ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর (PKB অফিসার জেনারেল)

ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর (PKB অফিসার জেনারেল)


ব্যাংক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা
PKB অফিসার জেনারেল ভাইভা।
তারিখ: ২২-০২-২০২২
প্রার্থীর নাম‌: মো. হিমেল মিয়া।
বোর্ড: ১ম বোর্ড, সিরিয়াল: ১১ তম।
সদস্য: ৪ জন ( ২ জন বাংলাদেশ ব্যাংক, ২ জন পিকেবি ও এক্সটার্নাল)। চেয়ারম্যান স্যার সামনে, দুইজন বাম দিকে আর অন্য জন ডান দিকে। আমাদের বসার জায়গা একটু দূরেই ছিলো।
চেয়ারম্যান: জনাব আহমেদ জামাল স্যার (ডিজি)
সময়: বিকাল ৪ টা ৫০ মিনিট। প্রায় ১০ মিনিটের মতো ছিলাম।



শুরুতেই may i come in sir? সম্মতি সূচক জবাব নিয়ে প্রবেশ করলাম। সবাইকে সালাম দিলাম। স্যার বসতে বললেন।

চেয়ারম্যানঃ বিবিএ, এমবিএ করেছেন? Management, Human Resources Management?

আমিঃ জ্বি স্যার

চেয়ারম্যানঃ কোথায় থেকে?

আমিঃ স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

চেয়ারম্যানঃ বাসা কোথায়?

আমিঃ স্যার কিশোরগঞ্জ।

চেয়ারম্যানঃ এটা কি আপনার প্রথম ভাইভা?

আমিঃ জ্বি না স্যার। এর আগেও আমি ২টি ভাইভা দিয়েছি।

চেয়ারম্যানঃ কোথায়?

আমিঃ বললাম স্যার কিছুদিন আগে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা পোস্টে ভাইভা দিয়েছি।

চেয়ারম্যানঃ আর অন্যটা?

আমিঃ স্যার পূবালী ব্যাংকের একটা ভাইভা ছিলো। জুনিয়র ক্যাশ অফিসার। আমি আরো বললাম, স্যার চাকরিটা আমার হয়েছিলো।

চেয়ারম্যানঃ ও আচ্ছা ক্যাশের চাকরি। আচ্ছা বলেন আপনাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি?

আমিঃ বললাম, স্যার বিবিএর ছাত্র হিসেবে আমরা ব্যাংকিং সম্পর্কিত কাজ গুলা সম্পর্কে জানি। আমার কাছে মনে হয় জেনারেল ব্যাংকিং যেমন একাউন্ট খোলা, রেমিট্যান্স.... ইত্যাদি কাজ গুলা আমরা করতে পারবো।

চেয়ারম্যানঃ আচ্ছা বলেন শেয়ার আর ডিবেঞ্চার এর পার্থক্য কি?

আমিঃ মোটামুটি বললাম।

দ্বিতীয়জনঃ ডিবেঞ্চার আর বন্ডের পার্থক্য কি?

আমিঃ (সহজ ছিলো। পারতাম কিন্তু তখন পারিনি।) সরি বললাম। উনারাও বললেন এটা জানা উচিত ছিলো।

চেয়ারম্যানঃ আচ্ছা বলেন recruitment আর selection এর পার্থক্য কি?

আমিঃ (এটা ভালো করেই জানা ছিলো।) খুবি ভালো করে উত্তর দিলাম।

চেয়ারম্যানঃ জিজ্ঞেস করলেন কোনটা আগে?

আমিঃ বললাম ।

চেয়ারম্যানঃ তাহলে এখন আপনি কোন পর্যায়ে আছেন।

আমিঃ বললাম।

চেয়ারম্যানঃ (আগে উত্তর করার সময় বলেছিলাম সিলেকশন একটা নেগেটিভ স্টেপ।)
সেটাই আবার জিজ্ঞেস করে বললেন ঠিক কিনা?

আমিঃ আমি বললাম জ্বি স্যার নেগেটিভ স্টেপ।

তৃতীয়জনঃ বললেন HRM নিয়ে কি কি খারাপ ধারণা আছে ?

পরে আবার ভালো গুলাও জানতে চাইলেন।

আমিঃ নেগেটিভ আর পজিটিভ 1 টা করে বলেছিলাম। কিন্তু উনি মনে হয় সন্তুষ্ট ছিলেন না।

তৃতীয়জনঃ আবার জিজ্ঞেস করলেন আপনি কি 4IR সম্পর্কে জানেন?

আমিঃ বললাম জানি স্যার। 4th Industrial Revolution.

তাহলে বলেন ব্যাংকিং সেক্টরে কিভাবে কাজে লাগবে? আর কি কি নতুন সমস্যা হতে পারে?

আমিঃ বললাম স্যার কমিউনিকেশন এ গতি আসবে। অটোমেশন আসবে। গ্রীন ব্যাংকিং এ বুস্টিং হবে। নেগেটিভ দিক বললাম অনেক জব পজিশনের আর দরকার হবে না। জব কাটিং হবে।

স্যার মুটামুটি সন্তুষ্ট ছিলেন।

দ্বিতীয়জনঃ বললেন আচ্ছা বলেন রিভলুশন মানে কি? এর অর্থ কি?

আমিঃ অর্থ প্রথমে বিবর্তন বলে ফেলছিলাম।

দ্বিতীয়জনঃ বললেন evolution মানে বিবর্তন।

আমিঃ সাথে সাথেই বললাম স্যার তাহলে বিপ্লব হবে।

দ্বিতীয়জনঃ জিজ্ঞেস করলেন এই বিপ্লব মানে কি? এটা কি শুধু নামে বিপ্লব নাকি কাজের কিছু আছে?

আমিঃ বললাম স্যার বিপ্লব মানে বিশাল পরিবর্তন। মানে গণজাগরণ।
এতটুকু বলার পরেই বললেন ইয়েস, এটাই জানতে চাচ্ছিলাম।
চেয়ারম্যানঃ আচ্ছা ঠিক আছে আপনি আসেন।

আমিঃ সবাইকে thank you দিলাম। সালাম দিয়ে চলে আসলাম।

চতুর্থজন কিছু বলেননি। এই ছিলো আমার জীবনের প্রথম বাংলাদেশ ব্যাংকে প্রবেশ ও সেখানকার প্রথম ভাইভা।

কাগজ পত্র নিয়ে একটু ঝামেলা ছিলো। পরে একটা অ্যাপ্লিকেশন লিখে আশ্বস্ত করতে হয়েছে পরে দিয়ে যাবো। কাগজ পত্র ঠিকঠাক করে নিয়ে যাবেন। পরে নাহয় আবার দ্বিতীয়বার যেতে হবে।

সবার জন্য শুভকামনা।




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form