির মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে (০১৮৪২-৩৭৬-৭৮১) নক করে কেনা যাবে ই-বুক, কুরিয়ারের মাধ্যমে নেওয়া যাবে হার্ডকপিও।
তোমরা যারা অবিশ্বাসী— স্মরণ রেখো, ইতর;
বাংলা হবে অস্ট্রেলিয়া একুশ সালের ভিতর।
সিলেট হবে সিডনি-সমান, বিলেত হবে ঢাকা;
অন্ধ, কেমন ঘুরছে দ্যাখো অর্থনীতির চাকা!
ঢাকার শহর চাখার শহর— জগৎবাসী বলে;
সোনার-রুপার জোয়ার আসে হাতিরঝিলের জলে।
গোঁয়ার যারা, জোয়ার নিয়ে ঠাট্টা কেবল করো;
কে দিয়েছে মুখের খাবার, পোশাক যেটা পরো?
কে দিয়েছে জায়গা থাকার, শুকুর করো কোনো?
সবুর করো একটুখানি, একটু রসুন বোনো।
সদরঘাটের লঞ্চে চেপে গাইবে এবার জেমস,
গঙ্গাবুড়ি যাচ্ছে হতে বাংলাদেশের টেমস।
কে দেখেছে এমন ঢাকা, কারোর দাদায়-বাপে?
পিষ্ট হবে পুরান ঢাকা পর্যটকের চাপে।
চলেই যদি এদেশ, আহা, এমনতর রথে;
পুতিন এসে সেলফি নেবে পোস্তগোলার পথে।
হাসছ আবার, ফকির কবি, ঠোঁটের কোণা বেঁকে;
মালয়শিয়ার টাওয়ার হবে ঢাকার মাদারটেকে।
বাড্ডা এসে আড্ডা দেবে হন্ডুরাসের রানি,
মান্ডা এসে ঠান্ডা হবে পাশের দেশের সানি।
জগৎজুড়ে অবাক সবে, জয়ের দেশের জয়;
রোহিঙ্গাদের ক্যাম্পে ঢোকো, হিংসে যাদের হয়।
হিংসে হলো পাপের শেকড়, পতন আনে, পতন;
দিল্লি-দুবাই চাইছে হতে কেবল ঢাকার মতোন।
শুকুর করো, শুকুর—
তোমরা যারা আস্থাবিহীন, তোমরা পথের কুকুর।
ছন্নছাড়া ছড়ার ছেলে, ভরব এবার জেলে;
খবর রাখো? খুলনা এখন বাংলাদেশের এলএ।
বৃষ্টি এলেই কোমরজলে চাটগাঁ এখন ভেনিস,
সাপের সাথে সাঁতার কাটে চাটগাঁবাসীর পেনিস।
কে দিয়েছে এমন সুযোগ সাঁতার কাটার ফাও?
থাকো, না-হয় ঐটা নিয়ে আরেক দেশে যাও।
৯ জুলাই ২০১৯
বই : আওয়াজ এবার তোলো