সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২২ | Recent GK March 2022

সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২২


★ মুজিববর্ষে প্রবর্তিত নতুন পুরস্কার ‘বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড’𑅁
★ ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় ডিফেন্স আইনজীবী হিসেবে লড়েছিলেন স্যার থমাস উইলিয়ামস।


** নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
** প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল
** নির্বাচন কমিশনার: মোহাম্মদ আলমগীর ও আনিছুর রহমান
** নির্বাচন কমিশনার: বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান

আপনি আমাদের সাইটে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন. আমরা প্রতিনিয়ত প্রশ্ন সমাধানের আপডেট দিয়ার চেষ্টা করি 
আপনি কোন বিষয়ের প্রশ্ন সমাধান খুঁজতে চাইলে আমাদের সার্চ অপসন এ গিয়ে সার্চ করবেন 




)

**বিপিএল: বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
**শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জয় পেলো কুমিল্লা
**তৃতীয়বারের মতো শিরোপা জয় কুমিল্লার

তামাকজাত পণ্যের ব্যবহার শূন্যে আনতে ''Quit Tobacco App'' চালু করেছে WHO.
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রাস্তার নামকরণ করা হয়েছে
'লিটল বাংলাদেশ এভিনিউ'
'অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২২'
বাংলাদেশ ১৩৭তম (দ এশিয়ায় ৪র্থ); গতবছর ১২০তম।

১) উপমহাদেশের সবচেয়ে বড় বস্ত্র কারখানার নাম – মোহিনী মিল, কুষ্টিয়ায় ( বন্ধ,  আশির দশক থেকে)
২) দেশের প্রথম রেলওয়ে স্টেশনের নাম – জগতি
৩) স্পেনের বন্দরনগরীর নাম – আলেকান্তে

৫) ডের স্পিগেল যে দেশের পত্রিকার নাম – জার্মানি
৬) সিআইএ যে দেশের গোয়েন্দা সংস্থা – যুক্তরাষ্ট
৭) যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে প্রায় ১৫ কোটি বছর আগে – জুরাসিক যুগের ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেলেন বিজ্ঞানীরা
৮) এই ডাইনোসরের নাম – ডলি
৯) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন – সুন্দরবন, ৬২% বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত
১০) সুন্দর বনের – ৩৮% অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত
১১) বর্তমানে সুন্দরবনের আয়তন – ৬ হাজার ১৭ বর্গ কি.মি
১২) ১৪ ফেব্রুয়ারি – সুন্দরবন দিবস
১৩) সুন্দরবনের ভিতরের মাটি – পলিযুক্ত দো আঁশ
১৪) সুন্দরবনে রয়েছে – ৩৩৪ প্রজাতির উদ্ভিদ
১৫) পৃথিবীতেই এ পর্যন্ত সন্ধানপ্রাপ্ত ৫০ টি ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে সুন্দরবনের আছে – ৩৫ টি
১৬) সুন্দরবনে রয়েছে – প্রায় ৫০ প্রজাতির স্তন্যপায়ী, ৫০ প্রজাতির সরীসৃপ,  ৩২০ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর প্রানী ও ৪০০ প্রজাতির মাছ
১৭) রবার্ট ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন – ১৭৬৫ সালে
১৮) ভারতের প্রথম ভাইসরয় – লর্ড ক্যানিং
১৯) বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয় – ১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি
২০) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৮৫৭ সালে
২১) মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে
২২) ব্রিটিশ পার্লামেন্ট বাংলাকে দ্বিখন্ডিত করার পরিকল্পনা গ্রহন করেন – ১৮৫৩ সালে
২৩) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় – ১৭৯৩ সালে
২৪) ব্রিটিশরা বাংলার রাজধানী আনুষ্ঠানিকভাবে করেছিল – কলকাতা
২৫) বাংলাদেশ থেকে প্রথম সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে – ঢাকার আনন্দ শিপইয়ার্ড
২৬) আনন্দ শিপইয়ার্ড প্রথম যে জাহাজ রপ্তানি করে  তার নাম – স্টিলা মেরিস,  ২০০৮ সালে, ডেনমার্কে

গত ২০২০-২১ অর্থবছরে দেশের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪%;
প্রাথমিকে ছিল ৫.৪৩%

বাংলাদেশের প্রথম এড-টেক এবং কর্পোরেট ট্রেনিং মার্কেটপ্লেস “ট্রেনিংপুল”𑅁

গণতন্ত্র সূচক-২০২১
বাংলাদেশ ৭৫তম
শীর্ষে- নরওয়ে
শেষে- আফ গানি স্তান
সূত্র: EIU

বাংলা‌দে‌শের চলচ্চিত্রে 'লতা মঙ্গেশকরের' ক‌ণ্ঠে একমাত্র গান- 'দাদাভাই ও দাদাভাই...'
☯চলচ্চিত্র: রক্তাক্ত বাংলা

🎈২০৩০ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) কার্যক্রম সমাপ্ত হবে। উল্লেখ্য, এটি ১৯৯৮ সাল থেকে কক্ষপথে রয়েছে।
🎈 ২০৩১ সালে এটি বিধ্বস্ত হয়ে 'মহাকাশযানের কবরস্থান' হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো নামক স্থানে পড়বে।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৫ম বারের মতো শিরোপা জিতল ভারত ।

💁ব্রিটেনের পরবর্তী রাণী এলিজাবথের উত্তরসূরি : ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।
💁রাজার সিংহাসনে আরোহণ করবেন: প্রিন্স চার্লস।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণের জন্য রুশ মহাকাশবিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 'গ্লাভ কসমস' এর সাথে সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ (২ ফেব্রুয়ারি)।

বাংলা একাডেমির নবনিযুক্ত সভাপতি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।

'Global Firepower Index-2022' বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।

জনপ্রশাসন পদক' এর নতুন নাম 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক'।
প্রদানের ক্ষেত্র- ১২টি

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (PBC) প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form