সাধারণ জ্ঞান: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

সাধারণ জ্ঞান: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ


ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ:

ভাষণের গুরুত্বপূর্ণ দিকগুলো, দেখে নাও উপকারে আসবে।
★তারিখ :৭ই মার্চ ১৯৭১ সাল
★বাংলায়:২২ ফাল্গুন ১৩৭৭ বঙ্গাব্দ
★দিন: রবিবার
★৭ই মার্চের ভাষণ বাংলার ম্যাগনাকার্টা
/ বাংলার মুক্তির সনদ
★শুরুর সময়: ৩:২০ মিনিট
★স্থান :তৎকালীন রেসকোর্স ময়দান
(বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান),ঢাকা
স্বাধীনতা চত্বর নামেও পরিচিত।
★উপস্থিত লোকের সংখ্যা: প্রায় ১০ লাখ
★ভিডিও রেকর্ড করেন: আবুল খায়ের
ব্যবস্থাপনা পরিচালক
পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন।
★২০১৪ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা দিবস পদকে ভুষিত করা হয়।
★মাইকের নাম: "কল রেডি"
★ভাষনের স্থায়িত্ব: ভাষন দেন ২৩ মিনিট
ভাষণ রেকর্ড করা হয়: ১৯ মিনিট/১৮মিনিট ২০ সেকেন্ড / ১৮মিনিট ৪৭ সেকেন্ড
★ভাষণটিতে ব্যবহিত মোট শব্দ:১১০৮টি।
★ভাষণটি অনূদিত হয়েছে :১২টি ভাষায়
(৪৫টি ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছে)
★বাংলাদেশ নামকরণ চুড়ান্তকরন
★১৫তম সংশোধনীর মাধ্যমে ৫ম তফসিলে ৭ই মার্চের ভাষণ সংযোজন করা হয়েছে।
★ভাষণের প্রথম উক্তি :ভাইয়েরা আমার
★মূল বক্তব্য : "এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।"
★ অধিবেশনে যোগ দেওয়ার ৪টি পূর্বশর্ত ;
১.সামরিক শাসন প্রত্যাহার।
২.গনপ্রতিনিধির ক্ষমতা কাছে হস্তান্তর
৩.সেনাবাহিনী কতৃক গন হত্যার তদন্ত
৪.সেন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া।
★প্রতিক্রিয়া:
১.বাঙ্গালির মুক্তির সনদ
২.অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ
৩.সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রন প্রতিষ্ঠত হয়।
★গুরুত্বপূর্ণ অংশ: "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।"
★ভাষণে উল্লেখ করা হয় পাকিস্তানি : ইয়াহিয়া খান
জুলফিকার আলী ভুট্রো
আইয়ুব খানের নাম।
★শেষ উক্তি: জয় বাংলা
১/২০১৭ সালে ৩০ অক্টোবর UNESCO এই ভাষণকে" Memory of the world Register "এর অন্তভুক্ত করে।
২/  ইউনেস্কোর আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) ১৩০টি  ঐএতিহাসিক ও গুরুত্বপূর্ণ  দলিল, নথি ও বক্তিতার মধ্যে ৭৮টি বিষয়কে নির্বাচিত করে যার মধ্যে ৭ই মার্চের ভাষণ ৪৮ তম।
৩/ ব্রিটিশ ঐতিহাসিক  জ্যাকব এফ ফিল্ডের ভাষণ সংকলনে বিশ্বের ঐতিহাসিক ৪১টি ভাষনের মধ্যে ৭ই মার্চের ভাষন উল্লেখযোগ্য।
৪/ শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ কেবল একটি ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল- কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো।
 ৫/ ৫এপ্রিল ১৯৭১ সালে এই ভাষণের জন্য বঙ্গবন্ধুকে  "রাজনৈতিক কবি" কবি উপাধি দেয় যুক্তরাষ্ট্রের নিউজউইক ম্যাগাজিন।
*এ ভাষণ টি মুক্তিযুদ্ধের সময়" ব্জ্রকন্ঠ " নামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত  হতো।
৭ই মার্চের ভাষণে আলোকে -
★চলচ্চিত্র: ওরা ১১জন ( ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র।)
★পরিচালক: চাষী নজরুল ইসলাম
★কবিতা: স্বাধীনতা শব্দট কিভাবে আমাদের হলো
★কবি: নির্মলেন্দু গুন



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form